বিসিএস ভাইভা প্রস্তুতি :
হুমায়ুন কবির বাদশা
বিসিএস প্রশাসন ( ৩৫তম বিসিএস )
১) প্রথম চয়েজের ক্যাডার সম্পর্কে ভালো জানতে হয়।দ্বিতীয় চয়েজের ক্যাডার সম্পর্কে মোটামুটি জানলেও হবে।
২) মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ( ভাইবার মুক্তিযুদ্ধ সম্পর্কে Particular কিছু প্রশ্ন করা হয়ে থাকে,সুতরাং এই প্রশ্নগুলো উত্তর আগে থেকেই প্রস্তুত রাখা)
৩) সাম্প্রতিক ঘটনা (শুধু গুরুত্বপূর্ণগুলো)
৪) নিজ সম্পর্ক( নিজ জেলা,নিজ সাবজেক্ট,এলাকার বিখ্যাত ও কুখ্যাত ব্যক্তি ইত্যাদি)
৫) পিএসসির কোন মেম্বার কি প্রশ্ন করেন এই সম্পর্কে ধারণা রাখা এবং উত্তর আগে থেকেই রেড়ি করে রাখা এবং আপনার চয়েজে পিএসসির মেম্বাররা কি কি প্রশ্ন আগের বিসিএস ভাইবাতে করা হয়েছে তা জেনে রাখা।
৬)Introduce Yourself এবং Why is it your first choice? এই দুটো খুব কমন প্রশ্ন হলেও পিএসসির মেম্বাররা এর উত্তর ঠিক যেভাবে চান,সেভাবেই প্রস্তুতি নেওয়া।
৬)ডিজিটাল বাংলাদেশ, ভিশন ২০২১,২০৪১,ডেল্টা প্লান,এমডিজি ও এসডিজি সম্পর্কে জেনে যাওয়া
বুকলিস্ট :
১)প্রফেসরস ভাইবা গাইড
২)জামিলস মুক্তিযুদ্ধ /জামিলস পুলিশ ও প্রশাসন
৩)প্রকৌশলী আমিনুল ইসলাম সজিবের ভাইবা গাইড
৪) অসমাপ্ত আত্মজীবনী,কারাগারের রোজ নামচা,নির্বাচিত ১০০ ভাষণ
বিসিএস ভাইভা বোর্ডে সবচেয়ে কমন একটা প্রশ্ন থাকে " Introduce Yourself." আর এটা কমন প্রশ্ন হলে এই প্রশ্নের উওর দেওয়ার উপর ক্যাডার পাওয়া অনেকাংশে নির্ভর করে।আর এর উত্তর গতানুগতিক বই থেকে যা পাওয়া যাই,তাতে পিএসসির মেম্বারা ভুল ধরেন।যেমন "I have completed. " বলা হলে পিএসসির মেম্বাররা এটাতে ভুল ধরবেন।এমনকি তারা আপনাকে জিজ্ঞাসা করতে পারে " What is the difference between pass and complete"আবার এর উত্তর দিলে তারা বলতে পারেন" Why have used complete instead of pass?" ইত্যাদি।Obtained বা had বলাও তারা পছন্দ করেন না।পিএসসির মেম্বাররা যে ধরণের উত্তর শুনতে চাই,তা এখানে দেওয়া হলো।কি কি তথ্য তারা জানতে চান তা সহ দেওয়া হলো।
Introduce Yourself:This is....(Name).I am from....(District).My father's name is.....who is a..(the profession of your father,,,doctor or banker or any other profession)....and my mother's name is...... who is a..(the profession of your mother, doctor or housewife) ...I passed the SSC examination in...(Year).. from.... (Board) under.... (Science/Humanities/Business) group and the HSC examination in...... (Year) from... (Board) under(Science/humanities/Business)group.Then I got myself admitted into...(Department) in (university) in.... (year).I passed BA(Hons) in (Subject) from(Department)... (University).I also passed M.A/MS or /MBA in (Year) from...(department),.....(university)...(Your first choice)....is my first choice and I am facing the viva board for this purpose.