Home »
» ভাইভা বোর্ডে যা করা যাবে না
ভাইভা বোর্ডে যা করা যাবে না
By Admin নভেম্বর ২৮, ২০২০
#ভাইভা_বোর্ডে_যা_করা_যাবে_না
৩৭ তম বিসিএসের নাম্বার পত্র দেখে অনেকেই ধারনা করতে পেরেছেন বিসিএসে ভাইভা কত গুরুত্বপূর্ণ। ২০০ মার্ক অনেক যা আপনার ক্যারিয়ার বদলে দিতে পারে। ভাইভা রোর্ডে ঢোকার আগে আপনারা নিন্মলিখিত বিষয়গুলো খেয়াল রাখবেনঃ
১. ওভারে কনফিডেন্স দেখাবেন না।
২. কোন বিষয় নিয়ে চেয়ারম্যানের সাথে তর্ক। মনে রাখবেন চেয়ারম্যান মহোদয় অনেক ঝানু ব্যক্তি।
৩. চেয়ারে হেলানো দিয়ে বসবেন না।
৪. কথা বলার সময় হাত উঠে যাওয়া। এই সমস্যা অনেকের আছে, আমার নিজেরো ছিল। অনেক চেষ্টায় পরিহার করেছি।
৫. পা নাচাবেন না।
৬. কন্ট্রোভার্সিয়াল উত্তর না করা। কন্ট্রোভার্সিয়াল প্রশ্নের উত্তর করতে দেওয়ার সময় মুখ দিয়ে বেফাঁস কথা বের হয়ে যেতে পারে।
৭. স্যারদের যাতে না বলে " আপনি জোরে বলেন".। মনে রাখবেন আপনি ক্যাডার হতে গিয়েছেন যোগ্যতা দিয়ে। কোন ভিক্ষা নিতে যান নি সুতরাং গলার ভয়েজ যাতে লাউড এবং মার্জিত রাখবেন।
৮. ভাইভা থেকে বের হওয়ার সময় নিজের ফাইল রেখে আসবেন না।
৯. যাদের বিডি-সিগারেট খাওয়ার অভ্যাস আছে তারা ভাইভার দিন সকালে বিড়ি খাওয়া থেকে বিরত থাকবেন। কারন নন-স্মোকারদের নাক অনেক সেন্সিটিভ হয়।
১০. যেকোন মুহূর্তে সরি বলার জন্য তৈরি থাকবেন। কারন অনেক সময় একটা সরি আপনাকে বাচিয়ে দিতে পারে।
১১. জনে জনে সালাম দেওয়ার দরকার নাই। চেয়ারম্যানকে সালাম দিলেই হবে।
১২.কলম নিয়ে যেতে ভুলবেন না।
১৩. বোর্ডের সিমপ্যাথি অর্জন করবেন নিজের উত্তর দিয়ে। অবাঞ্চিত কথা বলবেন না।
জয়ন্ত কুমার সেন
সহকারী পুলিশ সুপার (সুপারিশপ্রাপ্ত)
৩৮ তম বিসিএস।
Related Posts:
বাক্য রূপান্তর#৪০_তম_বিসিএস_প্রস্তুতি_বù… Read More
বিসিএসের একটি মডেল ভাইভা৩৮তম বিসিএস ভাইভা প্রস্ত… Read More
এক নজরে উইলিয়াম শেক্সপীয়ার BCS Preli এক নজরে উইলিয়াম শেক্সপ… Read More
ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) ক্রিপ্টোকারেন্সি : ক্রিপ… Read More
যুক্তরাষ্ট্র + চীন সম্পর্ক যুক্তরাষ্ট্রের চীন নীতি ব্যাখ্যা করা উচিতরিটেন + ভাইভা যুক্তরাষ্টú… Read More
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................