BCS পরীক্ষার্থীদের জন্য -

বিসিএস প্রস্তুতি- বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নিন


আল করিম সাহিত্য বিশারদ (১৮৭১-১৯৫৩) সংগৃহীত পুঁথির সংখ্যা প্রায় ২ হাজার, যার প্রায় ১ হাজার পুঁথি বাঙালি মুসলমানের লেখা; তিনি আলাওলের ‘পদ্মাবতী’ পুথি সম্পাদনা করেছেন।আরজ আলী মাতুব্বর (১৯০০-১৯৮৫) রচিত গ্রন্থ- সত্যের সন্ধান, সৃষ্টির রহস্য, অনুমান।আর জাফর শামসুদ্দীন এর ত্রয়ী উপন্যাস- ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা, সংকর সংকীর্তন।তারাশঙ্কর বন্দোপাধ্যায় এর ত্রয়ী উপন্যাস- পঞ্চগ্রাম, গণদেবতা, ধাত্রী দেবতা ।‘বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রধান উদ্যোক্তা আবদুল কাদির সম্পাদিত পত্রিকা- ‘মাহে নাও’ তার কাব্য- উত্তর বসন্ত, ছন্দ বিষয়ক গ্রন্থ ‘ছন্দ সমীক্ষা’।১৯ শতকের প্রথম মুসলিম লেখক- খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী।খান মুহাম্মদ মঈনুদ্দিন রচিত উপন্যাস- অনাথিনী (প্রথম উপন্যাস), নয়া সড়ক; কাব্যগ্রন্থপালের নাও, আর্তনাদ, হে মানুষ; গল্পগ্রন্থ- ঝুমকোলতা।চন্দ্রকুমার দে সংগৃহীত: পালাগান- মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দস্যু কেনারাম, দেওয়ানভাবনা, কঙ্কওলীলা, ধােপার পাট, রুপবতী, দেওয়ান মদিনা; এবং পূর্ববঙ্গীয় গীতিকা- মইষাল বন্ধু, ভেলুয়া, আয়না বিবি, পীর বাতাসী, কমলারনী, শিলাদেবী, জিবালনি, সােনারামের জন্ম।‘মানবজীবন’, ‘মহজীবন’ ও ‘উন্নতজীবন-প্রভৃতি গ্রন্থের রচয়িতা- ডা. মােঃ লুৎফর রহমান ‘আমি ভাল আছি, তুমি?’, ‘জন্মই আমার আজন্ম পাপ’ ও ‘নারকীয় ভুবনের কবিতা কাব্যগ্রন্থত্রয়ের কবি- দাউদ হায়দার।দীনেশ চন্দ্র সেন সম্পাদিত ‘বঙ্গভাষা ও সাহিত্য (১৮৯৬) বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ, তিনি মৈমনসিংহ গীতিকা সংগ্রাহক, সম্পাদক ও প্রকাশক। ‘রূপজালাল’ নামে আত্মজীবনী লিখেছিলেন- নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী ।নাথানিয়েল ব্রাসি হ্যালহেড (২৫ মে, ১৭৫১-১৮ ফেব্রুয়ারি ১৮৬০) রচিত A Grammar of । the Bengal Language ইংরেজি ভাষায় রচিত বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ।প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ রচিত নাটক- আনােয়ার পাশা, কামাল পাশা, কাফেলা, ভিস্তি বাদশা, নিজাম ডাকাত; ভ্রমণকাহিনী- ইস্তাম্বুল যাত্রীর পত্র, গল্পগ্রন্থ- সােনার শিকল ।

‘ময়নামতীর চর’ কাব্যটির রচয়িতা- বন্দে আলী মিয়া।মােহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্নের প্রথম ও জনপ্রিয় উপন্যাস ‘আনােয়ারা’ (১৯১৪)।মুসলিম মধ্যবিত্তের তৎকালীন সমাজচিত্র ‘আনােয়ারা উপন্যাসের মূল উপজীব্য- ‘সতীর সর্বস্বপতি, সতী শুধু পতিময়, বিধাতার প্রেমরাজ্যে সতত সতীর জয়।‘শান্তিপুরের কবি’ মােজাম্মেল হক রচিত উপন্যাস- জোহরা, অনূদিত গ্রন্থ- শাহনামা, সম্পাদিত পত্রিকা- ‘মােসলেম ভারত’।‘বার্ট্রান্ড রাসেলের ভাবশিষ্য মােতাহের হােসেন চৌধুরীর প্রবন্ধগ্রন্থ- ‘সংস্কৃতি কথা’ থেকে ।সংকলিত প্রবন্ধ- শিক্ষা ও মনুষ্যত’; ক্লাইভ বেলের ‘সিভিলাইজেশন’ এর তার অনূদিতগ্রস্থ সভ্যতা’, বাট্রান্ড রাসেলের কনকোয়েস্ট অব হ্যাপিনেস’র তার অনূদিতগ্রন্থ- ‘সুখ’ ।শামসুদ্দিন আবুল কালাম রচিত উপন্যাস- আলমগড়ের উপকথা, কাশবনের কন্যা, কাঞ্চনমালা, জায়মঙ্গল, কাঞ্চনগ্রাম, সমুদ্র বাসর; গল্প- অনেক দিনের আশা, ঢেউ, পথ জানা নাই, দুই হৃদয়ের তীর, শাহের বানু, পুই ডালিমের কাব্য।সাঈদ আহমেদ রচিত নাটক- কালবেলা, মাইলপােস্ট, প্রতিদিন একদিন; তার ‘তৃষ্ণায় নাটকটি ‘দ্য সারভাইবেল’ ইংরেজি নাটকের অনুবাদ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালােকে রচিত নাটক ‘শেষ নবাব’ তার শেষ নাটক।কখনাে উপন্যাস লেখেননি- ত্রিশের দশকের লিরিক কবি সুধীন্দ্রনাথ দত্ত।আবােল-তাবােল, হ-য-ব-র-ল, বহুরূপী, পাগলা দাশু, খাই খাই গ্রন্থসমূহের রচয়িতা- সুকুমার রায়, তার পিতা- উপেন্দ্রকিশাের রায় চৌধুরী এবং পুত্র অস্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক- স্বর্ণকুমারী দেবী, তার প্রথম উপন্যাসদীপ নির্বাণ; তিনি বালক’ নামে কিশাের পত্রিকা প্রকাশ করেন।

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়-এর মহাকাব্য ‘বৃত্রসংহার’, কাব্যের কাহিনী উৎস পৌরাণিক কাহিনী, মহাভারতের বনপর্ব উপাখ্যান। তার কাব্যগ্রন্থ- চিন্তা তরঙ্গিনী, বীরবাহু, কবিতাবলী, ছায়াময়ী, আশাকানন, দশমহাবিদ্যা, চিত্তবিকাশ।কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের প্রতিষ্ঠাতা- নীলমনি ঠাকুর।ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক চণ্ডীচরণ মুনশী ভগবদগীতা ছাড়াও ফারসি গ্রন্থ ‘তুতীনামা’ কে ‘তােতা ইতিহাস’ নামে বাংলায় অনুবাদ করেন।ত্রিশের দশকের কবি বুদ্ধদেব বসুর কাব্য- তিথিডাের ।পদ্মপুরাণ কাব্যের রচয়িতা নারায়ণ দেব- এর উপাধি ছিল ‘কবিবল্লভ’; তার নামে কালিকা পুরাণের একটি পুঁথি পাওয়া যায় ।ডক্টর নিহাররঞ্জন রায় (১৯০৩-১৯৮১) রচিত গ্রন্থ- বাঙালীর ইতিহাস, বাঙালী হিন্দুর বর্ণভেদ।বাংলা মুদ্রাক্ষরের জনক- পঞ্চানন কর্মকার (জন্ম তারিখ অজ্ঞাত – মৃত্যু- ১৮০৪) প্রভাতকুমার মুখােপাধ্যায় (১৮৭৩-১৯৩২) রচিত গল্পগ্রন্থ- গল্পাঞ্জলি, গল্পবীথি; বিখ্যাত গল্পরসময়ীর রসিকতা, বাস্তুসাপ, বলবান জামাতা, দেবী, আদরিণী, মাস্টার মশাই, ফুলের মূল্য; উপন্যাস- রত্নদ্বীপ (১৯১৫); ব্যঙ্গকাব্য- অভিশাপ।ছন্দ-পরিক্রমা, বাংলা ছন্দ সমীক্ষা, ছন্দ জিজ্ঞাসা, ছন্দ সােপান, বাংলা ছন্দচিন্তার ক্রমবিকাশপ্রভৃতি গ্রন্থের রচয়িতা- প্রবােধচন্দ্র সেন।বেদুইন শমসের/শমসের আলী (১৯১৯-১৯৬৪) রচিত গ্রন্থ- রিকসাওয়ালা, বুড়িগঙ্গার বুকে, বেঈমান, দিশাহারা, কাটা ও ফুল, চাওয়া পাওয়া, তার ও ঝংকার।

মানকুমারী বসু রচিত কাব্য- কুসুমাঞ্জলি, কনকাঞ্জলি, বীরকুমারবধ; গদ্যপদ্য রচনা- প্রিয় প্রসঙ্গ বা হারানাে সময়; সনেট- পুরন্দরের প্রতি ইন্দুবালা ।মিসেস এম. রহমান রচিত উপন্যাস- মা ও মেয়ে; গল্প- চানাচুর ।মেহেরুন্নেসা (১৯৪৬-১৯৭১) রচিত ‘চাষী’ (শিশুতােষ) কবিতাটি প্রথম প্রকাশিত হয়- দৈনিক সংবাদ এর খেলাঘরের পাতায়।মােহাম্মদ আবদুল হাকিম রচিত উপন্যাস- পল্লী সংস্কার, বিষাদ লহরী, প্রতিশােধ, মিলন, প্রতিদান; কাব্য- কবিতা লহরী, জাতীয় লহরী।যতীন্দনাথ সেনগুপ্ত রচিত কাব্য- মরীচিকা, মরুশিখা, মরুমায়া, সায়ম, ত্রিযামা; সাহিত্যের রূপতত্ত্ব বিষয়ক গন্থ- কাব্যপরিমিতি।‘কান্ত কবি’ নামে পরিচিত রজনীকান্ত সেন রচিত কাব্য- বাণী, কল্যাণী, অমৃত, আনন্দময়ী, অভয়া, বিশ্রাম, সদ্ভাবকুসুম, শেষদান; “মায়ের দেয়া মােটা কাপড় মাথায় তুলে নেরে ভাই…”স্বদেশী আন্দোলনের প্রেক্ষিতে তার লেখা জনপ্রিয় গান, ” বুই পাখিরে ডাকি বলিছে চড়াই…” তার স্বাধীনতার সুখ’ কবিতার চরণ।শুকুর মাহমুদ (১৬৮০-১৭৫০) রচিত ‘গুপীচন্দ্রের সন্যাস’ গ্রন্থে বর্ণিত ত্রিপুরার রাজা পীচন্দ্রের সন্যাস এবং তাঁর রাণী ময়নামতির যােগসাধনার কাহিনী অবলম্বনে আঠালো শতকের গােড়ার দিকে এই ঐতিহাসিক কাহিনী কাব্য রচিত।বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনীকার- রাসসুন্দরী দাসী; তার গ্রন্থের নাম- আমার জীবন ।শহীদ সাংবাদিক সিরাজউদ্দীন হােসেন (১৯২৯-১৯৭১) রচিত গ্রন্থ- ছােট থেকে বড়, মহিয়সী নারী, ইতিহাস কথা কও, The Days Decisive.

সােমেন চন্দ (১৯২০-১৯৪২) রচিত বিখ্যাত ছােটগল্প- ইদুর; গল্পগ্রন্থ- ‘সংকেত ও অন্যান্য গল্প’, ‘বনস্পতি ও অন্যান্য গল্প’।হুমায়ুন কাদির (১৯৩২-১৯৭৭) রচিত উপন্যাস- নির্জন মেঘ; ছােটগল্প- একগুচ্ছ গােলাপ ও কয়েকটি গল্প, আদিম অরণ্যে একরাত্রি, শীলার জন্যে সাধ, কোথায় পাব তারে ।সমরেশ বসু কালকূট ছদ্মনামে লিখেছেন- অমৃত কুম্ভের সন্ধানে।পরানের গহীণ ভিতর’ গ্রন্থের লেখক সৈয়দ শামসুল হক কিন্তু বুকের ভিতর আগুন’ গ্রন্থের রচয়িতা- জাহানারা ইমাম।Defence of Bengal নামে পরিচিত- প্যারীচাঁদ মিত্র, তার উপন্যাস- আধ্যাত্মিকা, আলালের ঘরের দুলাল (বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস)।‘সূর্য সাক্ষী’ গ্রন্থের রচয়িতা- পান্না কায়সার। ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইল’ ও ‘পাকসার জমিন সাদবাদ’ উপন্যাসদ্বয়ের লেখক- হুমায়ুন আজাদ।

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ