BCS পরীক্ষার্থীদের জন্য -

কতিপয় গুরুত্বপূর্ণ বাংলা বানানের নিয়ম

কতিপয় গুরুত্বপূর্ণ বাংলা বানানের নিয়ম-
আখতারুজ্জামান_আজাদ
১.
যেসব প্রশ্নের জবাব 'হ্যাঁ' বা 'না' দ্বারা দেয়া যায়, সেখানে 'কি' বসবে; 'হ্যাঁ' বা 'না' দ্বারা জবাব দেয়া না গেলে 'কী' বসবে। যেমন : তোমার নাম কি জলিল? তোমার পেশা কী? কী কারণে এসেছ আমার কাছে? তুমি কি আমাকে কিছু বলতে চাচ্ছ?
২.
পরিধান করা অর্থে 'পরা' হবে; যেমন : সে শাড়ি পরেছে। আমি পাঞ্জাবি পরি। বাবা শার্ট পরবেন। মামি বোরকা পরতেন।
অন্য সকল ক্ষেত্রে পড়া হবে, যেমন : সে বই পড়ে। বৃষ্টি পড়ছে। সে প্রেমে পড়েছে। তিনি পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন। প্রশ্ন কমন পড়েনি। শেয়ারবাজার পড়ে গেছে।
৩.
ভুল : খেলা চলাকালীন সময়
শুদ্ধ : খেলা চলাকালে/ খেলা চলার সময়ে
৪.
ভুল : সব বন্ধুদেরকে বলেছি।
শুদ্ধ : সব বন্ধুকে বলেছি।
৫.
শিরোচ্ছদ না, 'শিরশ্ছেদ'। শ্ ছ = শ্ছ।
৬.
'দরিদ্র' বিশেষণ আর 'দারিদ্র্য' বা 'দরিদ্রতা' বিশেষ্য, 'দারিদ্রতা' বলে কোনো শব্দ নেই।
৭.
'সরণ' মানে অতিক্রান্ত দূরত্ব, 'সরণি' মানে রাস্তা। এভাবে রোকেয়া সরণি, বিজয় সরণি, প্রগতি সরণি ইত্যাদি। এই সরণির সাথে স্মরণের কোনো সম্পর্ক নেই।
৮.
অঙ্ক, পঙক্তি, অপাঙক্তেয়, শৃঙ্খলা, আকাঙ্ক্ষা -- এই শব্দগুলোর যুক্তবর্ণগুলো ভালোভাবে লক্ষ করতে হবে। অঙ্কে ঙ্ক, পঙক্তিতে ঙক্ত, শৃঙ্খলায় ঙ্খ, আকাঙ্ক্ষায় ঙ্ক্ষ।
৯.
মুমূর্ষু, মুহূর্ত, শুশ্রূষা বানানগুলো লক্ষণীয়।
১০.
ধরন ও দরুন বানানে ন; কিন্তু ধারণ, ধারণা, দারুণ বানানে ণ। তুমি কোন্ ধরনের লোক, সে ব্যাপারে আমার ধারণা আছে।
১১.
'দ্রব্যমূল্য' অথবা 'দ্রব্যের দাম' শুদ্ধ। 'দ্রব্যমূল্যের দাম' বলে কিছু নেই।
১২.
উদ্দেশ্য = লক্ষ্য, উদ্দেশ = প্রতি। সংকট নিরসনের উদ্দেশ্যে রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দেবেন, ভাষণ শেষে তিনি ব্রিটেনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
১৩.
লক্ষ = লাখ, নজর; লক্ষ্য = উদ্দেশ্য। জীবনের লক্ষ্য পূরণের দিকে লক্ষ রাখতে হবে। আমার দিকে লক্ষ করো। লক্ষ করে শোনো।
১৪.
দাঁড়িপাল্লা, দাঁড়ি-মাল্লা, দাঁড়ি-কমা ইত্যাদি সব দাঁড়িতে চন্দ্রবিন্দু থাকলেও কেবল দাড়ি-মোচের দাড়িতে চন্দ্রবিন্দু নেই।
১৫.
ভারি = খুব, ভারী = ওজনদার। ক্লাসের ভারী-ভারী বই পড়তে ভারি কষ্ট।
১৬.
ভুল : আমি ও সে যাব।
শুদ্ধ : সে ও আমি যাব।
(বাক্যে একাধিক পুরুষ থাকলে উত্তম পুরুষটি শেষে বসবে।)
১৭.
নিচ = নিম্ন, নীচ = জঘন্য। আমাদের নিচতলার ভাড়াটিয়া অত্যন্ত নীচ প্রকৃতির মানুষ।
১৮.
'পোশাক' বানানে শ।
১৯.
আইনজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবী ইত্যাদি সকল জীবী-তে 'বী' কিন্তু জীবিকা বানানে 'বি'।
২০.
স্টেটমেন্ট যে দেয়, সে সাক্ষী; সাক্ষী যে স্টেটমেন্ট দেয়, তা সাক্ষ্য। স্বাক্ষর হচ্ছে সই; যে স্বাক্ষর দিতে জানে, সে সাক্ষর।
২১.
ভুঁড়ি : নাড়ি-ভুঁড়ি
ভূরি : এ জগতে হায় সে-ই বেশি চায়, আছে যার ভূরি ভূরি!
২২.
জোর = শক্তি
জোড় = যুগল
আমি তাকে জোরে ধমক দিলাম, সে করজোড়ে ক্ষমা চাইল। জোরাজুরি করলে কারো মনও পাবে না, বেজোড় থেকে জোড়ও হতে পারবে না। মনের জোরে চলছে রে দেহ! সে পরীক্ষায় বড়জোর ৪০ পাবে।
২৩.
স্বার্থক না, সার্থক। স্বার্থকতা না, সার্থকতা।
২৪.
'সে আশায় গুড়েবালি' না, 'সে আশার গুড়ে বালি'।
২৫.
'অন্তরের অন্তঃস্থল' না, 'অন্তরের অন্তস্তল'।
২৬.
আপোস বা আপোষ না, আপস।
২৭.
ভুল : পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়।
শুদ্ধ : পাগলে কী না বলে? ছাগলে কী না খায়?
২৮.
'ওঠে' সমাপিকা ক্রিয়া, 'উঠে' অসমাপিকা ক্রিয়া।
সে খুব সকালে ঘুম থেকে ওঠে। ঘুম থেকে উঠে ছাদে ওঠে। ছাদে উঠে আকাশ দেখে।
২৯.
লক্ষ্মী, যক্ষ্মা, ভিভিএস লক্ষ্মণের লক্ষ্মণ ইত্যাদি বানানে ক্ষ-এর নিচে একটা ম-ও আছে।
৩০.
কনিষ্ঠ মানেই সবার ছোট, জ্যেষ্ঠ মানেই সবার বড়, শ্রেষ্ঠ মানেই সবার সেরা। কনিষ্ঠতম, জ্যেষ্ঠতম, শ্রেষ্ঠতম বলে কোনো শব্দ নেই।
৩১.
অপরাহ্ণ ও পূর্বাহ্ণ বানানে মূর্ধন্য ণ; সায়াহ্ন, মধ্যাহ্ন, আহ্নিক ও চিহ্ন বানানে দন্ত্য ন।
৩২.
শব্দটা 'জনৈক'। জৈনিক, জৈনক এসব না।
৩৩.
গাঁথা = গ্রন্থন (মালা গাঁথা, সুতো গাঁথা)
গাথা = কবিতা (সাফল্যগাথা, বীরত্বগাথা, জীবনগাথা, দুঃখগাথা)
৩৪.
অঞ্জলি বানানে ই-কার। এভাবে শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি।
৩৫.
জার্মান বা ফরাসি কোনো দেশ না, জার্মানি ও ফ্রান্স হচ্ছে দেশ। জার্মানির অধিবাসীদেরকে ও তাদের ভাষাকে জার্মান বলা হয় এবং ফ্রান্সের অধিবাসীদেরকে ও তাদের ভাষাকে ফরাসি (বা ফ্রেঞ্চ) বলা হয়। ফরাসি আর ফারসি আবার এক না। ফারসি হচ্ছে ইরানের ভাষা, যাকে পার্সিয়ানও বলে।
৩৬.
আশীষ না, আশিস। এভাবে শুভাশিস, দেবাশিস, স্নেহাশিস।
৩৭.
'বাংলা ভাষাভাষী' বা 'ইংরেজি ভাষাভাষী' লেখা নিষ্প্রয়োজন, 'বাংলাভাষী' বা 'ইংরেজিভাষী' লিখলেই চলবে।
৩৮.
বেশি = খুব
বেশী = বেশধারী (ছদ্মবেশী, ভদ্রবেশী)
৩৯.
সন্ন্যাসী বানানে 'ন্ন্যা'।
৪০.
জ্যেষ্ঠ, জ্যৈষ্ঠ, জ্যোতি ন্যূনতম, ব্যূহ বানানে য-ফলাগুলো কই কই বসেছে; লক্ষ রাখতে হবে।
৪১.
ইতিবাচক বাক্যে 'কারণ' বসবে, যেমন : সে ভালো ফলাফল করেছে, কারণ সে নিয়মিত স্কুলে যায়।
যেসব বাক্যে না, নি, নেই ইত্যাদি আছে; সেসব বাক্যে অর্থাত্‍ নেতিবাচক বাক্যে 'কেননা' বসবে; যেমন : সে পাশ করেনি, কেননা সে লেখাপড়ায় মনোযোগী ছিল না। সে ভালো নেই, কেননা তার বাবা মারা গেছেন।
৪২.
বিদেশী কোনো শব্দেই ষ না বসলেও কেবল 'খ্রিষ্ট' শব্দটিতে ষ বসবে। 'খ্রিষ্ট' শব্দটি ইংরেজি 'ক্রাইস্ট' থেকে এলেও এটি বাংলা ভাষায় ঢুকে আত্মীকৃত হয়ে গেছে এবং এর উচ্চারণও বদলে গিয়ে সংস্কৃত শব্দ 'কষ্ট', 'নষ্ট' ইত্যাদির মতো হয়ে গেছ। ফলে খ্রিষ্ট, খ্রিষ্টীয়, খ্রিষ্টপূর্ব, খ্রিষ্টাব্দ, খ্রিষ্টান ইত্যাদিতে ষ লিখতে হবে।
৪৩.
পুরস্কার, তিরস্কার, মিথস্ক্রিয়া ইত্যাদি বানানে স; পরিষ্কার, আবিষ্কার, বহিষ্কার ইত্যাদি বানানে ষ।
৪৪.
ভূত, উদ্ভূত, বহির্ভূত, অভূতপূর্ব ইত্যাদি সমস্ত ভূতে দীর্ঘ ঊ-কার; কেবল অদ্ভুত বানানে হ্রস্ব উ-কার।
৪৫.
'জবাবদিহিতা' বলে কোনো শব্দ নেই, শব্দটা 'জবাবদিহি'।
৪৬.
দুরাবস্থা না, দুরবস্থা।

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ