BCS পরীক্ষার্থীদের জন্য -

মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বই থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বই থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে। । আজ থাকলো পার্ট-১
Amitav Barua
======================
১.Geography শব্দটি প্রথম ব্যবহার করেন-গ্রীসের ভূগোলবিদ -ইরাটসথেনিস।
,
২. অালো প্রতি সেকেন্ডে অতিক্রম করে ৩ লক্ষ কিমি বা ১ লক্ষ ৮৬হাজার মাইল।
,
৩. অালো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তা- ১ অালোক বর্ষ।
,
৪. সূর্য থেকে পৃথিবীতে অালো অাসতে সময় লাগে -৮ মিনিট ১৯সেকেন্ড।
,
৫. পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব -১৫ কোটি কিমি।
,
৬. সূর্যের নিকটতম নক্ষত্র -প্রক্সিমা সেন্টোরাই। পৃথিবী থেকে দূরত্ব ৪.২ অালোক বর্ষ।
,
৭. মহাকাশে একশত বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। কোন একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে -ছায়াপথ বা অাকাশ গঙ্গা বা Milky way বলে। একটি ছায়াপথ- লক্ষ কোটি নক্ষত্র সমষ্টি।
,
৮. এডমন্ড হ্যালির হ্যালি ধূমকেতু -৭৬ বছর পর পর দেখা যায়, ১৭৫৯, ১৮৩৫, ১৯১০, ১৯৮৬ ও ২০৬২ সালে দেখা যাবে।
,
৯. বুধ-ক্ষুদ্রতম ও সূর্যের নিকটতম গ্রহ, ৮৮দিনে এক বছর অর্থাৎ সূর্যকে ঘুরে অাসতে ৮৮ দিন লাগে। কোন উপগ্রহ নেই।
,
১০. শুক্র ---- ভোরে, শুকতারা ও সন্ধ্যায়, অাকাশের সন্ধ্যাতারা নামে পরিচিত। সবসময় এসিড বৃষ্টি হয়।কোন উপগ্রহ নেই।২২৫দিনে একবছর। এখানে সূর্য পূর্ব থেকে পশ্চিমে পাক খায়। সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ। গ্রহটি ঘন মেঘে ঢাকা।
,
১১. পৃথিবীর ব্যাস- ১২৬৬৭ কিমি।বছর হয় ৩৬৫দিন ও ৫ ঘন্টা ৪৮মিনিট ৪৭ সেকেন্ডে তাই ৪ বছর পর পর ইরানের ওমর খৈয়ামের মতে লিপ ইয়ার হয়।
,
১২. মঙ্গল - খালি চোখে লালচে লাগে। বছর হয় ৬৮৭ দিনে।
,
১৩. শনিতে বলয় বেশি। ইউরেনাস সবুজ গ্রহ। বৃহত্তম গ্রহ ও উপগ্রহ বেশি বৃহস্পতিতে।
,
১৪. রাশিয়ার ইউরি গ্যাগারিন ১৯৬১ সালে ১২ এপ্রিল স্পুটনিক-১ এ করে, প্রথম মহাকাশচারী।
,
১৫. পৃথিবীর উত্তর দক্ষিণ রেখা হলো-অক্ষ বা মেরু রেখা। পূর্ব পশ্চিম রেখা হলো -বিষুবরেখা যাকে মহাবৃত্ত বা গুরুবৃত্ত বলে।
,
১৬. ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলে- কর্কট ক্রান্তি রেখা যা বাংলাদেশের ওপরদিয়ে গেছে। ২৩.৫ দক্ষিণ অক্ষাংশ হলো-মকরক্রান্তি রেখা।৬৬.৫ উত্তর অক্ষাংশকে বলে সুমেরুবৃত্ত। দক্ষিণে কুমেরুবৃত্ত।
,
১৭. অক্ষাংশ নির্ণয় করা যায় -সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে।
,
১৮. প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য ৪ মিনিট, ১৮০ডিগ্রি *৪= ৭২০ মিনিট বা ১২ ঘন্টার পার্থক্য। পূর্ব দিকে ১৮০ডিগ্রি গেলে ১২ ঘন্টা বাড়ে অার পশ্চিমে গেলে ১২ঘণ্টা কমে।
,
১৯. ১৮৮৪ সালের ইউএসএ তে 'দ্রাঘিমা ও সময়' সম্মেলনে ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখাকে অান্তর্জাতিক রেখা হিসেবে স্থির করে।
,
২০. পৃথিবী পশ্চিম থেকে পূর্বে অার্বতন করতে সময় লাগে- ২৩ঘণ্টা ৫৬মিনিট ৪ সেকেন্ড একে সৌর দিন বলে।
,
২১. অাহ্নিক গতির ফলে সমুদ্রসোত ও বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিক বেঁকে যায়।
,
২২. ২১শে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিন। দক্ষিণ গোলার্ধে এর উল্টো।
,
২৩. ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্ব ভাবে কিরণ দেয় তাই সর্বত্র দিনরাত্রি সমান।
,
২৪. উত্তর ২১শে মার্চ বাসন্ত বিষুব ও ২৩শে সেপ্টেম্বর শরৎকাল বলে শারদ বিষুব বলে। দক্ষিণ গোলার্ধ এর সম্পূর্ণ উল্টো।
,
২৫. ২২ ডিসেম্বর মকরক্রান্তির উপর লম্ব ভাবে কিরণ দেয় বলে উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত।
,
২৬. ল্যাটিন শব্দ Mappa থেকে Map শব্দটি এসেছে।
,
২৭. ঢাকা থেকে একটি স্থানের দূরত্ব ৫০ ডিগ্রি ৩০ ইঞ্চি পূর্ব দ্রাঘিমা হলে। ঢাকায় যখন ভোর ৬ টা তখন সেই স্থানের স্থানীয় সময় হবে,
৬টা+ (৫০*৪মিনিট+ ৩০*৪সেকেন্ড) =৬টা +(২০০+ ২ মিনিট) =৬ টা + ৩ ঘণ্টা ২২মিনিট
= ৯টা ২২মিনিট।
.
২৮. ভূগর্ভের স্তর -৩টি, অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল।
.
২৯. ভূত্ব ২ ভাগে বিভক্ত : ১.সিয়াম ( সিলিকন) ও ২. সিমা (অ্যালুমিনিয়ামের) উপাদান বেশি।
.
৩০. গুরুমণ্ডল মূলত -ব্যাডল্ট শিলা দ্বারা অার কেন্দ্রমণ্ডল নিকেল ও লোহা দ্বারা গঠিত।
.
৩১. শিলা ৩ প্রকার।
১.অাগ্নেয় শিলা- ব্যাসল্ট ও গ্রানাইট।
২. পাললিক শিলা- বেলেপাথর, কয়লা, চুনাপাথর, কাদাপাথর, কেউলিন।
.
৩. রূপান্তরিত শিলা- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।
.
৩২. ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেন হলো- সুনামির( Tsunami) ঢেউ।
.
৩৩. ২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামি ১৪টি দেশে অাঘাত হানে
.
৩৪. ১৮৭৯ সালে ইতালির ভিসুভিয়াস অাগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে হারকিউলেনিয়াম ও পম্পে নগর ডুবে যায়।
.
৩৫. ১৮৮৩ সুমাত্রা ও জাভা দ্বীপে অগ্নুৎপাতের ফলে বিরাট গহ্বর দেখা দেয়।
.
৩৬. দোয়াব হলো - প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমি।
.
৩৭. নদীসঙ্গম - দুই নদীর মিলনস্থান।
.
৩৮. উপনদী - পর্বত বা হ্রদ হতে ছোট নদী বড় নদীতে পতিত হলে।
.
৩৯. শাখানদী - মূল নদী থেকে কোন নদী বের হলে।
.
৪০. নদী উপত্যকা - যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সেই খাতকে..।
.
৪১. নদীগর্ভ - নদী উপত্যকার তলদেশ।
.
৪২. Delta একটি গ্রীক শব্দ যার অর্থ ব-দ্বীপ( নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সাগরে পতিত হলে)
.
৪৩. পর্বত -৪ প্রকার।
১. ভঙ্গিল পর্বত - এশিয়ার হিমালয়, ইউরোপের অাল্পস, উত্তর অামেরিকার রকি ও দক্ষিণ অামেরিকার অান্দিজ পর্বত সমূহ।
.
২. অাগ্নেয় পর্বত - ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা এবং ফিলিপাইনের পিনাটুবো পর্বত সমূহ।
.
৩. স্তূপ পর্বত -ভারতের বিন্ধা ও সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত সমূহ।৪. ল্যাকোলিথ পর্বত - যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত।
.
৪৪. বায়ুমণ্ডলের উপাদান :
নাইট্রোজেন ৭৮.০২
অক্সিজেন ২০.৭১
অারগন ০.৮০
কার্বন ডাই-অক্সাইড ০.০৩
নিয়ন,হিলিয়াম, ক্রিপটন, জেনন, ওজোন, মিথেন ও নাইট্রাস ০.০২
জলীয়বাষ্প ০.৪১
ধূলিকণা ও কণিকা ০.০১
--------------------­-------
মোট= ১০০%
.
৪৫. বায়ুমণ্ডলের স্তর ৬টি :-ট্রপোমণ্ডল, স্ট্রোটোমণ্ডল (এখানে ওজোন গ্যাস থাকে) মেসোমণ্ডল, তাপমণ্ডল(Ionosphere এখানে বেতারতরঙ্গ প্রতিফলিত হয়), এক্সোমণ্ডল ও চৌম্বকমণ্ডল।
.
৪৬. ধূলিকণাকে অাশ্রয় করে ঘনীভূত হয়ে ধোঁয়ার সৃষ্টি হলে তা-কুয়াশা।

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ