বিসিএস লিখিত প্রস্তুতি
ডেঙ্গু(Dengue): এটি একটি ভাইরাসজনিত মারাত্বক রোগ।
( স্পেনীয় শব্দ ডিঙ্গা থেকে ডেঙ্গু শব্দের উৎপত্তি)
★বাহক: এডিস এজিপ্টি মশকী।
★ভাইরাসের নাম:ডেঙ্গু ভাইরাস(DENV)
(পৃথিবীতে এই ভাইরাসের ৫টি সেরোটাইপ রয়েছে তবে বাংলাদেশে ৪টাইপের ভাইরাস দ্বারা আমরা আক্রান্ত হয়ে থাকি, যেমন- DENV-1, DENV-2, DENV-3, DENV-4)
★লক্ষনসমূহ:
* প্রচন্ড জ্বর ও মাথা ব্যাথা(১০৫'ফারেনাইট পর্যন্ত)
* ত্বকে ফুসকুড়ি
* দাঁতের গোড়া দিয়ে রক্ত ক্ষরন
* বার বার বমি
* কালো পায়খানা
* পেশি ও অস্থিসন্ধিতে ব্যাথা
* অতিরিক্ত রক্ত ক্ষরনের মাধ্যমে প্লাটিলেট/ অনুচক্রিকা কমে যাওয়া(সাধারনত মানবদেহে ১.৫-৪.৫ লক্ষ থাকে)
* ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা যায়
* রক্তচাপ কমে যায়
★লক্ষন প্রকাশের সময়কাল : ৩-১৫দিন।
★অারোগ্য লাভের সময়কাল : ২-৭দিন।
★ডেঙ্গু জ্বরের প্রকারভেদ : ২ প্রকার
যথা- ১) ক্লাসিকাল ডেঙ্গু জ্বর
২) হেমোরেজিক ডেঙ্গু জ্বর
★এডিস মশকীর বিস্তার: ৪-৫ দিনের জমে থাকা জল। (বর্ষাকাল)
★ডেঙ্গু রোগীর করোনীয়:
১)প্রয়োজনীয় বিশ্রাম(মশাড়ির মধ্যে)
২)স্যালাইন, ডাব, পেপে, মিষ্টি কুমড়া, অাখের রস, লেবু ও মাল্টার জুস, বিট, ভাতের মাড়সহ নানা ধরনের তরল খাদ্য
৩)নিয়ন্ত্রনের বাইরে গেলে হাসপাতালে ভর্তি
৪) সাধারন প্যারাসিটামল ঔষধ সেবন।
★ অাতঙ্ক বা ভয় নয়, উপযুক্ত সেবা ও সচেতনতা পারে আমাদের সুস্থ করতে
Home »
৬. সাধারণ বিজ্ঞান
» বিসিএস লিখিত প্রস্তুতি
ডেঙ্গু(Dengue): এটি একটি ভাইরাসজনিত মারাত্বক রোগ
বিসিএস লিখিত প্রস্তুতি ডেঙ্গু(Dengue): এটি একটি ভাইরাসজনিত মারাত্বক রোগ
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................