*****অসাধারন কিছু তথ্য*****
১. প্রাচীনকালে চীনারা আত্মহত্যা করার জন্য ৫০০ গ্রাম লবণ খেত
২. সমুদ্রের ৪০০ মিটার নিচে সূর্যের আলো পৌঁছায় না
৩. আফ্রিকার কৃষ্ণ ষাঁড় জল পান করে না
৪. সূর্য প্রতি মিনিটে ২৪ কোটি মেট্রিক টন হাইড্রোজেন কণাকে পুড়িয়ে ভস্ম করে
৫. খাওয়ার পর একটি ব্যাঙ হজম করতে সাপের প্রায় ৫০ ঘন্টা লাগে।
৬. পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হয়ে গেলে, ৪ বছরের মধ্যে মানবজাতি বিলুপ্ত হয়ে যাবে।
৭. মহিলারা প্রতিদিন গড়ে ৭০০০ শব্দ বলে। অপরদিকে পুরুষদের ক্ষেত্রে এই
সংখ্যা ২০০০ এর কিছু বেশি।
৮. দেহে অক্সিজেন সরবরাহকারী লোহিত রক্ত
কণিকার পরিমাণ ২৫০০ কোটি এবং এরা ৪ মাস বাঁচে।
৯. দেহের সব শিরাকে পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজন হবে।
১০. একজন মানুষের স্নায়ুতন্ত্র এত লম্বা যে তা দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে।
১১. একজন মানুষ সারা জীবনে ৪০ হাজার লিটার মূত্র ত্যাগ করে।
১২. একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।
১৩. আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি বিভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে পারে।
১৪. বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ ভূটান
১৫. বিশ্বে বর্তমানে বেশি আয়ুর দেশ জাপান
অসাধারন কিছু তথ্য
By ─────────────── সেপ্টেম্বর ০৪, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................