বিসিএস ভাইভা প্রস্তুতি
ভাইভা প্রশ্ন : আপনি কি মনে করেন বিচার বিভাগের নিরঙ্কুশ স্বাধীনতা আদৌ সম্ভব ? বা একটি আপনার কাছে কাম্য ?
= না, নিরঙ্কুশ স্বাধীনতা আদৌ সম্ভব নয়। কেননা,
সাধারণভাবেই স্বৈরতন্ত্র বা গণতন্ত্র সব সরকার ব্যবস্থাতেই বিচার বিভাগের নিয়োগ, বদলি, পদোন্নতি ও বিভিন্ন প্রশাসনিক বিষয়ে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থেকে ।
অধিকন্তু, বিচার বিভাগের নিরঙ্কুশ স্বাধীনতা একে স্বৈরাচারী হিসেবে গড়ে তুলতে পারে এবং দেশে সরকার ও বিচারকদের মধ্যে সম্পর্কে অবনিত ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে; বিধায় বিচার বিভাগের নিরঙ্কুশ স্বাধীনতা কাম্য হতে পারে না । এক্ষেত্রে সরকার বিভাগগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো চেক এ্যান্ড ব্যালান্স সম্পর্ক বজায় থাকাই শ্রেয় ।
/
১। প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্র এর মধ্যে পার্থক্য কী?
প্রজাতন্ত্র :
যে রাষ্ট্রে রাষ্ট্র প্রধান বা সরকার প্রধান বা শাসক
সরাসরি জনগণ বা প্রজা কর্তৃক নির্বাচিত হয় , সে
রাষ্ট্রকে প্রজাতন্ত্র বলে ।
যেমন : তাইওয়ান
.
গণপ্রজাতন্ত্র :
যে রাষ্ট্রে রাষ্ট্র প্রধান বা সরকার প্রধান বা শাসক
সরাসরি
জনগণ কর্তৃক নির্বাচিত না হয়ে পরোক্ষভাবে
নির্বাচিত হয় তাকে গণপ্রজাতন্ত্র বলে ।
যেমন: বাংলাদেশ
=
৩। বাংলাদেশের সরকারি বাংলা নাম কী ?
= গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (The Peoples Republic of Bangladesh)
৪। বাংলাদেশের সংবিধানের নাম কী ?
= গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান