✔️খুব গুরুত্বপূর্ণ পোস্ট
✔️বাংলাদেশ বিষয়াবলীর কনফিউজিং প্রশ্ন✏️✏️
১. বাংলার প্রথম + শেষ স্বাধীন সুলতান-
= ফকরুদ্দিন মোবারক শাহ +গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
২. বাংলার প্রথম + শেষ স্বাধীন নবাব-
= মুর্শিদ কুলি খান + সিরাজউদ্দৌলা
৩. ভারতবর্ষে + বাংলায় প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠাতা
= মুহম্মদ ঘুরি + ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি
৪. দিল্লির সিংহাসনে আহোরণকারী প্রথম নারী
মুসলিম শাসক = সুলতানা রাজিয়া ।
৫. প্রথম দক্ষিণ ভারত + দাক্ষিণাত্য জয়কারী মুসলমান শাসক-
= আলাউদ্দিন খিলজি + মালিক কাফুর ।
৬. বাংলার সেন বংশের শেষ + সর্ব শ্রেষ্ঠ রাজা-
= লক্ষণ সেন + বিজয়সেন ।
৭.স্পেন বিজয় + সিন্ধু বিজয় কারী প্রথম মুসলিম-
= তারিক + মুহাম্মদ বিন কাশিম।
৮. সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমণ করেন=১৭বার।
৯. উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন + আফগান সম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন-
= কুতুবউদ্দিন আইবেক + শেরখান বা শেরশাহ।
১০. ভারতবর্ষে মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা = বাবর।
১১. বাংলার নাম 'জান্নাতাবাদ' দেন = হুমায়ূন
১২. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে -
- ভারত (প্রচলিত উত্তর)
- ভুটান (বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী)।
১৩।স্বাধীনতার ঘোষনা পত্র জারি করা হয়-
১৭ এপ্রিল, ১৯৭১
১০ এপ্রিল, ১৯৭১ (সঠিক)
মনে রাখুন : ১৭ এপ্রিল জাস্ট শপথ নিয়ে মুজিবনগর সরকার দ্রুত স্থান ত্যাগ করে তাই যা কিছু হয় সব ১০ এপ্রিল।
১৪।ধান গবেষনা ইন্সিটিউট অবস্থিত -
- গাজীপুর (BRRI- বাংলাদেশ )
ম্যানিলা (IRRI- আন্তর্জাতিক)
১৫।ঢাকা বাংলাদেশের রাজধানী হয়- ৪ বার/৫ বার?
- ৪ বার বাংলার (১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭)
১ বার বাংলাদেশের (১৯৭১)। মোট ৫বার।
১৬।পার্বত্য চট্টগ্রামে উপজাতি বসবাস করে ১১/১২টি
→ ১২টি
১৭।বাংলাদেশে উপজাতির সংখ্যা ৪৫/৪৮ ?
→ ৪৫ টি।
১৮।বাংলাদেশের জিডিপিতে (বর্তমানে) যে খাতের অবদান সবচেয়ে বেশি-
কৃষি/শিল্প/সেবা?
→সেবা।
১৯।মোট সেক্টর কমান্ডার ছিলেন ১৬ জন/১৯ জন?
- ১৬ জন ( সোর্স : স্বাধীনতার দলিলপত্র)
২০। সেন্টমার্টিন দ্বীপের আয়তন- ৮ ব.কিমি/৯ ব.কিমি?
উত্তর : ৮ বর্গকিমি (উইকিপিডিয়া)।
২১। ঢাকা সিটিতে আসন সংখ্যা- ১৫ টি/২০ টি?
- ১৫ টি। (ঢাকা জেলায় আসন সংখ্যা ২০ টি)।
২২। মোট বীর উত্তম- ৬৮ জন/ ৬৯ জন?
- ৬৯ জন। (স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য মোট ৬৮ জনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়েছিল। সর্বশেষ মরণোত্তর বীর উত্তম পদক পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ(২০১০)। বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালের আগস্টে বাঁচানোর চেষ্টার জন্য তাঁকে ২০১০ সালে মরণোত্তর বীর উত্তম পদক প্রদান করা হয়
২৩। সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান কয়টি?
→পদ ৯টি, প্রতিষ্ঠান ৭ টি।