মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বই থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে। । আজ থাকলো পার্ট-১
Amitav Barua
======================
১.Geography শব্দটি প্রথম ব্যবহার করেন-গ্রীসের ভূগোলবিদ -ইরাটসথেনিস।
,
২. অালো প্রতি সেকেন্ডে অতিক্রম করে ৩ লক্ষ কিমি বা ১ লক্ষ ৮৬হাজার মাইল।
,
৩. অালো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তা- ১ অালোক বর্ষ।
,
৪. সূর্য থেকে পৃথিবীতে অালো অাসতে সময় লাগে -৮ মিনিট ১৯সেকেন্ড।
,
৫. পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব -১৫ কোটি কিমি।
,
৬. সূর্যের নিকটতম নক্ষত্র -প্রক্সিমা সেন্টোরাই। পৃথিবী থেকে দূরত্ব ৪.২ অালোক বর্ষ।
,
৭. মহাকাশে একশত বিলিয়ন গ্যালাক্সি রয়েছে। কোন একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে -ছায়াপথ বা অাকাশ গঙ্গা বা Milky way বলে। একটি ছায়াপথ- লক্ষ কোটি নক্ষত্র সমষ্টি।
,
৮. এডমন্ড হ্যালির হ্যালি ধূমকেতু -৭৬ বছর পর পর দেখা যায়, ১৭৫৯, ১৮৩৫, ১৯১০, ১৯৮৬ ও ২০৬২ সালে দেখা যাবে।
,
৯. বুধ-ক্ষুদ্রতম ও সূর্যের নিকটতম গ্রহ, ৮৮দিনে এক বছর অর্থাৎ সূর্যকে ঘুরে অাসতে ৮৮ দিন লাগে। কোন উপগ্রহ নেই।
,
১০. শুক্র ---- ভোরে, শুকতারা ও সন্ধ্যায়, অাকাশের সন্ধ্যাতারা নামে পরিচিত। সবসময় এসিড বৃষ্টি হয়।কোন উপগ্রহ নেই।২২৫দিনে একবছর। এখানে সূর্য পূর্ব থেকে পশ্চিমে পাক খায়। সবচেয়ে উজ্জ্বল ও উত্তপ্ত গ্রহ। গ্রহটি ঘন মেঘে ঢাকা।
,
১১. পৃথিবীর ব্যাস- ১২৬৬৭ কিমি।বছর হয় ৩৬৫দিন ও ৫ ঘন্টা ৪৮মিনিট ৪৭ সেকেন্ডে তাই ৪ বছর পর পর ইরানের ওমর খৈয়ামের মতে লিপ ইয়ার হয়।
,
১২. মঙ্গল - খালি চোখে লালচে লাগে। বছর হয় ৬৮৭ দিনে।
,
১৩. শনিতে বলয় বেশি। ইউরেনাস সবুজ গ্রহ। বৃহত্তম গ্রহ ও উপগ্রহ বেশি বৃহস্পতিতে।
,
১৪. রাশিয়ার ইউরি গ্যাগারিন ১৯৬১ সালে ১২ এপ্রিল স্পুটনিক-১ এ করে, প্রথম মহাকাশচারী।
,
১৫. পৃথিবীর উত্তর দক্ষিণ রেখা হলো-অক্ষ বা মেরু রেখা। পূর্ব পশ্চিম রেখা হলো -বিষুবরেখা যাকে মহাবৃত্ত বা গুরুবৃত্ত বলে।
,
১৬. ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলে- কর্কট ক্রান্তি রেখা যা বাংলাদেশের ওপরদিয়ে গেছে। ২৩.৫ দক্ষিণ অক্ষাংশ হলো-মকরক্রান্তি রেখা।৬৬.৫ উত্তর অক্ষাংশকে বলে সুমেরুবৃত্ত। দক্ষিণে কুমেরুবৃত্ত।
,
১৭. অক্ষাংশ নির্ণয় করা যায় -সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে।
,
১৮. প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য ৪ মিনিট, ১৮০ডিগ্রি *৪= ৭২০ মিনিট বা ১২ ঘন্টার পার্থক্য। পূর্ব দিকে ১৮০ডিগ্রি গেলে ১২ ঘন্টা বাড়ে অার পশ্চিমে গেলে ১২ঘণ্টা কমে।
,
১৯. ১৮৮৪ সালের ইউএসএ তে 'দ্রাঘিমা ও সময়' সম্মেলনে ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখাকে অান্তর্জাতিক রেখা হিসেবে স্থির করে।
,
২০. পৃথিবী পশ্চিম থেকে পূর্বে অার্বতন করতে সময় লাগে- ২৩ঘণ্টা ৫৬মিনিট ৪ সেকেন্ড একে সৌর দিন বলে।
,
২১. অাহ্নিক গতির ফলে সমুদ্রসোত ও বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিক বেঁকে যায়।
,
২২. ২১শে জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত ও ক্ষুদ্রতম দিন। দক্ষিণ গোলার্ধে এর উল্টো।
,
২৩. ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপর সূর্য লম্ব ভাবে কিরণ দেয় তাই সর্বত্র দিনরাত্রি সমান।
,
২৪. উত্তর ২১শে মার্চ বাসন্ত বিষুব ও ২৩শে সেপ্টেম্বর শরৎকাল বলে শারদ বিষুব বলে। দক্ষিণ গোলার্ধ এর সম্পূর্ণ উল্টো।
,
২৫. ২২ ডিসেম্বর মকরক্রান্তির উপর লম্ব ভাবে কিরণ দেয় বলে উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন ও বড় রাত।
,
২৬. ল্যাটিন শব্দ Mappa থেকে Map শব্দটি এসেছে।
,
২৭. ঢাকা থেকে একটি স্থানের দূরত্ব ৫০ ডিগ্রি ৩০ ইঞ্চি পূর্ব দ্রাঘিমা হলে। ঢাকায় যখন ভোর ৬ টা তখন সেই স্থানের স্থানীয় সময় হবে,
৬টা+ (৫০*৪মিনিট+ ৩০*৪সেকেন্ড) =৬টা +(২০০+ ২ মিনিট) =৬ টা + ৩ ঘণ্টা ২২মিনিট
= ৯টা ২২মিনিট।
.
২৮. ভূগর্ভের স্তর -৩টি, অশ্মমণ্ডল, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল।
.
২৯. ভূত্ব ২ ভাগে বিভক্ত : ১.সিয়াম ( সিলিকন) ও ২. সিমা (অ্যালুমিনিয়ামের) উপাদান বেশি।
.
৩০. গুরুমণ্ডল মূলত -ব্যাডল্ট শিলা দ্বারা অার কেন্দ্রমণ্ডল নিকেল ও লোহা দ্বারা গঠিত।
.
৩১. শিলা ৩ প্রকার।
১.অাগ্নেয় শিলা- ব্যাসল্ট ও গ্রানাইট।
২. পাললিক শিলা- বেলেপাথর, কয়লা, চুনাপাথর, কাদাপাথর, কেউলিন।
.
৩. রূপান্তরিত শিলা- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল, বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট, কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট, গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস এবং কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।
.
৩২. ঢেউয়ের রেলগাড়ি বা ওয়েভ ট্রেন হলো- সুনামির( Tsunami) ঢেউ।
.
৩৩. ২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামি ১৪টি দেশে অাঘাত হানে
.
৩৪. ১৮৭৯ সালে ইতালির ভিসুভিয়াস অাগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে হারকিউলেনিয়াম ও পম্পে নগর ডুবে যায়।
.
৩৫. ১৮৮৩ সুমাত্রা ও জাভা দ্বীপে অগ্নুৎপাতের ফলে বিরাট গহ্বর দেখা দেয়।
.
৩৬. দোয়াব হলো - প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমি।
.
৩৭. নদীসঙ্গম - দুই নদীর মিলনস্থান।
.
৩৮. উপনদী - পর্বত বা হ্রদ হতে ছোট নদী বড় নদীতে পতিত হলে।
.
৩৯. শাখানদী - মূল নদী থেকে কোন নদী বের হলে।
.
৪০. নদী উপত্যকা - যে খাতের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয় সেই খাতকে..।
.
৪১. নদীগর্ভ - নদী উপত্যকার তলদেশ।
.
৪২. Delta একটি গ্রীক শব্দ যার অর্থ ব-দ্বীপ( নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সাগরে পতিত হলে)
.
৪৩. পর্বত -৪ প্রকার।
১. ভঙ্গিল পর্বত - এশিয়ার হিমালয়, ইউরোপের অাল্পস, উত্তর অামেরিকার রকি ও দক্ষিণ অামেরিকার অান্দিজ পর্বত সমূহ।
.
২. অাগ্নেয় পর্বত - ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা এবং ফিলিপাইনের পিনাটুবো পর্বত সমূহ।
.
৩. স্তূপ পর্বত -ভারতের বিন্ধা ও সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, পাকিস্তানের লবণ পর্বত সমূহ।৪. ল্যাকোলিথ পর্বত - যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত।
.
৪৪. বায়ুমণ্ডলের উপাদান :
নাইট্রোজেন ৭৮.০২
অক্সিজেন ২০.৭১
অারগন ০.৮০
কার্বন ডাই-অক্সাইড ০.০৩
নিয়ন,হিলিয়াম, ক্রিপটন, জেনন, ওজোন, মিথেন ও নাইট্রাস ০.০২
জলীয়বাষ্প ০.৪১
ধূলিকণা ও কণিকা ০.০১
---------------------------
মোট= ১০০%
.
৪৫. বায়ুমণ্ডলের স্তর ৬টি :-ট্রপোমণ্ডল, স্ট্রোটোমণ্ডল (এখানে ওজোন গ্যাস থাকে) মেসোমণ্ডল, তাপমণ্ডল(Ionosphere এখানে বেতারতরঙ্গ প্রতিফলিত হয়), এক্সোমণ্ডল ও চৌম্বকমণ্ডল।
.
৪৬. ধূলিকণাকে অাশ্রয় করে ঘনীভূত হয়ে ধোঁয়ার সৃষ্টি হলে তা-কুয়াশা।
Home »
৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
,
৬. সাধারণ বিজ্ঞান
» মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বই থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বই থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................