#অনুপ্রেরণা
পৃথিবীর বিখ্যাত সাহিত্যিক জর্জ বারনারড শ প্রতিদিন গড়ে ২০ পৃষ্ঠা করে লিখতেন । কোন কারনে একদিন লেখা মিস হয়ে গেলে পরের দিন লিখতেন পুরো ৪০ পৃষ্ঠা । সাহিত্যিক হওয়া তাঁর স্বপ্ন ছিল এবং তিনি সেটা পূরণও করেছিলেন । ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী এপিজে আবুল কালাম আজাদ দৈনিক ১৮ ঘণ্টা পরিশ্রম করতেন । তিনি কাজের মধ্যে এতোটাই ডুবে থাকতেন যে ঘুমও তাকে স্পর্শ করতো না । পৃথিবীর সব থেকে নিকৃষ্ট মানুষ হিটলার ছবি এঁকে টাকা রোজগার করতেন । এরপর সেই টাকা দিয়ে বই কিনতেন । প্রায় অধিকাংশ রাত তিনি বই পড়ে কাটিয়ে দিতেন । মাদাম কুরী ,পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী । তিনি তেজস্ক্রিয়তার আবিস্কারক । কুরী এতো বেশি পরিশ্রম করতেন যে প্রায়ই তিনি খাওয়া দাওয়ার কথা ভুলে যেতেন । লুই পাস্তুর ,অণুজীববিজ্ঞানের জনক । তিনি যখন জলাতঙ্ক রোগের ভ্যাকসিন আবিস্কার করেন তখন তার শরীরের এক পাশ প্রায় অবশ !! এই অসুস্থ শরীর নিয়ে পাস্তুর রাত দিন গবেষণা চালিয়ে ভ্যাকসিনটি আবিস্কার করেন । উপরে যাদের কথা বললাম তারা কেউই ""অসাধারন প্রতিভাধর "" ছিলেন না । তবে হ্যা ,অসাধারন পরিশ্রমী ছিলেন । প্রতিভা কম বেশি সবারই থাকে । এটা বিশেষ কোন ফ্যাক্ট না । ফ্যাক্ট হচ্ছে নিজের লক্ষ্য পূরণে আপনি কি কি করতে পারেন । আমরা সবাই একটা ভালো ""ব্র্যান্ড "" খুঁজি । কিন্তু নিজেদেরকে ""ব্র্যান্ড "" বানানোর চেষ্টা করি না । কোন শিক্ষা প্রতিষ্ঠান ""লিজেন্ড "" তৈরি করে না । বরং একজন লিজেন্ড একটা প্রতিষ্ঠানকে "'সুপরিচিত "" করেন । পৃথিবীর প্রতিটা মানুষই একেকটা ""ব্র্যান্ড "" । সমস্যা হইলো এটা বুঝতেই তারা জীবনের অনেকটা সময় কাটিয়ে দেয় ।
Home »
গুরুত্বপূর্ণ পরামর্শ/সাজেশান
» অনুপ্রেরণা
অনুপ্রেরণা
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................