৩৭০ ধারা রদে যে যে পরিবর্তন :
১। জম্মু ও কাশ্মীর রাজ্য
আগে : একটি রাজ্য ছিল ‘জম্মু ও কাশ্মীর’
এখন : দুটি ভাগ হলো—‘জম্মু ও কাশ্মীর’ এবং ‘লাদাখ’। একই সঙ্গে রাজ্যের মর্যাদাও হারাল। নবগঠিত এই দুই অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।
২। বিশেষ সুবিধা
আগে : ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা ও স্বায়ত্তশাসনের অধিকার দেওয়া হয়েছিল। দেশের অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তুলনায় নিয়মের দিক থেকে তুলনামূলক ছাড় পেত কাশ্মীরিরা।
এখন : অন্যান্য কেন্দ্রশাসিত অঞ্চলের মতো এখানেও একই নিয়ম-ধারা চলবে।
৩। পতাকা
আগে : বিশেষ সুবিধাবলে, জম্মু ও কাশ্মীরে ভারতীয় পতাকার পাশাপাশি নিজস্ব পতাকা ছিল।
এখন : এখন রাষ্ট্রের নিয়ম অনুযায়ী দেশের ত্রিরঙা জাতীয় পতাকাই জম্মু ও কাশ্মীরের একমাত্র পতাকা।
৪। সম্পত্তি কেনার অধিকার
আগে : ৩৭০ ধারার মধ্যেই ছিল ৩৫ এ ধারা। ফলে এই ধারাও বাতিল হয়েছে। এই ধারা অনুযায়ী অন্য রাজ্যের কেউ জম্মু ও কাশ্মীরে স্থাবর সম্পত্তি কিনতে পারত না। সম্পত্তি কিনতে হলে রাজ্যে অন্তত ১০ বছর থাকার নিয়ম ছিল।
এখন : যেকোনো ভারতীয় নাগরিক জমি কিনতে পারবেন।
৫। মহিলাদের উত্তরাধিকার
আগে : কোনো মহিলা জম্মু ও কাশ্মীরের বাইরের কাউকে বিয়ে করলে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হতেন। তার উত্তরাধিকারীরাও সম্পত্তির অধিকার পেতেন না।
এখন : কাশ্মীরের বাইরের কাউকে বিয়ে করলে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হতে হবে না।
৬। তথ্য জানার অধিকার
আগে : এর আগে সাংবিধানিক নিয়ম অনুযায়ী তথ্য জানার অধিকারের আওতাভুক্ত ছিল না জম্মু ও কাশ্মীর।
এখন : সারা দেশের মতোই তথ্যের অধিকারের (আরটিআই) আওতাভুক্ত হলো।
/
সূত্র : জি নিউজ ও কালের কণ্ঠ