বিসিএস ভাইভা প্রস্তুতি
মুক্তিযুদ্ধ রিলেটেড কিছু MCQ টাইপ প্রশ্নোত্তর
বঙ্গবন্ধুর ক্ষেত্রে জাতির পিতা না জাতির জনক কোনটি সঠিক ?
= দুটোই সঠিক ।
জাতির পিতা- সাংবিধানিক স্বীকৃতি অনু: ৪(ক)
জাতির জনক - উপাধি । দেয় আ. স. ম. আব্দুর রব , ৩মার্চ, ১৯৭১।
মুক্তিযুদ্ধের সময় আওয়ামীলীগের হাইকমান্ড
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- সভাপতি
সৈয়দ নজরুল ইসলাম- সহ-সভাপতি
খোন্দকার মোশতাক আহমেদ- সহ-সভাপতি
ক্যাপ্টেন মনসুর আলী- সহ-সভাপতি
তাজউদ্দীন আহমেদ- কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারাণ সম্পাদক
এ এইচ এম কামরুজ্জামান- পাকিস্তান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
১৯৭৫সালের ১৫ আগস্ট কতজন শহীদ হন ?
= মোট ১৮জন। বঙ্গবন্ধুর বাড়িতে ১৭জন। কর্নেল জামিল বঙ্গবন্ধুকে বাঁচাতে ছুটে আসতে রাস্তায় শহীদ হন।
বঙ্গবন্ধু কোন পত্রিকার সাংবাদিক ছিলেন ?
দৈনিক ইত্তেহাদ সোর্স: অসমাপ্ত আত্নজীবনী । আর বিক্রি করতে করতেন > মিল্লাত পত্রিকা ।
who addressed বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান as political Poet.
= মার্কিন ম্যাগাজিন > নিউজ উইক ।
বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ির ঠিকানা কী?
- ৩২ নং রোডের ৬৭৭ নং বাড়ি (বর্তমান সড়ক নম্বর -১১, বাড়ি নম্বর -১০)
২। শেখ মুজিবুর রহমান কবে জুলিও কুরি পুরস্কার পান?
- ১০ অক্টোবর, ১৯৭২.
৩। শেখ হাসিনা কবে ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?
- ১৭ মে, ১৯৮১.
৪। পোড়ামাটি নীতি বা অপারেশন সার্চ লাইট বলা হয় কোন রাত কে?
- ২৫ মার্চ ১৯৭১ সালের কাল রাতকে।
৫। আগরতলা ষড়যন্ত্র মামলার ১৭ নং আশামী সার্জেন্ট জহুরুল হক শহিদ হন - ১৫ ফেব্রুয়ারী, ১৯৬৯
৬। তাজউদ্দিন আহমেদ খন্দকার মোশতাককে ভাইপার (বিষাক্ত সাপ) এর সাথে তুলনা করতেন।৯ মাস প্রধানমন্ত্রী হিসাবে কিভাবে তিঁনি মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন তা নিয়ে জেলে বসে একটি বই লিখেছিলেন।বইটির নাম মুক্তিযুদ্ধ পরিচালনার কথা।কিন্তু বইটি আর পাওয়া যায়নি।
৭। পৃথিবীতে ৪ টি দেশ যুদ্ধ করে স্বাধীন হয়।
বাংলাদেশ, কম্বোডিয়া, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনাম।
৮। পৃথিবীতে ২ টি দেশ ঘোষণা দিয়ে স্বাধীন হয়।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
৯। ১৯৭১ সালে বাংলাদেশ ছারাও আরও যেসব দেশ স্বাধীনতা লাভ করে।
বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত।
১০।স্বাধীনতার ঘোষণাপত্রে ৪ জন ব্যক্তির নাম উল্লেখ আছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, অধ্যাপক ইউসুফ আলী ও জেনারেল ইয়াহিয়া খান।
১১। বাংলাদেশে এখন পর্যন্ত ৫ বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
১৯৭৪, ১৯৮১, ১৯৮৭, ১৯৯০ ও ২০০৭ সালে।
১২। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত ৩ বার সংবিধান স্থগিত হয়েছে।
৬ নভেম্বর ১৯৭৫ থেকে ৯ এপ্রিল ১৯৭৯, ২৪ মার্চ ১৯৮২ থেকে ১০ নভেম্বর ১৯৮৬ ও ৬ থেকে ৯ ডিসেম্বর ১৯৯০।
১৩। মুজিব কথাটি সংবিধানের অনুচ্ছেদ ৪(ক), ১৫০ ও তফসিল ৫, ৬ ও ৭ এ আছে।
১৪। বাংলাদেশের সংবিধানের ১ম সাক্ষরকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেষ সাক্ষরকারী জনাব সদরউদ্দীন আহমেদ।
১৫। মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৭৩ সালের ১৭ জুলাই বাংলাদেশের রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী কে চাঁদের মাটি উপহার দেয়, যা বর্তমানে বঙ্গভবনের তোশাখানায় সংরক্ষিত আছে।
১). ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২). বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে, কোথায়?
উত্তর: ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
৩). বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?
উত্তর: গোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।
৪). বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে, কত সালে?
উত্তর: গোপালগঞ্জ মিশনারি স্কুলে, ১৯৪২সালে।
৫). বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?
উত্তর: ২৪ নম্বর কক্ষে।
৬). বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?
উত্তর: ১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।
৭). বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?
উত্তর: ১৯৪৬ সালে।
৮). বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালে, কোন কলেজ থেকে?
উত্তর: ১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।
৯). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?
উত্তর: আইন বিভাগের।
১০). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?
উত্তর: ১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ
করায় তাঁকে বহিস্কার করা হয়।
১১). বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে কত তারিখে?
উত্তর: ১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে তাঁকে
কারভোগ করতে হয়।
১২). ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেখানে কী পদ পান?
উত্তর: যুগ্ম সম্পাদক।
১৩). ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু
কারাগারে অনশন শুরু করেন?
উত্তর: ১৪ ফেব্রুয়ারি।
১৪). যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তর: গোপালগঞ্জ আসনে।
১৫). বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।
১৬). ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী?
উত্তর: কম্বাইন্ড অপজিশন পার্টি।
১৭). বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর: ৫ ফেব্রুয়ারি ১৯৬৬
১৮). আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে ৬ দফা গৃহীত হয় কত সালে?
উত্তর: ১৯৬৬ সালের ১৮ মার্চ।
১৯). বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর: ২৩ মার্চ ১৯৬৬
২০). কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তর: লাহোর প্রস্তাব
২১). ছয়দফার প্রথম দফা কি ছিল? উত্তর: স্বায়ত্বশাসন
২২). ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তর: ছয় দফা।
২৩). আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন? বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর: ৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন ১ নং আসামী।
২৪). আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?
উত্তর: রাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব ও অন্যান্য।
২৫). শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।
২৬). শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?
উত্তর: তৎকালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।
২৭). কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?
উত্তর: রেসকোর্স ময়দানে।
২৮). বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?
উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৬৯ ।
২৯). বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ কোথায় দেন?
উত্তর: ঢাকার রেসকোর্স ময়দানে, যা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি চিতি।
৩০). বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মূল বক্তব্য কী
ছিল?
উত্তর: এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
৩১). বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত
অর্থাৎ
২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের
স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী
বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।
৩২). ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।
৩৩). বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের ৮ জানুয়ারি।
৩৪). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন
কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।
৩৫). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত
তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।
৩৬). বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা
ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।
৩৭). বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।
৩৮). বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।
৩৯). বঙ্গবন্ধুর ছেলে–মেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: ৫ জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ
হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল ও শেখ রাসেল
৪০). বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে।
১→ শেখ মুজিব ছয় দফা কর্মসুচী কবে ব্যক্ত করেন?
© ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে।
২→ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়?
© জানুয়ারী, ১৯৬৮।
৩→ আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন?
© পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান।
৪→ আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয়?
© জুন, ১৯৬৮।
৫→ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কত জন ছিল?
© ৩৫ জন।
৬→ ‘আগরতলা ষড়যন্ত্র’ মামলার প্রধান আসামী ছিলেন?
© শেখ মুজিবর রহমান।
৭→ আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয়?
© ২২ ফেব্রুয়ারী ১৯৬৯।
৮→ কবে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী সার্জেন্ট জহুরুল
হককে হত্যা করে?
© ১৫ ফেব্রুয়ারী ১৯৬৯।
৯→ আইয়ুব খান কবে কেন পদত্যাগ করতে বাধ্য হয়?
© ২৫ মার্চ, ১৯৬৯ সালে।
১০→পুলিশের গুলিতে শহীদ আসাদ কবে নিহত হন?
©২০ জানুয়ারী, ১৯৬৯।
/
বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই:
অসমাপ্ত আত্মজীবন - শেখ মুজিবুর রহমান
কারাগারে রোজনামচা- শেখ মুজিবুর রহমান
১. শেখ মুজিব আমার পিতা = প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২. মুজিব ভাই = এবিএম মুসা
৩. বঙ্গবন্ধুর সহজ পাঠ = আতিয়ার রহমান
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালী = কামাল উদ্দিন আহমেদ
৫. দেয়াল ( উপন্যাস) = হুমায়ুন আহমেদ
৬. বঙ্গবন্ধু জাতি রাষ্টের জনক = প্রত্যয় জসিম
৭. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান =সিরাজ উদদীন আহমেদ