Home »
কনফিউজিং প্রশ্নের সমাধান
» গুরুত্বপূর্ণ কিছু কনফিউজিং প্রশ্নের সমাধান
গুরুত্বপূর্ণ কিছু কনফিউজিং প্রশ্নের সমাধান
By Admin ডিসেম্বর ০১, ২০২০
গুরুত্বপূর্ণ কিছু কনফিউজিং প্রশ্নের সমাধান:
১) বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট
কোনটি?
A) EU
B) WTO
উত্তর : A
ব্যাখ্যা : সবচেয়ে বড় অর্থনৈতিক জোট -- ইইউ। সবচেয়ে বড় বাণিজ্যিক গোষ্ঠী -- WTO.
২) ২৫ এপ্রিল,২০১৫ সালে নেপালে ভয়ংকর ভূমিকম্পের মাত্রা কতো ছিলো?
ক) ৭.৮
খ) ৭.৯
উত্তর : ৭.৮
ব্যাখ্যা : কিছু জায়গায় ৭.৯ উল্লেখ থাকলেও মূলধারার প্রায় সব মিডিয়াতেই ৭.৮ উল্লেখ আছে।
৩) বাংলায় টি.এস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে ?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) বিষ্ণু দে
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
ব্যাখ্যা : বিষ্ণু দে অনুবাদ টা ১৯৫০ সালের পরে কিন্তু রবি ঠাকুর মারা যান ১৯৪১ সালে।
৪) 'গাহি সাম্যের গান, ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান' - পঙিক্তটি নজরুলের কোন কবিতার অংশ?
A. সাম্যবাদী
B. জীবন- বন্দনা
উত্তর : জীবন - বন্দনা।
ব্যাখ্যা : এটা জীবন বন্দনা কবিতার অংশ আর সাম্যবাদী কবিতায় কাজী নজরুল ইসলাম বলেছেন, "গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান!"
৫) মোট সেক্টর কমান্ডার কতোজন?
ক) ১৬ জন।
খ) ১৯ জন।
উ : ১৬ জন (সোর্স : স্বাধীনতার দলিলপত্র)
৬) বৃহত্তম অর্থনীতির দেশ??
A) China
B) USA
উত্তর : USA
ব্যাখ্যা : জিডিপিতে শীর্ষ -- USA আবার অন্যদিকে, পিপিপিতে শীর্ষ -- China. বৃহত্তম অর্থনীতি বলতে সাধারণত জিডিপির ভিত্তিতে বুঝানো হয় তাই
অপশনে দুইটাই থাকলে USA অপশনটাই বেটার।
৭) মুসলিম নারী জাগরনের কবি কে?
ক) বেগম রোকেয়া
খ) শামসুন্নাহার
উত্তর : শামসুন্নাহার।
ব্যাখ্যা : বেগম রোকেয়া কবি ছিলেন না। বেগম রোকেয়া ছিলেন মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
৮) সংসার উদ্যানে পুষ্প অপেক্ষা__বেশী।
ক) কণ্টক
খ) কীট
উত্তর : কণ্টক।
ব্যাখ্যা : পুষ্প = ফুল। ফুলের সাথে কণ্টক শব্দটাই যায়।
৯) CPU তে কোনটি থাকে?
ক) register
খ) memory
উত্তর : register
ব্যাখ্যা : Register,CPU এর একটা অংশ, যেকোন ডাটা প্রসেসিং রেজিস্টারের মাধ্যমে অপারেট হয়। অপরপদিকে মেমরি CPU এর বাইরেও থাকতে পারে।
১০) Control unit -
A) performs mathematical operations
B) performs logical operations
উত্তর : B.
ব্যাখ্যা : প্রদত্ত অপশনের সব কাজই কন্ট্রোল ইউনিট করে তবে মেইনলি এটা লজিক্যাল অপারেশংগুলোই করে।
১১) ভিটামিন সি বেশি আছে কোনটিতে?
ক) পেয়ারা
খ) আমলকি
উত্তর : আমলকি।
ব্যাখ্যা : আমলকিতে প্রতি ১০০ গ্রামে ৪৪৫ মিগ্রা ভিটামিন সি আছে আর অপরদিকে প্রতি ১০০ গ্রাম পেয়ারায় ভিটামিন সি আছে ২০০ মিগ্রা।
১২) আপেল এ কোন এসিড?
ক) ম্যালিক এসিড
খ) স্যালিক এসিড
উত্তর : ম্যালিক এসিড।
১৩) সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত?
ক) ৮ বর্গকিমি
খ) ৯ বর্গকিমি
উত্তর : ৮ বর্গকিমি। (উইকিপিডিয়া)
https://www.facebook.com/groups/532872313973139/?ref=share
গুরুত্বপূর্ণ বিষয় পেতে এই গ্রুপে যোগ দিন।
১৪) কোন বোমায় মানুষ মরে কিন্তু ঘরবাড়ির ক্ষতি হয় না?
ক) নাপাম বোমা
খ) নিউট্রন বোমা
উত্তর : নিউট্রন বোমা।
ব্যাখ্যা : নিউট্রন বোমা : বিজ্ঞানের সর্বশেষ ধ্বংসকারী আবিষ্কার হলো এই নিউট্রন বোমা। তৈরি করেছে যুক্তরাষ্ট আর ফ্রান্স। এর বৈজ্ঞানিক নাম এনহ্যান্স রেডিয়েশন ওয়াপন। নিউট্রন রেডিয়েশন অস্ত্র নামেও পরিচিত।
এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি ঘর-বাড়ি, গাছপালার কোনো ক্ষতি করে না। শুধু প্রাণী ধ্বংস করে। এক থেকে দুই কিলোটনের একটি বোমার সাইজ। প্রচণ্ড বিস্ফোরণ আর তাপের সৃষ্টি করে। তাই এটি ১৩০-৩৫০ মিটার এলাকা ধ্বংস করে দিতে পারে। আর অন্য কিছু ধ্বংস করে ১-২ কিলোমিটার ব্যাসার্ধে। মূলত পারমাণবিক বোমার বিকল্প হিসেবেই এটি তৈরি করা হয়েছে তাই এর ধ্বংসলীলা শুধু প্রাণীদের ওপরই হয় তবে অবকাঠামোর কোনো পরিবর্তন করে না।
নিউট্রন বোমাতে নিউট্রন আর গামা রশ্মি বের হয়ে আসে। আর গামা রশ্মি বা এক্স-রে যে কোনো প্রাণীর জন্য চরম ক্ষতিকর। অতিরিক্ত মাত্রায় বের হয়ে আসার কারণে প্রাণীর জৈবিক দেহ মরে যায়। নিউট্রন বোমাতে ব্যবহৃত হয় ইউরেনিয়াম আর লিড আর তার সঙ্গে অল্প পরিমাণে ট্রিটটিয়াম। ১৯৫৮ সালে স্যামুয়েল টি কোহেন এই ধরনের বোমার ধারণা প্রথম দেন। ১৯৬৩ সালে নেভাদার মাটির নিচে প্রথম পরীক্ষা করায়। তবে জিমি কার্টার ১৯৭৮ সালে এর উৎপাদন বন্ধ করে দেন। কিন্তু প্রেসিডেন্ট
রোনাল্ড রিগ্যান ১৯৮১-তে এর পুনঃউৎপাদন শুরু করেন।
নাপাম বোমা : এটা আগুন সৃষ্টি করে, ভিয়েতনাম যুদ্ধে এই বোমার ব্যাপক ব্যবহার হয়েছিল,এই বোমায় ওখানে গ্রামের পর গ্রাম জ্বলছিল।
১৫) কাজী নজরুল বাকরুদ্ধ হয় কয় বছর বয়সে?
ক) ৪০ বছর
খ) ৪৩ বছর
উত্তর : ৪৩ বছর।
ব্যাখ্যা : কাজী নজরুল ইসলাম ১৯৪২ সালে বাকরুদ্ধ হন যখন কবির বয়স ৪৩ ছিল।
১৬) ঢাকা সিটিতে আসন সংখ্যা কয়টি?
ক) ১৫ টি
খ) ২০ টি
উত্তর : ১৫ টি।
ব্যাখ্যা : ঢাকা জেলায় আসন সংখ্যা ২০ টি কিন্তু সিটিতে আসন সংখ্যা ১৫ টি।
১৭) বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কয়টি?
ক) ১১ টি
খ) ১২ টি
উত্তর : ১২ টি।
১৮) মোট বীর উত্তম কতজন?
ক) ৬৮ জন
খ) ৬৯ জন
উত্তর : ৬৯ জন।
ব্যাখ্যা : মোট বীর উত্তম ৬৯ জন কিন্তু
স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য মোট ৬৮
জনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল। সর্বশেষ বীর উত্তম প্রতীক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ (২০১০) মরণোত্তর। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাঁকে ২০১০ সালে মরণোত্তর বীর উত্তম পদক প্রদান করা হয়।
💔💔সংগ্রহে: Sh Sakil
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................