Home »
» বিভিন্ন পরীক্ষায় আসা শতভাগ কমন উপযোগী প্রশ্নগুলো একনজরে পড়ে নিন
বিভিন্ন পরীক্ষায় আসা শতভাগ কমন উপযোগী প্রশ্নগুলো একনজরে পড়ে নিন
By Admin নভেম্বর ৩০, ২০২০
বিভিন্ন পরীক্ষায় আসা শতভাগ কমন উপযোগী প্রশ্নগুলো একনজরে পড়ে নিন >>>>>>
১. পল্লী উন্নয়ন একাডেমি ( RDA) অবস্থিত → বগুড়া
২. গোবি মরুভূমি অবস্থিত → এশিয়া,
৩. প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম → বরিশাল
৪. তিতাস উপজেলা অবস্থিত → কুমিল্লা
৫. ADB এর সদর দপ্তর → ম্যানিলায়
৬. নেদারল্যান্ডের মুদ্রার নাম → গিল্ডার / ইউরো
৭. মালয়েশিয়ার মুদ্রার নাম → রিংগিট
৮. মায়ানমারের মুদ্রার নাম → কিয়াট
৯. OIC এর বর্তমান নাম → Organization of Islamic Cooperation (প্রতিষ্ঠিত : ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে)
১০. ঢাকা বাংলার রাজধানী হয় → ১৬১০
১১. কোন দেশের সংবিধান অলিখিত → ব্রিটেন
১২. সিডর শব্দের অর্থ → চোখ
১৩. UNESCO সদর দপ্তর → প্যারিসে
১৪. বাংলাদেশের ' কৃষি দিবস ' → পহেলা অগ্রহায়ণ
১৫. বিশ্ব শিক্ষক দিবস → ৫ অক্টোবর
১৬. জাতীয় স্মৃতি সৌধের স্থাপতি → সৈয়দ মঈনুল হোসেন
১৭. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি → হামিদুর রহমান
১৮. মুক্তিযুদ্ধে সাবসেক্টর ছিল → ৬৪টি
১৯. ঢাকা সেক্টর ছিল → ২
২০. মেহেরপুর / মুজিবনগর সেক্টর → ৮
২১. অভ্যন্তরীন নৌপথ ও সমুদ্র উপকূলীয় সেক্টর → ১০
২২. কম্পিউটারের মস্তিষ্ক → CPU
২৩. বাংলাদেশ জাতিসংঘে সদস্যপদ লাভ → ১৯৭৪ সালে
২৪. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ → ভোলা
২৫. বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস → প্রাকৃতিক গ্যাস
২৬. বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত → তুরস্ক
২৭. টোপর হলো → দেশী শব্দ
২৮. দেশি শব্দ → টোপর, কুলা, ঢেঁকি, কুঁড়ি, ডাব, পেট
২৯. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে → সমানাধিকরণ বহুব্রীহি
৩০. পকেট মার → উপপদ তৎপুরুষ সমাস
৩১. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনিদিষ্ট → সাধু ভাষা
৩২. সারাংশের মূল উদ্দেশ্য → অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরা
৩৩. মহাকীর্তি = মহতী যে কীর্তি
৩৪. হৃদয়াবেগ প্রকাশ করতে হয় → বিস্ময় চিহ্ন দিয়ে
৩৫. বাক্যে সেমিকোলন ( থাকলে থামতে হয় → ১ বলার দ্বিগুণ সময়
৩৬. ব্যাসবাক্যের অপর নাম → বিগ্রহ বাক্য
৩৭. সাহিত্যের প্রাচীন নিদর্শন → চর্যাপদ
৩৮. বানান → ক্ষুৎপীড়িত
৩৯. পত্র শব্দের ব্যবহারিক / অাভিধানিক অর্থ → চিহ্ন বা স্বারক
৪০. অাঞ্চলিক ভাষার অপর নাম → উপভাষা
৪১. এই ঘরটি ভাড়া দেয় হবে → This house is to let
৪২. ডাক্তার রোগীর নাড়ী দেখলেন → The doctor felt the pulse of the patient
৪৩. এক টাকার ভাংতি দাও → Give me a taka change
৪৪. দৃশ্যটি অতি মনোরম → The scenery is very charming
৪৫. The baby is always full of smiling → শিশুটির মুখে হাসি লেগেই অাছে।
৪৬. He asked me to do it → তিনি অামাকে এটা করতে বলছিলেন।
৪৭. patience is bitter but its fruit sweet→ সবুরে মেওয়া ফলে
৪৮. The noun form ' beautiful ' → beauty
৪৯. The verb form ' ability ' → enable
৫০. বাড়ি বা রাস্তার নম্বরের পরে চিহ্ন বসে → কমা
৫১.' ইঁদুর কপালে ' বিপরীত বাগধারা → একাদশে বৃহস্পতি
৫২. বানান → শুশ্রূষা
৫৩. বাংলা সাহিত্যে চলতি রীতির প্রবর্তক → প্রমথ চৌধরী
৫৪. সারাংশ বা সারমর্ম কয়টি অনুচ্ছেদ লিখতে হয় → একটি
৫৫. দেশী ও তৎসম শব্দের মিশ্রণকে বলে → গুরুচণ্ডালী দোষ
৫৬.'সারাংশ লিখন ' শিক্ষার উদ্দেশ্য → বক্তব্য সংক্ষেপণ
৫৭. ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী → চলিত রীতি
৫৮. বানান → দরিদ্রতা
৫৯. অাপাদমস্তক → অব্যয়ীভাব সমাস
৬০.ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে বলে → সমস্যমান পদ
৬১. ভাব- সম্প্রসারণের ক্ষেত্রে দোষ → একই কথার পুনরাবৃত্তি
৬২. কুল কাঠের অাগুন → তীব্র জ্বালা
৬৩. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতি → সেমিকোলন
৬৪. সংখ্যাবাচক শব্দ পূর্বপদে বসে যে সমাস হয় → দ্বিগুসমাস
৬৫. The man is in great trouble → লোকটা খুবই অসহায়
৬৬. The rains have set in → বর্ষাকাল শুরু হয়েছে
৬৭. Suddenly he began to weeping → হঠাৎ সে কাঁদতে শুরু করল
৬৮. were the birds chirping? → পাখিরা কি কিচিরমিচির করছিল?
৬৯. এটা কি ধরনের ফুল ? → what kind of flower is it ?
৭০. বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক → May Bangladesh prosper day by day
৭১. চরিত্র জীবনের মুকুট → Character is the crown of life
৭২. দয়া একটি মহৎ গুন → Kindness is a great virtue
৭৩. বিপদ কখনো একা অাসেনা → Misfortune never comes alone
৭৪. বাংলা সনের প্রবর্তক → সম্রাট অাকবর
৭৫. গ্রিনহাউজ প্রভাব সৃষ্টির জন্য দায়ী → সি. এফ. সি গ্যাস
৭৬. হিমছড়ি অবস্থিত → কক্সবাজার
৭৭. মোরাসমাস রোগের ফলে → পেশী ও মেদ ক্ষয় হয়।
৭৮. বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে → ১৯৭৪ সালে
৭৯. বাংলাদেশের সবচেয়ে উত্তরে স্থান → বাংলাবান্ধা
৮০. কোন দেশের জাতীয় পতাকা অর্ধনমিত হয় না → সৌদি অারব
৮১. কোন দেশের পার্লামেন্টের নাম কংগ্রেস → USA
৮২. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ → একই হয়
৮৩. কম্পিউটারের কাজের গতি প্রকাশ হয় → ন্যানো সেকেন্ডে
৮৪. চীনের দুঃখ নামে পরিচিত → হোয়াংহো নদী
৮৫. স্মরণশক্তি হ্রাস পায় কোন খনিজের অভাবে → অায়রন, জিংক
৮৬. উদ্ভিদের পাতা হলদে হয় → নাইট্রোজেনের অভাবে
৮৭. হেপাটাটিস ' বি' ভাইরাস অাক্রমণ করে → যকৃতে
৮৮. কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সর্বাধিক → ৪ ডিগ্রি
৮৯. পেনিসিলিয়াম অাবিষ্কার করেন → অালেকজান্ডার ফ্লেমিং
৯০. মহাশূন্য থেকে পৃথিবীতে অাগত রশ্মির কণাকে বলে → কসমিক রশ্মি
৯১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম → নাথান কমিশন (১৯১২ সালে) সদস্য ছিল : ১৩ টি
৯২. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় → ১৯২১ সালে
৯৩. বাংলাদেশে মোট রাষ্ট্রীয় খেতাব → ৬৭৬ জন
৯৪. বীরশ্রেষ্ঠ হলো → ৭ জন
৯৫. বীর উত্তম → ৬৮ জন
৯৬. বীর বিক্রম → ১৭৫ জন
৯৭. বীর প্রতীক → ৪২৬ জন
৯৮. পানিতে দ্রবীভূত হয় না → ক্যালসিয়াম কার্বনেট
৯৯. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান
একুশে পদক পান → ১৯৮০ সালে
১০০. C.N.G ( সি.এন.জি) হলো → রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস
১০১. C.N.G ( সি.এন.জি)→ Compressed Natural Gas
১০২. কোন হরমোনের অভাবে শিশু বামন হয় → থাইরক্সিন
১০৩. অ্যানথ্রাক্স রোগের টিকা অাবিষ্কার করেন → লুইপাস্তুর, ১৮৮১
১০৪. ভবদহ বিল অবস্থিত → যশোরে
১০৫.' লেডি উইথ দি ল্যাম্প ' কার উপাধি → ফ্লোরেন্স নাইটিঙ্গেল
১০৬. পঞ্চইন্দ্রিয় তৈলচিত্রের চিত্রশিল্পী → মকবুল ফিদা হোসেন
১০৭. ফেয়ার ফ্যাক্স → মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
১০৮. অান্তর্জাতিক মানবাধিকার দিবস → ১০ ডিসেম্বর
১০৯. ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারন পরিষদে মানবাধিকার চুক্তি গৃহীত হয়।
১১০. বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের নাম → BTCL
১১১. শান্ত সাগর অবস্থিত → চাঁদে
১১২.রাতকানা রোগ হয় → ভিটামিন - এ অভাবে
১১৩. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম → বঙ্গকামরূপী
১১৪. ভাষার কোন রীতি পরিবর্তনশীল → চলতি রীতি
১১৫. বাংলা ভাষার লেখ্য রূপ → দুটি( সাধু এবং চলতি)
১১৬. সমুদ্র শব্দের সমার্থক → নদীকান্ত , পয়োধি , সাগর , রত্নাকর , জলধি , সিন্ধু , বরিধি , জলধর , পাথরে , জলনিধি।
১১৭. দুটি পদের সংযোগস্থলে বসে → হাইফেন
১১৮. অম্বু শব্দের অর্থে → জল , সলিল , বারি , অপ , উদক , তোয় , পানি , নীর
১১৯. লেখার সময় বিশ্রামের জন্য অামরা যে চিহ্ন ব্যবহার করি → বিরাম চিহ্ন। কমা(,) ,দাঁড়ি(।) ,কোলন ( ,ড্যাস ( -)
১২০. মনমাঝি → মন রূপ মাঝি ( রূপক কর্মধারয়)
১২১. বিরাম চিহ্ন ব্যবহার করা হয় → বাক্যের অর্থ স্পষ্টীকরনের জন্য
১২২. ব্যাখার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই → ভাবসম্প্রসারণ
১২৩. কোন বাগধারাটির অর্থ "চির শান্তি" → রাবনের চিতা
১২৪. ফপর দালালি বাগধারাটি → গায়ে পড়ে মাতব্বরী
১২৫. বানান : দীনতা
১২৬. সমাসের রীতি কোন ভাষা থেকে অাগত → সংস্কৃত
১২৭. পর্বত শব্দের সমার্থক → গিরি , শৈল , পাহাড় , অদ্রি , ভূধর , নগ , গিরিবাজ , সমীধর , একাধর, ক্ষিত্রিধর।
[বিসিএস এর জন্য পাঠ্যবই থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব গুলো শীঘ্রই আপলোড করা হবে। প্রথম ১০ পর্বে থাকবে নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বসভ্যতা বই থেকে বাছাই করা প্রশ্নোত্তর। যারা ৪১তম বিসিএস দিবেন তারা সংগ্রহ করতে পারেন।]
১২৮. বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে " উক্তিটি → জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
১২৯. ইঁদুর কপালে বাগধারাটি → মন্দ ভাগ্য
১৩০. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ → ১০টি
১৩১. বাংলা ভাষায় মাত্রাযুক্ত বর্ণ→ ৩২টি
১৩২. বাংলা ভাষায় অর্ধমাত্রা বর্ণ→ ৮টি
১৩৩. গায়ে হলুদ → বহুব্রীহি সমাস
১৩৪. সূর্য শব্দের সমার্থক → রবি , তপন , অাদিত্য , সভাকর , দিবাকর , দিনেশ , দিনমনি , দিনপতি , ভানু , মার্তন্ড , দিকবায়ু , দিত্রভানু
১৩৫. গায়ে মানে না অাপনি মোড়ল → He is a self - styled leader
১৩৬. Call a spade a spade → স্পষ্টাস্পষ্টি কথা বলা
১৩৭. The elephant is the largest Quadruped animal in the world → হাতি পৃথিবীর সবচেয়ে বৃহৎ চতুষ্পদ প্রানী
১৩৮. বর্ষা শুরু হয়েছে → The rains have set in
১৩৯. অামি এটা না করে পারলাম না → I could not help doing it
১৪০. Look before you leap → ভাবিয়া করিও কাজ
১৪১. It is raning cat and dogs → মুষলধারে বৃষ্টি হচ্ছে।
১৪২. He has killed himself → সে অাত্নহত্যা করেছে
১৪৩. Diamond cuts diamond → মানিকে মানিক চেনে
১৪৪. I am badly hard up → অামার টাকার খুব অনটন হয়েছে
১৪৫. জাতীয় সংসদের অধিবেশন অাহ্বান করেন → রাষ্ট্রপতি
১৪৬. ঢাকায় রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার → ইসলাম খান
১৪৭. ইউরোপীয় বনিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিল → পতুর্গীজরা
১৪৮. মানুষের গড় অায়ু সবচেয়ে বেশী → জাপান
১৪৯. জাপানের পার্লামেন্টের নাম → ডায়েট
১৫০. নিউজিল্যান্ডের অধিবাসীদের বলা হয় → মাউরি
১৫১. দুধে থাকে → ল্যাকটিক এসিড
১৫২. ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট
১৫৩. '' কবর '' নাটকটির রচয়িতা → মুনীর চৌধুরী
১৫৪. এপিকালচার → মৌমাছি চাষ
১৫৫. অন্ধদের জন্য লিখনরীতি উদ্ভাবন করেন → ব্রেইল
১৫৬. বিশ্বে কার্বন ডাই অক্সাইড নি:সরনে শীর্ষ দেশ → চীন
১৫৭. ২০১০ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় → স্পেন
১৫৮. ২০১৪ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় → জার্মানি
১৫৯. ২০১৮ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় → ফ্রান্স (২য় শিরোপা)
১৬০. বাংলাদেশের সাথে বন্দী বিনিময় চুক্তি অাছে → ভারতের
১৬১. কোন দেশের মুদ্রায় বৃটেনের রানীর ছবি অাছে → কানাডা
১৬২. গিন্নী → অর্ধতৎসম শব্দ
১৬৩. বাড়ি বা রাস্তার নামের পরে যতি চিহ্ন বসে → কমা
১৬৪. যার কোন মূল্য নেই '' এর সমার্থক → ঢাকের বায়া
১৬৫. সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র → বিজ্ঞপ্তি
১৬৬. শুকনো → চলতি রীতির শব্দ
১৬৭. বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটি → অক্ষম ব্যাক্তির বৃথা অাস্ফালন
১৬৮. কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ → প্রাপকের ঠিকানা
১৬৯. সাক্ষী গোপাল বাগধারাটি → নিষ্ক্রিয় দর্শক
১৭০. পাউরুটি → পর্তুগিজ শব্দ
১৭১. গরমিল → মিলের অভাব
১৭২. সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে → কমা
১৭৩. বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন → ১২টি
১৭৪. বানান → মধুসূদন দও
১৭৫. সাতসমুদ্র → দ্বিগু সমাসের সমস্ত পদ
১৭৬. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে বলে → সমস্যমান পদ
১৭৭. শিরোনামের প্রধান অংশ → প্রাপকের ঠিকানা
১৭৮."ইঁদুর কপালের" এর বিপরীত বাগধারা → একাদশে বৃহস্পতি
১৭৯. পর্তুগীজ শব্দ → অানারস , অালমারি , গুদাম
১৮০. তেপান্তর → দ্বিগু সমাস
১৮১. উপপদের সঙ্গে কৃদন্ত পদের যে সমাস হয় তাকে → উপপদ তৎপুরুষ সমাস বলে
১৮২. হাতি " শব্দের সমার্থক নয় → উরগ
১৮৩. হাতি শব্দের সমার্থক → করী , দ্বীপ , মাতঙ্গ , গজ, নাগ , কুঞ্জন, দন্তী , দ্বীরদ, হস্তী , বারণ
১৮৪.'' কোরক '' শব্দের সমার্থক → কুঁড়ি , মুকুল , কলি , কলিকা , বউল
১৮৫. গৌরচন্দ্রিকা '' বাগধারাটি → ভূমিকা
১৮৬. মেঘ শব্দের সমার্থক → ঘন , বারিদ , জলধর , অম্বুদ , পয়োধর , নীরদ , জলদ , বলাহক।
১৮৭. সোম শব্দের অর্থ → বিধু
১৮৮. কাঁচামিঠা → যা কাঁচা তাই মিঠা
১৮৯. সমাস নিষ্পন্ন পদকে বলে → সমস্ত পদ
১৯০. একটি পত্রের প্রধান অংশ → দুইটি
১৯১. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত → ইন্দো- ইউরোপীয়
১৯২. বানান → অাকাঙ্ক্ষা , গ্রামীণ , দারিদ্র্য , দুরন্ত
১৯৩. ''বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্টতর'' এর শুদ্ধ → বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
১৯৪. "স্বেচ্ছাচারী ব্যাক্তি " বাগধারাটি → ধর্মের ষাঁড়
১৯৫. জোসনা → সাধুরীতি শব্দ
১৯৬. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে বসে → সেমিকোলন
১৯৭. দ্বিগু সমাসে কোন পদ প্রধান → পরপদ
১৯৮. নবপৃথিবী → নব যে পৃথিবী
১৯৯. বানান → সাত্ত্বনা
২০০. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় → অব্যয়
২০১. বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নির্গমনকারী দেশ → চীন
২০২. কঙ্গোর রাজধানী → ব্রাজাভিল
২০৩. ইন্টারনেটের জনক → Vinton Gray Cerf
২০৪. বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় → ৮ সেপ্টেম্বর
২০৫. নোবেল বিজয়ী প্রথম মুসলমান নারী → শিরিন এবাদি
২০৬. নোবেল বিজয়ী সর্বশেষ মুসলিম নারী → মালালা ইউসুফ জাই ২০১৪ সালে
২০৭. দুই মহাদেশে অবস্থিত নগরী → ইস্তাম্বুল যা ট্রয়নগরী নামে পরিচিত
২০৮. সুনামীর কারন → সমুদ্রতলের ভূমিকম্প
২০৯. রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয়→ রঞ্জনরশ্মি।
২১০. তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে প্রথম হাইটেক পার্ক → গাজীপুর জেলার কালিয়াকৈর
২১১. ম্যালেরিয়ার ঔষধ 'কুইনিন 'পাওয়া যায় কোন গাছ থেকে → সিনকোনো
২১২. বাংলাদেশের দ্বিতীয় এভারেস্ট বিজয়ী → মোহাম্মদ অাবদুল মোহিত
২১৩. NASA (নাসা) → মহাকাশ গবেষনা কেন্দ্র
২১৪. স্বোপার্জিত স্বাধীনতা '' স্থপতি → শামীম সিকদার
২১৫. সেপ্টেম্বর অন যশোর রোড় " রচয়িতা → এলেন গিন্সবার্গ
২১৬. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে → বুড়িগঙ্গা
২১৭. বাংলা বর্ণমালা কোন লিপি থেকে এসেছে → ব্রাক্ষী লিপি
২১৮. I hardly go out after dusk → অামি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই
২১৯. বাংলা ভাষার মূল উৎস → প্রাকৃত ভাষা
২২০. রেস্তোরা → ফরাসি শব্দ
২২১. বুনো → চলতি ভাষা
২২২. বাংলাভাষায় যতি চিহ্নের প্রচলন করেন → ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২২৩. পত্রের দুটি অংশ থাকে → শিরোনাম ও পত্রগর্ভ
২২৪. বক ধার্মিক বাগধারাটি → ভন্ড
২২৫. বিড়াল তপস্বী বাগধারাটি → কপট সাধু ধার্মিক
২২৬. ব্যাঙের অাধুলি বাগধারাটি → অহংকারী ব্যক্তি
২২৭. ব্যাঙে সর্দি বাগধারাটি → মিথ্যা ভয়
২২৮. অন্ধের ষষ্ঠি বাগধারাটি → একমাত্র অবলম্বন
২২৯. অাশীবিষ → অাশীতে বিষ যার ( বহুব্রীহিসমাস).
২৩০. ব্যাকরণ কোন ভাষার শব্দ → সংস্কৃতি
২৩১. হিন্দি শব্দ → চানাচুর , গাং , টুপি , পানি , কুফা , জুতা
২৩২. উদ্ধৃতি চিহ্ন কত প্রকার → ২ প্রকার
২৩৩." ফাঁকা অাওয়াজে কাজ অাদায় " সমার্থক বাগধারা → কথায় চিড়া ভাজা
২৩৪. হরতাল → গুজরাটি শব্দ
২৩৫. সারাংশ কোন পুরুষে লিখতে হয় → প্রথম পুরুষ
২৩৬. ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় → বিলুপ্ত বর্ণের জন্য
২৩৭. পরীক্ষা → পরি + ঈক্ষা
২৩৮. ভাবের সুসংগত প্রসারণের নাম → ভাব - সম্প্রসারণ
২৩৯. সারাংশে প্রয়োজন → সরলতা, সংক্ষেপন , প্রাঞ্জলতা
২৪০. অামি তাকে দু'বছর যাবৎ চিনি → I know her for two years
২৪১. সূর্য উঠেছে → The sun is up
২৪২. It is really a vexed qusestion → এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন
২৪৩. The clouds rolled away → মেঘ কেটে গেল
২৪৪. A little learning is a dangerous thing → অল্পবিদ্যা ভয়ংকর
২৪৫. Sathi is known to me → সাথী অামার পরিচিত
২৪৬. Time and tide wait for none → সময় ও জলস্রোত কারও জন্য অপেক্ষা করে না।
২৪৭. Don't cry down your enemy → শত্রুকে খাটো করে দেখো না
২৪৮. সে গতকাল বাড়ি এসেছে → He came home yesterday
২৪৯. The noun form know → knowledge
২৫০. The road runs ---- hill and plain. Ans : across
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তর(পর্ব ৫)
২৯০) বাংলা ১১৭৬ সালে ছিয়াত্তরের মন্বন্তরে কত লোকের প্রাণহানি ঘটে?
উত্তর: ১কোটি
২৯১) বাংলাদেশেন দীর্ঘতম গাছের নাম কী?
উত্তর: বৈলাম(২৪০ফুট)
২৯২) “WHO” কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৮ সালের ৭এপ্রিলে
২৯৩) জাতীয় স্মৃতিসৌধের অন্য কী নাম?
উত্তর: সম্মিলিত প্রয়াস
২৯৪) “Dead Sea”কোথায় অবস্থিত?
উত্তর: ইসরাইল ও জর্ডানের মধ্যে
২৯৫) সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয়?
উত্তর: লাল আলোতে
২৯৬) ফরাসী বিপ্লব কোন সালে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৭৮৯ সালে
উত্তর: উত্তর: _রমজানউত্তর: উত্তর: উত্তর:
২৯৭) উপমহাদের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী কে?
উত্তর: ডা:জোহরা বেগম কাজী
২৯৮) পৃথিবীতে কোন বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায়?
উত্তর: মেরু অঞ্চলে
২৯৯)”IC” চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কী?
উত্তর: Altair-8800
৩০০) সবচেয়ে শক্তিশালি সৌরচুল্লী তৈরি হয়েছে কোন দেশে?
উত্তর: যুক্তরাষ্ট্রে
৩০১) নাইট্রোজেনের প্রধান উৎস কী?
উত্তর: বায়ুমণ্ডল।
৩০২) সিমেন্টের তৈরি অন্যতম কাঁচামালের নাম কী?
উত্তর: জিপসাম।
৩০৩) কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
উত্তর: ২২/৭ (বৃত্তের পরিধি ও ব্যাসকে π বলে)
৩০৪) ১.৩.৬.১০.১৫.২১……ধারাটির দশম পদ কত?
উত্তর: ৫৫
(ব্যাখ্যা নিজে চেষ্টা করেন)
৩০৫) বাংলা ভাষায় রচিত প্রথম নাটকের নাম কী?
উত্তর: ভদ্রার্জুন।
৩০৬)সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
উত্তর: সংস্কৃত।
৩০৭) কাকনিদ্রা”শব্দটির অর্থ কী?
উত্তর: অগভীর সতর্ক নিদ্রা।
৩০৮)”হত্যা করার ইচ্ছা”এক কথায় হবে?
উত্তর: জিঘাংসা।
৩০৯)”ঋজু”এর বিপরীত কী?
উত্তর: বঙ্কিম বা বাঁকা
৩১০) “To keep one’s head’ means?
উত্তর: to keep calm
৩১১) What is the timeউত্তর: _your watch?
উত্তর: by
৩১২) Antonyms of “Queer(অদ্ভুদ)”
উত্তর: orderly(সুশৃঙ্খল)
৩১৩)একটি ঘড়ি প্রতিদিন করে হারায় ১০ মিনিট। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় দিবে?
উত্তর: ৭২
(১ দিনে হারায় ১০মি.৬দিনে ১ঘণ্টা হরায়।
সম্পপূর্ণ কাটা ১২(১২*৬=৭২)
৩১৪)সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী?
উত্তর: ভূমি*উচ্চতা
৩১৫) a+b=6 এবং ab=8 হলে
(a-b)2=কত?
উত্তর: 4
৩১৬) You should (—-)swimming.
উত্তর: start up
৩১৭)”প্রতিদিন ঘরহীন ঘরে”কাব্যগ্রন্থটি কার?
উত্তর: শামসুর রাহমান
৩১৮)”দৃষ্টিহীন”কার ছদ্মনাম?
উত্তর: মধুসূদন মজুমদার।
৩১৯)”A search for identity”উত্তর: বইটি কার?
উত্তর: মেজর আব্দুল জলিল
৩২০)”গ্রামের মেয়ে,বেদের মেয়ে” নাটকটি কার?
উত্তর: জসীম উদদীন।
৩২১) ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোনদ্বয়কে কী বলে?
উত্তর: সূক্ষ্মকোণ
৩২২) Noun of the word”Break”উত্তর:
উত্তর: Breakdown
৩২৩)বাংলাদেশের প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তর: রঙ্গপুর বার্তাবহ(পূর্বব
ঙ্গ-১৯৪৭)
৩২৪)প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে কী বলে?
উত্তর: উপমেয়(ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ=কেশ)
৩২৫)বামেতর”শব্দের অর্থ কী?
উত্তর: ডান(ডান ডাহিন,দক্ষিণ)
৩২৬)”মনীষা”শব্দের বিপরীত শব্দ কী?
উত্তর: নির্বোধ
৩২৭)”Fad end(সর্বশেষ)”means?
উত্তর: The last part
৩২৮)”By fits and starts”means?
উত্তর: irregularly
৩২৯)”যার বাসস্থান নেই”এক কথা কী?
উত্তর: অনিকেতন
৩৩০)বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিবে কিসে”উত্তর: বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: কর্তৃকারকে ৭মী
৩৩১)”মনস্তাপ”এর সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: মনঃ+তাপ
৩৩২)The idiom “Bring to book”উত্তর:
উত্তর: Rebuke (তিরস্কার করা)
৩৩৩)”পেট্রোল ইঞ্জিন”কে চালু করেন?
উত্তর: জার্মানি বিজ্ঞানী নিকোলাস অটো।
৩৩৪)কাকে কোষের প্রাণশক্তি বলা হয়?
উত্তর: মাইটোকন্ড্রিয়াকে
৩৩৫) পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিকউত্তর: _
উত্তর: ১০০কোটি বছর আগে।
৩৩৬) Antonym of”somber-অন্ধকারময়”?
উত্তর: Bright
৩৩৭)টলেমী কে ছিলেন?
উত্তর: জ্যোতির্বিদ
৩৩৮) “ইন্টারনেট”কবে চালু হয়?
উত্তর: ১৯৬৯ সালের ১৪ জানুয়ারি
৩৩৯)”ইন্টারনেট”কবে বাংলাদেশে আসে?
উত্তর: ৪ জুন ১৯৯৬ সালে।
৩৪০) ঈশ্বচন্দ্রকে “সংস্কৃত কলেজ”কত সালে বিদ্যাসাগর উপাধিন প্রদান করেন?
উত্তর: ১৮৩৯ সালে।
৩৪১) আবু মুসা দ্বীপ”কোন সাগরে অবস্থিত?
উত্তর: পারস্য উপসাগরে।
৩৪২)”ব্যাডমিন্টন”কোন দেশের জাতীয় খেলা?
উত্তর: মালয়েশিয়ার
৩৪৩) জেনেটিক কোডের আবিষ্কারক কে?
উত্তর: ড.হরগোবিন্দ খোরানা(ভারত)
৩৪৪)বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কী হবে?
উত্তর: একই হয়।
৩৪৫)কোন দেশ অতীতে কোন দেশের উপনিবেশ ছিল না?
উত্তর: থাইল্যান্ড
৩৪৬)উত্তর: থাইল্যান্ড”অর্থ কী?
উত্তর: স্বাধীন ভূমি।
৩৪৭) পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
উত্তর: আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে
৩৪৮) গোবিন্দলাল ও রোহিনী”কোন উপন্যাসের প্রধান দুটি চরিত্র?
উত্তর: কৃষ্ণকান্তের উইল।
৩৪৯)কাকে ইসলামি রেনেসাঁর কবি বলা হয়?
উত্তর: ফররুখ আহমদকে।
৩৫০) বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রের নাম কী?
উত্তর: দিকদর্শন(১৮১৮)
৩৫১)”ভবদহ,ইছামতি” বিল দুটি কোথায় অবস্থিত?
উত্তর: যশোরে
৩৫২)”রাত্রির শেষ ভাগ”কে এক কথায় কী বলে?
উত্তর: পররাত্র/পররাত
৩৫৩)তিনি ব্যাকরণে পণ্ডিত,এখানে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: অধিকরণে ৭মী
৩৫৪) “নিরাময়” এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: নিঃ+আময়
৩৫৫)সাক্ষী গোপাল অর্থ কী?
উত্তর: নিষ্কৃয় দর্শক
৩৫৬)”ম্যাডোনা-৪৩”কী?
উত্তর: একটি চিত্রকর্ম(বাংলা ১৩৫০)
৩৫৭) “দারফুন”কী?
উত্তর: সুদানের একটি অঞ্চলের নাম
৩৫৮)”CIRDAP”এর সদর দপ্তর কোথায়?
উত্তর: ঢাকার চামেলি হাউসে।
৩৫৯)রেল ইঞ্জিনের আবিষ্কারক কে?
উত্তর: স্টিফেনসন।
৩৬০)”Adam”s Peak” তীর্থ স্থানটি কোথায় অবস্থিত?
উত্তর: শ্রীলংকায়-এখানেই আদম আঃ আসেন
৩৬১)গোধূলির কারণ কী?
উত্তর: আলোর বিক্ষেপণ
৩৬২)দুইটি সন্নিহিত কোণের সমষ্টি ২ সমকোণ হলে একটি অপরটিকে কী বলে?
উত্তর: সম্পূরক কোণ
৩৬৩)সৌরকোষে কী ব্যবহৃত হয়?
উত্তর: সিলিকন
৩৬৪)কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে?
উত্তর: ক্লোরিন
৩৬৫)০.৩*০.০৩*০.০০৩=কত?
উত্তর: ০.০০০০২৭
৩৬৬)”Patrot”antonym?
উত্তর: Traitor(দেশদ্রোহী
৩৬৭)সমদ্বিবাহুর ত্রিভুজের সমান বাহুদ্বয়
বর্ধিত করলে উৎপন্ন কোণ হবে?
উত্তর: স্থূলকোণ
৩৬৮)Antonym of ” Limpid”?
উত্তর: Muddy(কর্দমাক্ত/অস্বচ্ছ)
৩৬৯)The correct spelling
“Exaggarate”
উত্তর: Exaggerate(অতিরঞ্জিত)
৩৭০)ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতি কী বলে?
উত্তর: টেলিমেডিসিন
৩৭১)”Lingua Franca”meansউত্তর:
উত্তর: A mixed language(মিশ্রভাষা)
৩৭২) ০.৫*০.০০০৫=কত?
উত্তর: ০.০০০২৫
৩৭৩)বিশ্বের কোন দেশ/নগরটি দুটি মহাদেশে অবস্থিত?
উত্তর: তুরস্ক/ইস্তামবুল
৩৭৪)কোন দেশে সর্বপ্রথম জ্যামিতি আলোচনা শুরু হয়?
উত্তর: মিসরে
৩৭৫)”Nude”শব্দটির Antonym কী?
উত্তর: Concealed(গোপন/লুকানো)
৩৭৬)কসোভোর’রাজধানীর নাম কী?
উত্তর: প্রিস্টিনা
৩৭৭)দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৭ এবং তাদের গ.সা.গু ৬ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
উত্তর: ২১০
৩৭৮)যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তর: পদ্মা
৩৭৯) নদী ছাড়া “মহানন্দা”কিসের নাম?
উত্তর: আমের
৩৮০)He hankered(—)fame.
উত্তর: after(কোন কিছুর জন্য লালায়িত)
৩৮১) Correct sentence…
উত্তর: I wish I were you.
৩৮২)”Feed the babyউত্তর: উত্তর: milk.
উত্তর: on(খাওয়ানো বুঝালে feed on হয়)
৩৮৩)Man can not live a “alone”উত্তর:
alone is?
উত্তর: adjective
৩৮৪)বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহারের নাম কী?
উত্তর: শালবন বিহার।
৩৮৫)ভুটানের আইনসভার নাম কী?
উত্তর: পার্লামেন্ট অফ ভুটান
৩৮৬)রাশিয়ার মুদ্রার নাম কী?
উত্তর: রুবল
৩৮৭)শাহানামা”কোন ভাষায় রচিত?
উত্তর: ফারসি
৩৮৮) মহাকবি ফেরদৌসী কার সভা কবি ছিলেন?
উত্তর: সুলতান মাহমুদের
৩৮৯)রং ধনুর সাতটি রঙের মধ্যে “মধ্যম”রঙ কোনটি?
উত্তর: সবুজ
৩৯০)দুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ঃ১ অনুপাতে থাকে,তবে সংখ্যাগুলোর গুণফল কত?
উত্তর: ১২
৩৯১)সত্ত্ব”শব্দের অর্থ কী?
উত্তর: অস্তিত্ব
৩৯২)বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
উত্তর: ৯গুণ
৩৯৩)গঠন অনুসারে বাক্য কত প্রকার?
উত্তর: ৩প্রকার(সরল,মিশ্র,যৌগিক)
৩৯৪)বিদ্রোহী বালিকা”জমিলা”কো
ন উপন্যাসের চরিত্র?
উত্তর: লালসালু(মজিদের ২য় নাবালক স্ত্রী)
৩৯৫)মানব দেহের অত্যাবশ্যকীয় এমিনো এসিডের নাম কী?
উত্তর: ফিনাইল এলানিন
৩৯৬)সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কী ছিল?
উত্তর: গৌড়/সোনারগাঁও
৩৯৭)বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী?
উত্তর: কর্কটক্রান্তি রেখা
৩৯৮)ভারতচন্দকে “রায় গুণাকর” উপাধি দেয় কে?
উত্তর: রাজা কৃষ্ণচন্দ্র মজুমদার
৩৯৯)১+২+৩+৪+…..+৯৯=কত?
উত্তর: ৪৯৫০
৪০০)”লাঠালাঠি”কোন ধরনের সমাস?
উত্তর: ব্যতিহার বহুব্রীহি
Primary School exam question:
৪০১)বিখ্যাত নাটক”মুন্তাসীর ফ্যান্টাসী”র লেখক কে?
উত্তর: সেলিম আল দীন।
৪০২) বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে “কারক”বলে?
উত্তর: নাম পদের।
৪০৩)”কোথায় স্বর্গ?কথায় নরক?কে বলে তা বহুদূর?মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর।পঙক্তিট
ি কার?
উত্তর: শেখ ফজলল করিম।
৪০৪) Still weters run deep.এখানে Still”শব্দটি?
উত্তর: Adjective
৪০৫) 1+2+3+4+……+20=কত?
উত্তর: 210
৪০৬) Glass is made of (—)bottles.
উত্তর: of
৪০৭) “বিষবৃক্ষ”কোন সমাস?
উত্তর: কর্মধারয়(বিষ যে বৃক্ষ)
৪০৮) ২৪ কে ৭:৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা কত?
উত্তর: ২৮
৪০৯)তিন সন্তানের বয়সের গড় ৬ বছর ও
পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর হলে পিতার বয়স কত?
উত্তর: ৩৪(৩*৬=১৮,১৩*৪=৫২, ৫২-১৮=৩৪)
৪১০)”সাপের খোলস”উত্তর: এককথায়?
উত্তর: নির্মোক।
৪১১)Latent(গুপ্ত)এর সমার্থক শব্দউত্তর: ?
উত্তর: Concealed(সুপ্ত)
৪১২) বৃষ্টি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
উত্তর: বিষ+তি(ষষ্ঠ–ষষ্+থ)
৪১৩)শতাব্দী”কোন সমাস?
উত্তর: দিগু(শত অব্দের সমাহার)
৪১৪) দুইটি রাশির অনুপাত ৫:১১।
উত্তর রাশি ৯৯ হলে পূর্বরাশি কত?
উত্তর: ৪৫(৯৯*৫/১১=৪৫)
৪১৫)”উন্মিলন,রুপায়ন এর শুদ্ধ বানান কী?
উত্তর: উন্মীলন,রূপায়ন।
৪১৬)Let him sing a song. change voice?
উত্তর: Let a song be sung by him.
৪১৭)”Do you know him?”change voice?
উত্তর: Is he known to you?
৪১৮) Brief এর সমার্থক শব্দ?
উত্তর: Short
৪১৯)জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কী?
উত্তর: ট্রিগভেলি(নরওয়ে-১৯৪৬-৫৩)
৪২০)বাংলাদেশ কততম অধিবেশনে জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ পায়?
উত্তর: ২৯তম(১৯৭৪ এর ১৭ এপ্রিলে)
৪২১) ইউনেস্কো(UNESCO) প্রতিষ্ঠিত হয়
কত সালে?
উত্তর: ১৯৪৫ সালে(কার্যকর-৪ন
ভে:১৯৪৬)
///////ধন্যবাদ সবাইকে /////////
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................