বিসিএস প্রিলি প্রস্তুতি
#বাংলা_বানান_ও_বাক্য_শুদ্ধি
দুর্নীতি (দুঃ+নীতি),
দুর্দান্ত (দুঃ+দান্ত),
দুর্বিনীত (দুঃ+বিনীত),
দুর্বার (দুঃ+বার),
দুর্নাম (দুঃ+নাম),
দুর্মর (দুঃ+মর),
দুর্বল (দুঃ+বল),
দুর্লভ (দুঃ+লভ),
দুর্গম (দুঃ+গম),
দুর্জন (দুঃ+জন),
দুঃসহ (দুঃ+সহ),
দুরাত্মা (দুঃ+আত্মা),
দুরারোগ্য (দুঃ+আরোগ্য),
দুর্ঘটনা (দুঃ+ঘটনা),
দুর্ভাগ্য (দুঃ+ভাগ্য) ইত্যাদি শব্দে 'দু' একটি উপসর্গ মাত্র।
* উল্লিখিত প্রতিটি শব্দে হ্রস্ব উ-কার হবে, দীর্ঘ ঊ-কার না।
* 'দূর' শব্দের সাথে এই 'দু' উপসর্গের কোনো সম্পর্ক নেই।
* দুর্নীতি মানে দূরের নীতি নয়, খারাপ নীতি; দুর্ঘটনা মানে দূরের ঘটনা নয়, খারাপ ঘটনা; দুর্বল মানে দূরের বল নয়, শক্তিহীন। অর্থাৎ এসব শব্দে 'দু' নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়, দূরত্বজ্ঞাপক অর্থে না।
* উল্লেখ্য দুর্গ, দুর্গা ও দুরবিন বানানেও হ্রস্র উ-কার।
* অপরপক্ষে 'দূর' শব্দে দীর্ঘ ঊ-কার হবে। 'দূর' শব্দ থেকে উৎপন্ন বলে দূরত্ব, দূরবর্তী, দূরদূরান্ত, দূরপাল্লা, দূরযাত্রা, দূরভাষ, দূরালাপনী, দূরীকরণ, দূরীভূত ইত্যাদি শব্দেও দীর্ঘ ঊ-কার বসবে।
* লতায়-পাতায় প্যাঁচানো আত্মীয় বোঝাতে অনেকে 'দুঃসম্পর্কের আত্মীয়' কথাটি ব্যবহার করে থাকেন। আসলে কথাটি হবে 'দূরসম্পর্কের আত্মীয়'।
* 'দুর্বাসা' বানানে হ্রস্ব উ-কার হলেও 'দূর্বাঘাস'-এর 'দূর্বা' বানানে দীর্ঘ ঊ-কার।
@@ এই দুর্দৈবের দেশে দু ও দূ-সংক্রান্ত সব দুরারোগ্য বিভ্রান্তি আজই দূর হোক। @@
Nurul Huda Shamim
Home »
১. বাংলা ভাষা ও সাহিত্য
» বিসিএস প্রিলি প্রস্তুতি
বাংলা বানান ও বাক্য শুদ্ধি
বিসিএস প্রিলি প্রস্তুতি বাংলা বানান ও বাক্য শুদ্ধি
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................