BCS পরীক্ষার্থীদের জন্য -

৪০তম বিসিএস লিখিত প্রস্তুতি বাংলা প্রশ্ন বিশ্লেষণ prepared_by: Remon Saha

৪০তম বিসিএস লিখিত প্রস্তুতি
বাংলা প্রশ্ন বিশ্লেষণ
prepared_by:
Remon Saha
৩৫ তম বিসিএস থেকে শুরু করে সর্বশেষ ৩৮ তম সাধারণ বিসিএস পর্যন্ত 'বাংলা (১ম পত্র + ২য় পত্র)' বিষয়ের লিখিত প্রশ্নের ওপর একটি তুলনামূলক বিশ্লেষণ দেওয়া হলো। এতে সাম্প্রতিক বিসিএসগুলোতে question trend বুঝতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো (যেগুলো আগে পড়ে শেষ করতে হবে) বাছাই করতে সুবিধে হতে পারে।

♠বাংলা ১ম পত্র (পূর্ণমান- ১০০)
(সাধারণ + টেকনিক্যাল/পেশাগত উভয় ক্যাডারের জন্য)

ক. ব্যাকরণ (৫ × ৬ = ৩০ নম্বর)
→ব্যাকরণ অংশে ৫ ধরনের প্রশ্ন এসে থাকে-
১. শব্দ গঠন;
২. বানান/বানানের নিয়ম;
৩. বাক্যশুদ্ধি/প্রয়োগ-অপপ্রয়োগ;
৪. প্রবাদ-প্রবচনের নিহিতার্থ প্রকাশ;
৫. বাক্য গঠন।

♦প্রশ্ন বিশ্লেষণ:
বিগত ৩৫ তম-৩৮ তম বিসিএসের লিখিত প্রশ্নগুলোতে দেখা যায়-
→'শব্দ গঠন' ও 'প্রবাদ-প্রবচনের নিহিতার্থ প্রকাশ' থেকে প্রত্যেক বিসিএসেই প্রশ্ন হয়েছে।
→'শব্দ গঠন' থেকে ৩৬ তম ও ৩৮ তমতে ১টি এবং ৩৫ তম ও ৩৭ তমতে ২টি করে প্রশ্ন এসেছে।
→যে বিসিএসে ব্যাকরণের যে টপিক হতে প্রশ্ন করা হয়নি, পরের বিসিএসে সেই টপিক থেকেই প্রশ্ন করা হয়েছে। যেমন- ৩৭ তমতে 'বানান/বানানের নিয়ম' থেকে কোনো প্রশ্ন আসেনি। কিন্তু পরের বিসিএসেই (৩৮ তম) এই টপিক থেকে ২টি প্রশ্ন এসেছে। ৩৫ ও ৩৬ তম বিসিএসেও এই প্যাটার্ন দেখা যায়।
→৩৮ তম বিসিএসে 'বাক্য গঠন' থেকে কোনো প্রশ্ন আসেনি।

★সুতরাং 'ব্যাকরণ' অংশে নিচের টপিকগুলো আমাদের জন্য হট টপিকস হতে পারে-
→শব্দ গঠন;
→বানান/বানানের নিয়ম;
→প্রবাদ-প্রবচনের নিহিতার্থ প্রকাশ;
→বাক্য গঠন।

খ. বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তর (১০ × ৩ = ৩০ নম্বর)
→এই অংশে মূলত নিম্নোক্ত ৭ ক্যাটাগরির প্রশ্ন হয়েছে-
১. প্রাচীন যুগ;
২. মধ্যযুগ;
৩. আধুনিক যুগ (পিএসসি কর্তৃক নির্ধারিত ১১ জন সাহিত্যিক);
৪. আধুনিক ও সমসাময়িক কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও নাট্যকার;
৫. ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য;
৬. বাংলা সাহিত্যের বিভিন্ন ইজম (মতবাদ) ও অভিধা;
৭. ছন্দ ও অলঙ্কার।

♦প্রশ্ন বিশ্লেষণ:
→৩৭ তম বিসিএস ছাড়া প্রতি বিসিএসেই প্রাচীন যুগের 'চর্যাপদ' থেকে প্রশ্ন হয়েছে।
→মধ্যযুগের 'বৈষ্ণব সাহিত্য', 'আরাকান রাজসভায় বাংলা সাহিত্য' এবং 'লোকসাহিত্য' থেকে এ পর্যন্ত দুইবার করে প্রশ্ন এসেছে।
→পিএসসি কর্তৃক নির্ধারিত ১১ জন সাহিত্যিকদের মধ্য থেকে কাজী নজরুল ইসলাম থেকে সর্বোচ্চ ৩ বার (৩৬, ৩৭, ৩৮ তম বিসিএস), মাইকেল মধুসূদন দত্ত (৩৭ ও ৩৮ তম বিসিএস) ও রবীন্দ্রনাথ ঠাকুর (৩৫ ও ৩৭ তম বিসিএস) থেকে ২ বার করে প্রশ্ন এসেছে।
→দীনবন্ধু মিত্র, বেগম রোকেয়া, ফররুখ আহমদ এবং কায়কোবাদ থেকে এখনো কোনো প্রশ্ন আসেনি।
→ওপরের পিএসসি কর্তৃক নির্ধারিত ১১ জন সাহিত্যিক ব্যতীত আধুনিক যুগের অন্যান্য সাহিত্যিকদের মধ্য থেকে বিগত ২ বিসিএসে (৩৭ ও ৩৮ তম) ৪টি করে প্রশ্ন এসেছে।
→ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য থেকে প্রশ্ন এসেছে ২ বার (৩৫ তমতে ১টি, ৩৬ তমতে ২টি)।
→বাংলা সাহিত্যে ইজম ও অভিধা থেকে প্রশ্ন এসেছে ৩ বার (৩৫ তমতে 'কল্লোল যুগ' থেকে, ৩৬ তমতে 'বুদ্ধির মুক্তি আন্দোলন/শিখা পত্রিকা' থেকে, ৩৮ তমতে 'আধুনিক কবিতা/পঞ্চপাণ্ডব' থেকে)।
→ছন্দ ও অলঙ্কার থেকে প্রশ্ন এসেছে ১ বার (৩৮ তমতে 'সনেট' থেকে)।
→প্রত্যেক বিসিএসে সাহিত্যের ক্ষেত্রে প্রিলিতে যে টপিকগুলোর ওপর প্রশ্ন করা হয় রিটেনের প্রশ্নে তার সাথে ৪০%-৫০% মিল থাকে।

★সুতরাং এই অংশে নিচের টপিকগুলো আমাদের জন্য হট টপিকস হতে পারে-
#প্রাচীন_যুগ-
→চর্যাপদ।
#মধ্যযুগ-
→অন্ধকার যুগ;
→শ্রীকৃষ্ণকীর্তন;
→বৈষ্ণব সাহিত্য;
→শ্রীচৈতন্যদেব ও জীবনী সাহিত্য;
→মঙ্গলকাব্য;
→অনুবাদ সাহিত্য;
→রোমান্টিক প্রণয়োপাখ্যান;
→আরাকান রাজসভায় বাংলা সাহিত্য;
→লোকসাহিত্য;
→দোভাষী পুঁথি সাহিত্য;
→যুগ সন্ধিক্ষণ।
#আধুনিক_যুগ-
→হিন্দু কলেজ ও ইয়ংবেঙ্গল;
→ফোর্ট উইলিয়াম কলেজ;
→উইলিয়াম কেরি;
→বাংলা আধুনিক উপন্যাস;
→প্যারীচাঁদ মিত্র;
→পিএসসি কর্তৃক নির্ধারিত ১১ জন সাহিত্যিক;
→বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব;
→আল মাহমুদ;
→আখতারুজ্জামান ইলিয়াস;
→বিহারীলাল চক্রবর্তী;
→শরৎচন্দ্র চট্টোপাধ্যায়;
→হাসান আজিজুল হক;
→জহির রায়হান;
→মুনীর চৌধুরী;
→প্রমথ চৌধুরী;
→সেলিনা হোসেন;
→মানিক বন্দ্যোপাধ্যায়;
→বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়;
→তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়;
→মোতাহের হোসেন চৌধুরী;
→সুকান্ত ভট্টাচার্য;
→সৈয়দ ওয়ালীউল্লাহ;
→নির্মলেন্দু গুণ;
→সৈয়দ শামসুল হক;
→শামসুর রাহমান;
→শওকত ওসমান;
→সেলিম আল দীন;
→রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ;
→হুমায়ূন আহমেদ;
→মদনমোহন তর্কালঙ্কার;
→মুক্তিযুদ্ধ/ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য (গল্প/কবিতা/কাব্যগ্রন্থ/নাটক/উপন্যাস);
→বিখ্যাত পত্রিকা (শিখা, ঢাকা প্রকাশ, সবুজপত্র, কল্লোল);
→বুদ্ধির মুক্তি আন্দোলন;
→ছন্দ ও অলঙ্কার (সনেট)।

♦♦ভাব-সম্প্রসারণ ও সারমর্ম আপনারা নিজেদের মতো করে অনুশীলন করবেন।

♠বাংলা ২য় পত্র (পূর্ণমান- ১০০)
(শুধুমাত্র সাধারণ ক্যাডারের জন্য)

ক. পত্র লিখন (১৫ × ১ = ১৫ নম্বর)
→এই অংশে মূলত নিম্নোক্ত ৪ ধরনের পত্র এসেছে-
১. সংবাদপত্রে প্রকাশের জন্য;
২. ব্যক্তিগত পত্র;
৩. কর্তৃপক্ষের নিকট;
৪. চাকুরি সম্পর্কিত।

♦বিশ্লেষণ:
→এ পর্যন্ত সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র প্রতি বিসিএসেই এসেছে (৩৫, ৩৬, ৩৭ ও ৩৮ তম)।

★সুতরাং সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র/প্রতিবেদনের ওপর জোর দেওয়া যেতে পারে।

খ. রচনা (৪০ × ১ = ৪০)
→এই অংশ থেকে নিম্নোক্ত ৮ ক্যাটাগরির রচনা এসেছে-
১. সাম্প্রতিক বিষয়;
২. উন্নয়ন ও অর্থনৈতিক বিষয়;
৩. ভাষা আন্দোলন/মুক্তিযুদ্ধ;
৪. সামাজিক বিষয়;
৫. তথ্য ও প্রযুক্তি;
৬. পরিবেশ;
৭. শিক্ষা/সংস্কৃতি/গুণাবলি;
৮. বিবিধ বিষয়।

♦প্রশ্ন বিশ্লেষণ:
→এ পর্যন্ত বিভিন্ন বিসিএস মিলিয়ে নিম্নোক্ত ক্যাটাগরির রচনা সবচেয়ে বেশি এসেছে-
১. শিক্ষা/সংস্কৃতি/গুণাবলি (৩৫ তমতে ১টি, ৩৬ তমতে ২টি, ৩৮ তমতে ১টি);
২. উন্নয়ন ও অর্থনৈতিক বিষয় সম্পর্কিত (৩৫ তমতে ১টি, ৩৭ তমতে ২টি, ৩৮ তমতে ১টি);
৩. ভাষা আন্দোলন/মুক্তিযুদ্ধ সম্পর্কিত (৩৬, ৩৭ ও ৩৮ তম পরপর ৩ বিসিএসে);
৪. পরিবেশ সম্পর্কিত (৩৬ তমতে ১টি, ৩৮ তমতে ১টি। এছাড়া অন্যান্য বিসিএসেও বেশ কয়েকবার এসেছে)।

★সুতরাং এ অংশ থেকে যে ক্যাটাগরির রচনাগুলোকে বেশি গুরুত্ব দিতে পারেন-
→উন্নয়ন ও অর্থনৈতিক বিষয়;
→ভাষা আন্দোলন/মুক্তিযুদ্ধ;
→পরিবেশ (যেহেতু এটি বর্তমানে সাম্প্রতিক হট টপিক)।

♦♦অনুবাদ, কাল্পনিক সংলাপ ও গ্রন্থ সমালোচনা আপনারা নিজেদের মতো করে অনুশীলন করবেন। অনুবাদের জন্য 'Saifur's Translation & Writing' বইটি দেখতে পারেন।

♣ওপরে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করলাম সেগুলো আগে শেষ করে এরপর সময় পাওয়া সাপেক্ষে বাংলার অন্য টপিকগুলো ধরলে উপকৃত হবেন আশা করি।
কারণ এতে হুট করে এক্স্যামের ডেট দিয়ে দিলে গুরুত্বপূর্ণ টপিকগুলো হাতে থাকবে।

নিচে ছবিতে বিগত ৩৫ তম-৩৮ তম বিসিএস পর্যন্ত কোয়েশ্চেনস অ্যানালাইসিস দেওয়া হলো। কোন বিসিএসে কোন টপিক থেকে মোট কয়টি এবং কত নম্বরের প্রশ্ন এসেছে তা দেওয়া হয়েছে-

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ