৩৮তম বিসিএস ভাইভা প্রস্তুতি
প্রশ্নঃ “ মুজিব কোট ”–এ ছয়টি বোতাম থাকে কেন?
উত্তরঃ
মুজিব কোটের ৬ টি বোতাম রপকার্থে প্রকাশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “৬ দফা”। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্র তার সহপাঠী তাজউদ্দিনকে সঙ্গে নিয়ে শেখ মুজিবুর রহমানের সাথে দেখা দিতে গিয়েছিলেন। তিনি শেখ মুজিবুর রহমানকে অনেক কাছ থেকে দেখলেন, কথাও বললেন দীর্ঘক্ষণ। কথা শেষে উঠে দাঁড়িয়ে বঙ্গবন্ধু যখন তার কালো কোটটি গায়ে জড়াচ্ছিলেন তখন ওই ছাত্র লক্ষ্য করলেন কোটে ৬টি বোতাম রয়েছে। যা এ ধরনের অন্য কোটের বোতামের চেয়ে কম। এসময় তিনি বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করলেন, আপনার কোটের বোতাম ৬টি কেন? উত্তরে বঙ্গবন্ধু তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, ‘এমন প্রশ্ন এর আগে আমাকে আর কেউ করেনি। তুই প্রথম। এই ৬টি বোতাম আমার ঘোষিত ৬ দফার প্রতীক।’ আর এ কারণেই একটি আদর্শ মুজিব কোটের প্রতিটিতে বোতামের সংখ্যা থাকে ৬টি।
||
ফয়সাল
Home »
২. বিশেষ সংকলন ১৯৫২-১৯৭১-বঙ্গবন্ধু
,
৩. বাংলাদেশ বিষয়াবলি
» প্রশ্নঃ “ মুজিব কোট ”–এ ছয়টি বোতাম থাকে কেন?
প্রশ্নঃ “ মুজিব কোট ”–এ ছয়টি বোতাম থাকে কেন?
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................