নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মনে রাখার টেকনিক
স্বৈর (স্ব+ঈর), গবেন্দ্র (গো+ইন্দ্র), গবেশ্বর (গো+ঈশ্বর), শুদ্ধোধন (শুদ্ধ+ওদন), মার্তণ্ড (মার্ত+অন্ড), গবাক্ষ (গো+অক্ষ), শারঙ্গ (শার+ অঙ্গ), প্রৌঢ় (প্র+ঊঢ়), কুলটা (কুল+অটা), সীমন্ত (সীমন+অত), রক্তোষ্ঠ (রক্ত+ওষ্ঠ), অক্ষৌহিণী (অক্ষ+ঊহিণী), অন্যান্য (অন্য+অন্য)
(নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মনে রাখার কৌশল সৌমিত্র শেখরের বই থেকে পড়ে নিবেন)
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধিঃ
বনস্পতি (বন+পতি), গোস্পদ (গো+পদ), ষোড়শ (ষট+দশ), পতঞ্জলি (পতৎ+অঞ্জলি), আশ্চর্য (আ+চর্য), তস্কর (তৎ+কর), মনীষা (মনস+ঈষা), দ্যুলোক (দিব+লোক), পরস্পর (পর+পর), একাদশ (এক+দশ), বৃহস্পতি (বৃহৎ+পতি)।
(মনে রাখার কৌশল- বনস্পতি গোস্পদ ষোড়শী পতঞ্জলিকে বলল, আশ্চর্য! তস্কর ও মনীষা দ্যুলোকে পরস্পরের জন্য একাদশে বৃহস্পতি।)
নিপাতনে সিদ্ধ বিসর্গসন্ধিঃ
প্রাতকাল (প্রাতঃ+কাল), ভাস্কর (ভাঃ+কর), হরিশ্চন্দ্র (হরিঃ+চন্দ্র), আস্পদ (আঃ+পদ), অহরহ (অহঃ+অহ), মনঃকষ্ট (মনঃ+কষ্ট), শিরঃপীড়া (শিরঃ+পীড়া), বাচস্পতি (বাচঃ+পতি)।
(মনে রাখার কৌশল- প্রাতঃকালে অহর্নিশ ভাস্কর হরিশ্চন্দ্র আস্পদ অহরহ মনঃকষ্টে শিরঃপীড়া বাচস্পতি।)
এই নিপাতনে সিদ্ধ সন্ধিগুলোই পরীক্ষায় বেশী আসে। তাই একেবারে টানা টানা মুখস্থ করবেন।
//
Home »
১. বাংলা ভাষা ও সাহিত্য
» নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মনে রাখার টেকনিক
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি মনে রাখার টেকনিক
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................