BCS পরীক্ষার্থীদের জন্য -

NSI নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশন

>>>NSI নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজেশন (দ্রুত পড়ে ফেলুন):
>>পর্ব-3
সংবিধানের সংখ্যাসমূহঃ

১. মোট ভাগ – ১১টি

২.মোট অনুচ্ছেদ -১৫৩ টি

৩.মোট তফসিল -৭ টি

৪.মূলনীতি – ৪ টি

৫.সংবিধান রচনা কমিটির সদস্য -৩৪ জন

৬.সংরক্ষিত মহিলা আসন -৫০ টি

৭.সংবিধান সংশোধন -২/৩ অংশ ভোট

৮.রাষ্ট্রপতির অভিশংসন -২/৩ অংশ ভোট

৯.এক ব্যক্তি রাষ্ট্রপতি নিয়োগ হবেন -২ বার।

১০.রাষ্ট্রপতির বয়স -৩৫ বছর

১১.প্রধানমন্ত্রীর বয়স -২৫ বছর

১২.সংসদ সদস্যের বয়স – ২৫ বছর

১৩.শিশুশ্রম নিষিদ্ধ – ১৪ বছরের নিচে

১৪.প্রধান বিচারপতির অবসরসীমা -৬৭ বছর

১৫.পিএসসি চেয়ারম্যানের অবসরসীমা -৬৫

১৬.মহাহিসাব নিরীক্ষকের অবসর সীমা -৬৫ বছর

১৭.সংসদ অধিবেশন বিরতি – ৬০ দিন

১৮.সংসদ নির্বাচন -৯০ দিন

১৯.সাধারণ নির্বাচনের পর সংসদ অধিবেশন আহ্বান -৩০ দিনRobin Ahmed

২০.অধ্যাদেশ কার্যকর – ৩০ দিন

সংবিধান নিয়ে ১৫১টি প্রশ্নঃ

1. প্রশ্ন: যুদ্ধপরাধীদের বিচারসংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হলো – উত্তর: ৪৭

2.প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর: চতুর্থ

3.প্রশ্ন: বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? উত্তর: তৃতীয় ভাগে প্রশ্ন: বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? উত্তর: ১১৭

4. প্রশ্ন: “আইনের চোখে সব নাগরিক সমান।” – বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে? উত্তর: ধারা ২৭

5. প্রশ্ন: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? উত্তর: ১৫ তম 6) বাংলাদেশের সংবিধানের প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয় কবে? উঃ- ২৩ মার্চ, ১৯৭২।

7) বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? উঃ- ১২ অক্টোবর, ১৯৭২।

8. গনপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? উঃ- ০৪ নভেম্বর,১৯৭২।

9) কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? উঃ- ১৬ ডিসেম্বর, ১৯৭২।

10) বাংলাদেশে গনপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? উঃ- ১০ এপ্রিল, ১৯৭২।

11) সংবিধান প্রনয়ণ কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়? উঃ- ৩৪ জন।

12) সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? উঃ- ডঃ কামাল হোসেন।

13) সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? উঃ- বেগম রাজিয়া বেগম।

14) বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ কয়েছে? উঃ- ২ টি। বাংলা ও ইংরেজি।

15) কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে? উঃ- প্রস্তাবনা দিয়ে শুরু ও ৭টি তফসিল দিয়ে শেষ।

16) বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে? উঃ- ১১ টি।

17) বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ/ধারা কতটি? উঃ- ১৫৩ টি।

18) বাংলাদশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে? উঃ- আবদুর রাউফ।

19) প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম? উঃ- প্রধান বিচারপতির নিয়োগ দান।

20) রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? উঃ- কার্যভার গ্রহনের কাল থেকে ৫ বছর।

21) একজন ব্যক্তি বাংলাদশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল? উঃ- ২ মেয়াদকাল।

22) কার উপর আদালতের কোন এখতিয়ার নেই? উঃ- রাষ্ট্রপতি।

23) জাতীয় সংসদের সভাপতি কে? উঃ- স্পিকার।

24) রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন? উঃ- স্পিকারের উদ্দেশ্যে।

25) প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে? উঃ- রাষ্ট্রপতি।

26) এ্যার্টনি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? উঃ- রাষ্ট্রপতি।

27) সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি? উ:১২টি।

28) বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? উঃ- সুপ্রীম কোর্ট।

29) সুপ্রীম কোর্টের কয়টি বিভাগ আছে? উঃ- ২টি । আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ

30) সুপ্রীম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত? উঃ- ৬৭ বছর পর্যন্তু।

31) বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কি ছিল? উঃ- ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গনতন্ত্র ও সমাজতন্ত্র।

32) কোন আদেশবলে সংবিধানের মূলনীতি “ধর্মনিরপেক্ষতা” বাদ দেয়া হয়? উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।

33) কোন আদেশবলে সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” সন্নিবেশিত হয়? উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।

34) কোন আদেশবলে বাংলাদেশের নাগরিকগণ “বাংলাদেশী” বলে পরিচিত হন? উঃ- ১৯৭৮ সনে ২য় ঘোষনাপত্র আদেশ নং ৪ এর ২ তফসিল বলে।

35) সংবিধানের কোন অনুচ্ছেদে “গনতন্ত্র ও মৌলিক মানবাধিকারের” নিশ্বয়তা দেয়া আছে? উঃ- ১১ অনুচ্ছেদ।

36) সংবিধানের কোন অনুচ্ছেদে “কৃষক ও শ্রমিকের” মুক্তির কথা বলা আছে? উঃ- ১৪ অনুচ্ছেদ।

37) সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে? উঃ- ২২ অনুচ্ছেদ।

38) “সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী” বর্ণিত কোন অনুচ্ছেদে? উঃ- ২৭ অনুচ্ছেদে।

39) জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৩২ অনুচ্ছেদে।

40) গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষাকবচের কোন অনুচ্ছেদ? উঃ- ৩য় ভাগে, ৩৩ অনুচ্ছেদে।

41) জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৪ অনুচ্ছেদে।

42) চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৬ অনুচ্ছেদে।

43) সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৭ অনুচ্ছেদে।

44) সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৮ অনুচ্ছেদে।

45) চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৯ (১) অনুচ্ছেদে।

46) বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৯(২) ক অনুচ্ছেদে।

47) সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৩৯ (২) খ অনুচ্ছেদে।

48) পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৪০ অনুচ্ছেদে।

49) ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৪১ অনুচ্ছেদে।

50) সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুছেদে? উঃ- ৩য় ভাগে, ৪২ অনুচ্ছেদে।

51) স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? উঃ- ৭৪ অনুচ্ছেদ। “বইওয়ালা বিসিএস সল্যুশন” এর সাথেই থাকুন।

52) ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে? উঃ- ৭৭ অনুচ্ছেদে।

53) জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়? উঃ- ১৯৮০ সালে।

54) বাংলাদশের সংবিধানের এ পর্যন্তু মোট কতটি সংশোধনী আনা হয়েছে? উঃ- ১৬ টি।

55) ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারী করা হয়? উঃ- ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫।

56) ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়? উঃ- ১২ নভেম্বর, ১৯৯৬।

58) বাংলাদেশের আইন সভার নাম কি? উঃ- জাতীয় সংসদ।

59) জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়? উঃ- ১৯৬২ সালে।

60) জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? উঃ- লুই আই কান।

61) লুই আই কান কোন দেশের নাগরিক? উঃ- যুক্তরাষ্ট্রের নাগরিক। বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন।

62) জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে? উঃ- হ্যারি পাম ব্লুম।

63) জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরম্ন হয় কবে? উঃ- ১৯৬৫ সালে।

64) জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমান কত? উঃ- ২১৫ একর।

65) জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয়? উঃ- ২৮ জানুয়ারী, ১৯৮২।

66) জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট? উঃ- ৯ তলা।

67) জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত? উঃ- ১৫৫ ফুট।

68) বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? উঃ- শাপলা ফুল।

69) জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন? উঃ- রাষ্ট্রপতি আব্দুস সাত্তার।

70) বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে? উঃ- ১৫ ফেব্রুয়ারী, ১৯৮২

71) বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি? উঃ- ৩৫০ টি।

72) বাংলাদেশের সংসদের সাধারন নির্বাচিত আসন সংখ্যা কতটি? উঃ- ৩০০ টি।

73) সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন স্যখ্যা কতটি? উঃ- ৫০ টি।

74) বাংলাদেশের জাতীয় সংসদের ১ নং আসন কোনটি? উঃ- পঞ্চগড়-১।

75) বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ নং আসন কোনটি? উঃ- বান্দরবান।

76) জাতীয় সংসদের কাস্টি ভোট বলা হয়? উঃ- স্পিকারের ভোটকে।

77) সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন? উঃ- ৬০ দিন।

78) গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরন কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে? উত্তর: যথাক্রমে ১১ ও ৪৪ অনুচ্ছেদ।

79) সাধারন নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবশন আহবান করতে হবে? উঃ- ৩০ দিন।

80) সংসদ অধিবেশন কে আহবান করেন? উঃ- রাষ্ট্রপতি।

81) সংসদ অধিবেশনের কোরাম পূর্ন হয় কত জন সংসদ হলে? উঃ- ৬০ জন। বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন

82) সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়? উঃ- দুই-তৃতীয়াংশ।

83) একাধারে কতদিন সংসদে অনুপস্থিত থাকলে সংসদ সদস্য পদ বাতিল হয়? উঃ- ৯০ কার্যদিবস।

84) গণ-পরিষদের প্রথম স্পিকার কে? উঃ- শাহ আব্দুল হামিদ।Robin Ahmed

85) গণ-পরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে? উঃ- মোহাম্মদ উল্ল্যাহ।

86) এ দেশের সংসদীয় রাজনীতির ইতিহাস কবে থেকে চর্চা শুরু হয়? উঃ- ১৯৩৭ সালে।

87) কোন কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন? উঃ- যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪।

88) বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে? উঃ- এডভোকেট আবদুল হামিদ। বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন

89) নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী? উঃ- সুপ্রীম কোর্ট।

90) বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে? উঃ- বিচারপতি এম ইদ্রিস।

91) বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে? উঃ- কাজী রকিবউদ্দীন আহমদ

92) নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান? উঃ- স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।

93) “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়? উঃ- ২৭ মার্চ, ১৯৯৬।

94) বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? উঃ- সৈয়দ নজরুল ইসলাম (অস্থায়ী)।

95) এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট? উঃ- ২০তম। বইওয়ালা বিসিএস সল্যুশন এর সাথেই থাকুন

96) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? উঃ- তাজউদ্দিন আহমেদ।

97) শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? উঃ- ১৪ তম।

98) বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হবে? উঃ- ৩৫ বছর।

99) বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? উঃ- ২৫ বছর।

100) জাতীয় সংসদের সদস্য হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? উ: ২৫

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ