সার্ক
-------------------
১. প্রতিষ্ঠা সালঃ ৮ ডিসেম্বর ১৯৮৫
২.সদস্য সংখ্যাঃ ৮ । পর্যবেক্ষক – ৯ । একমাত্র পর্যবেক্ষক সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন
৩. সদর দপ্তরঃ কাঠমুন্ডু,নেপাল।
৪. কাঠমান্ডু ,নেপালে সচিবালয় স্থাপন- ১৭ জানুয়ারি ১৯৮৭
৫. সংস্থা প্রধানঃ মহাসচিব আমজাদ হুসাইন বি. সিয়াল । পাকিস্তানি নাগরিক। মার্চ ২০১৭ থেকে দায়িত্বে আছেন।
৬. বর্তমান আঞ্চলিক কেন্দ্রসমূহ – ৫ টি
ক. সার্ক কৃষি কেন্দ্র – সদর দপ্তর – ঢাকা,বাংলাদেশ । প্রতিষ্ঠা ১৯৮৮
খ. সার্ক জ্বালানি কেন্দ্র - সদর দপ্তর - ইসলামাবাদ,পাকিস্তান। প্রতিষ্ঠা ২০০৬
গ. সার্ক সাংস্কৃতিক কেন্দ্র – সদর দপ্তর – কলম্বো,শ্রীলঙ্কা । প্রতিষ্ঠা ২০০৯
ঘ.সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র – সদর দপ্তর – কাঠমান্ডু,নেপাল । প্রতিষ্ঠা ১৯৯২
ঙ.সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র – সদর দপ্তর - নয়াদিল্লি,ভারত । প্রতিষ্ঠা ২০০৬ পুনঃপ্রতিষ্ঠা ২০১৬
আসিয়ান
---------------
১. প্রতিষ্ঠা সালঃ ৮ আগস্ট ১৯৬৭
২.সদস্য সংখ্যাঃ ১০ । পর্যবেক্ষক – পাপুয়া নিউগিনি ও পূর্ব তিমুর
৩. সদর দপ্তরঃ জাকার্তা ইন্দোনেশিয়া
৪. সংস্থা প্রধানঃ মহাসচিব লিম জক হই। ব্রুনেই এর নাগরিক । ১ জানুয়ারি ২০১৮ থেকে দায়িত্বে আছেন।
৫. সহয়োগী ফোরাম- ARF and ASEAN +3
৬. ARF(Asian Regional Forum) এর সদস্য ২৭ এবং ASEAN +3 হল আসিয়ান প্লাস চীন,জাপান ও দক্ষিণ কোরিয়া
এপেক
--------------
১. প্রতিষ্ঠা সালঃ ৬ নভেম্বর ১৯৮৯
২.সদস্য সংখ্যাঃ ২১
৩. সদর দপ্তরঃ সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
৪. সংস্থা প্রধানঃ চেয়ারপার্সন চিলির সেবাস্তিয়ান পিনেরা
BRICS
----------------
১. প্রতিষ্ঠা সালঃ ১৬ মে ২০০৮
২.সদস্য সংখ্যাঃ ৫
৩. সদর দপ্তরঃ সাংহাই, চীন
NDB (New Development Bank)
----------------
১. প্রতিষ্ঠা সালঃ ১৫ জুলাই ২০১৪ । ব্রিকস জোট কর্তৃক গঠিত ব্যাংক ।
২.সদস্য সংখ্যাঃ ৫
৩. সদর দপ্তরঃ সাংহাই, চীন
৪. সংস্থা প্রধানঃ প্রেসিডেন্ট কুন্ডাপুর ভামান কামাথ । ভারতের নাগরিক
AIIB (Asian Infrastructure Investment Bank)
------------
১. প্রতিষ্ঠা সালঃ ২৪ অক্টোবর ২০১৪ । বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে গঠিত
২.সদস্য সংখ্যাঃ ৬৯
৩. সদর দপ্তরঃ বেইজিং,চীন
৪. সংস্থা প্রধানঃ প্রেসিডেন্ট জিন লিকুন । চীনা নাগরিক
.