বিষয়: বাংলা ব্যাকরণ
১.বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
ক.নাগরী লিপি
খ.অসমিয়া লিপি
গ.সিংহলী লিপি
ঘ.ব্রাক্ষী লিপি
২. বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা?
ক. বৈদিক ভাষা
খ.অসমিয়া ভাষা
গ.সংস্কৃত ভাষা
ঘ.হিন্দি ভাষা
৩। অন্তঃস্থ বর্ণ কোন দুটো?
ক. শ এবং হ
খ. ন এবং ম
গ. য এবং র
ঘ. ষ এবং স
৪. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
ক.তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার
খ.ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
গ.শব্দের কথা ও লেখ্য রূপে
ঘ.বাক্যের সরলতা ও জটিলতায়
৫। মুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
ক.মাত্রাবৃত্ত
খ.অক্ষরবৃত্ত
গ.মুক্তক
ঘ.স্বরবৃত্ত
৬. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
ক. কবিতার পঙ্ক্তিতে
খ. গানের কলিতে
গ. গল্পের বর্ণনায়
ঘ. নাটকের সংলাপে
৭. বাংলা ভাষার কোন রীতির সুনির্দিষ্ট ব্যাকরণ রয়েছে?
ক. কথ্য রীতির
খ. আঞ্চলিক রীতির
গ. লেখ্য রীতির
ঘ. সাধুরীতির
৮. ‘তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী-বাক্যেই তো জীবম্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।’ চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা-
ক. সাত
খ. নয়
গ. আট
ঘ. দশ
৯. গিন্নী কোন ভাষার শব্দ ?
ক. তৎসম
খ. তদ্ভব
গ. অর্ধ তৎসম
ঘ. দেশি
১০. 'অজ্ঞান' কে 'অজ্ঞানতা' শব্দের দ্বারা প্রকাশ যে ধরনের অপপ্রয়োগ--
ক. সংখ্যাজনিত
খ. বাহুল্যজনিত
গ. বচনজনিত
ঘ. সঙ্গাজনিত
১১. ‘রেস্তোরাঁ' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. পর্তুগিজ
খ. ফরাসি
গ. চৈনিক
ঘ. খাঁটি বাংলা
ঙ. আরবি
১২. ‘ঔ’ কোন স্বরধ্বনির প্রতীক?
ক.ওষ্ঠ্য স্বরধ্বনি
খ.মৌলিক স্বরধ্বনি
গ.যৌগিক স্বরধ্বনি
ঘ.মিলিত স্বরধ্বনি
১৩. বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো?
ক.কাল, পুরুষ, পদ প্রকরণ
খ.সমাস, প্রত্যয়, সন্ধি
গ.সারাংশ, ভাব-সম্প্রসারণ
ঘ.ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব
১৪. 'ব্যাকরণ' কোন ভাষার শব্দ?
ক. বাংলা
খ. সংস্কৃত
গ. পর্তুগিজ
ঘ. হিন্দী
১৫. ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি?
ক.বাক্যতত্ত্ব
খ.ধ্বনিতত্ত্ব
গ.শব্দতত্ত্ব
ঘ.অর্থতত্ত্ব
১৬. কারক ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক.রূপতত্ত্বে
খ.বাক্যতত্ত্বে
গ.ভাষাতত্ত্বে
ঘ.ধ্বনিতত্ত্বে
১৭. ‘ইংরেজি’ শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে?
ক. ফরাসী
খ. গ্রীক
গ. ফার্সী
ঘ. পর্তুগীজ
১৮. 'রিক্সা' শব্দটি--
ক. তুর্কি
খ. ফরাসি
গ. চীনা
ঘ. জাপানি
১৯. কোনটি তৎসম শব্দ ?
ক.ফুল
খ.ডিম
গ.হাত
ঘ.ছেরাদ্দ
২০.'তৎসম' কোন ধরনের শব্দ ?
ক.পারিভাষিক শব্দ
খ.আঞ্চলিক শব্দ
গ.মিশ্র শব্দ
ঘ.ফারসি
২১. কোনটি মিশ্র শব্দ ?
ক.কৃষ্টি-সৃষ্টি
খ.হালাল-হারাম
গ.নামাজ-রোজা
ঘ.হাট-বাজার
২২. ‘ত্থ’ সংযুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ রযেছে?
ক. ল+ত
খ. ল+থ
গ. ত+থ
ঘ. থ+ত
২৩.নিচের কোনগুলো পর্তুগীজ শব্দ ?
ক. রিকশা, চিনি
খ. চাহিদা, শিখ
গ. আলমারি, গুদাম
ঘ. জিন্দা, জানোয়ার
২৪। ব্যঞ্জনবর্ণে পূর্ণমাত্রার বর্ণ কয়টি?
ক. ২২ টি
খ. ২৪ টি
গ. ২৬ টি
ঘ. ২৮ টি
২৫. 'রক্ষা' শব্দের সংযুক্ত বর্ণ কোন্ কোন্ বর্ণ নিয়ে গঠিত?
ক. ষ+ঞ
খ. ষ+ন
গ. য+ক
ঘ. ক+ষ
২৬। কোনটি সঠিক ?
ক. মনো + কষ্ট = মনঃকষ্ট খ. প্রাতস +কাল = প্রাত:কাল
গ.শির + পীড়া = শিরঃপীড়া ঘ. তৎ + কর = তস্কর
২৭। ‘অহরহ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. অহ + অহ খ. অহঃ + রহ গ. অহ + অহ ঘ.অহঃ + অহ
২৮। কোন বাংলা শব্দের সন্ধি হয় না ?
ক. বিশেষ্য খ. বিশেষণ গ. ক্রিয়া ঘ. অব্যয়
২৯ । ‘ভয়ার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. ভয় + আর্ত খ. ভয়া+ অর্থ গ. ভুৎ + ঋত ঘ. ভয় + ঋত
৩০ । নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয় ?
ক. গো + অক্ষ= গবাক্ষ খ. কুল + অটা = কুলটা
গ. মার্ত + অণ্ড = মার্তণ্ড ঘ. মনঃ + কষ্ট = মনঃকষ্ট
৩১। ‘বহ্ন্যুৎসব’ শব্দের সন্ধি বিচ্ছেদ
ক. বহ্ন্যু + উৎসব খ. বহ্ন্যুৎ + সব গ. বহ্ন্যু + উৎসব ঘ. বহ্নি + উৎসব
৩২। ‘মনীষা’ শব্দের সন্ধিবিচ্ছেদ
ক. মন + ঈষা খ. মন + ইসা গ.মনস্ + ঈষা ঘ. মনস + ইসা
৩৩। ‘যজ্ঞ’ শব্দের সন্ধিবিচ্ছেদ
ক. যজ + জ্ঞ খ. যজ + ন গ. য + জ্ঞ ঘ. যগ + জ্ঞ
৩৪। ‘সতীশ’ শব্দের সন্ধিবিচ্ছেদ
ক. সতি + ইশ খ. সতীশ + অ গ. সতি + ঈশ ঘ. সতী + ঈশ
৩৫। কোনটি শুদ্ধ ?
ক. মরু + উদ্যান=মরুদ্যান খ. পরি + ইক্ষা= পরীক্ষা
গ. গঙ্গা + ঊর্মি =গঙ্গোর্মি ঘ. প্রতি + ঊষ = প্রত্যূষ্
৩৬। ‘মৃন্ময়’ শব্দের সন্ধিবিচ্ছেদ
ক. মৃৎ + ময় খ. মৃন + ময় গ. মৃত + ময় ঘ. মৃদ + ময়
৩৭। কোনটি শুদ্ধ বানান?
ক. অদ্যপি খ.অদ্যাপি গ. অদ্যপী ঘ. অদ্যপি
৩৮। কোনটি শুদ্ধ বানান?
ক. উপরেউক্ত খ. উপরোক্ত গ. উপর্যুক্ত ঘ. উপরুক্ত
৩৯। কোনটি শুদ্ধ বানান?
ক. ক্ষুৎপীড়িত খ. ক্ষুৎপিড়িত
গ. ক্ষুতপীড়িত ঘ. ক্ষুৎপিড়ীত
৪০। কোনটি শুদ্ধ বানান?
ক. অভ্যন্তরীণ খ. আভ্যন্তর গ. আভ্যন্তরিক ঘ. সবগুলোই
৪১। কোনটি শুদ্ধ বানান?
ক. আদ্যোক্ষর খ. আদ্যাক্ষর গ. আদ্যক্ষর ঘ. আদ্যখর
৪২। কোনটি শুদ্ধ বানান?
ক. নিরপরাধী খ. দারিদ্র্যতা গ স্বার্থকতা ঘ. প্রাণিকুল
৪৩। কোনটি শুদ্ধ বানান?
ক. পর্বতরাজি খ. মেঘপুঞ্জ গ. কুসুমপুঞ্জ ঘ. কবিতাপুঞ্জ
৪৪। কোনটি শুদ্ধ বানান?
ক. স্বায়ত্বশাসন খ. স্বায়ত্তশাসন গ. স্বায়ত্ত্বশাসন ঘ. সায়ত্ত্বশাসন
৪৫। কোনটি শুদ্ধ বানান?
ক. শ্রদ্ধাঞ্জলী খ. সামঞ্জস্যতা গ. ইতোমধ্যে ঘ. সখ্যতা
৪৬। কোন ত্রয়ীর বানান শুদ্ধ ?
ক. বিমর্ষ , মুর্মূষু , সংঘর্ষ খ. সত্তেও , সাত্বিক, সত্ত
খ. বিঘুর্ণন, বিমোষণ , বিমর্দণ ঘ. জায়মান , জম্বুাবান , ভ্রাম্যমান
৪৭। কোন বানানগুচ্ছ শুদ্ধ
ক. অত্যাধিক, ব্যাতিক্রম খ. সখ্যতা , মৌন গ. লাবণ্য , পন্য ঘ. ঘনিষ্ঠ, তিরস্কার
৪৮। সারাজীবনই তুমি ভূতের মজুরী খেটে গেল- এই বাক্যে কীসের অপপ্রয়োগ ঘটেছে?
ক. প্রবাদে খ. বাগধারার ঘ. শব্দের ঘ. বাক্যের
৪৯। তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন । এখানে কীসের অপপ্রয়োগ ঘটেছে?
ক. বাক্যের খ. যথাশব্দের গ. পদের ঘ. সমাসের
৫০। নিচের কোন শব্দ ণ-ত্ব বিধি অনুসরণে ণ এর ব্যবহার হয়েছে?
ক. প্রবণ খ. কল্যাণ গ.নিক্বণ ঘ. বিপণী
৫১. কোনটি নিত্য সমাস??
ক)কলেছাটা
খ)ভবনদী
গ)জয়ধ্বনি
ঘ)জলমাত্র
৫২)নিচের কোনটি নিত্য সমাস??
ক)ভালমন্দ
খ)দেশান্তর
গ)পঞ্চনদ
ঘ)বেয়াদব
৫৩)কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না??
ক)অলুক সমাস
খ)নিত্য সমাস
গ)প্রাদি সমাস
ঘ)উপপদ
৫৪)কোনটি প্রাদিসমাস??
ক)পুরুষসিংহ
খ)কাপুরুষ
গ)হাটবাজার
ঘ)প্রবচন
৫৫)"বাগদত্তা" কোন সমাস??
ক)বহুব্রীহি
খ)তৎপুরুষ
গ)কর্মধারয়
ঘ)অব্যয়ীভাব
৫৬)"চৌচালা" কোন সমাসের উদাহরণ??
ক)বহুব্রীহি
খ)দ্বিগু
গ)তৎপুরুষ
ঘ) কর্মধারয়
৫৭)কোনটি উপমিত কর্মধারয় এর উদাহরণ??
ক)স্নেহনীড়
খ)কুসুমকোমল
গ)করপল্লব
ঘ)ঘনশ্যাম
৫৮)কোনটি বিশেষণ পদ??
ক)এবং
খ)দেখা
গ)নীল
ঘ)দার্শনিক
৫৯)কোনটি বিশেষ্য??
ক)চঞ্চল
খ)চতুর
গ)চালাক
ঘ)চাতুর্য
৬০)"যেমন কর্ম তেমন ফল" বাক্যটি কী??
ক)নির্ধারক সর্বনাম
খ)সাপেক্ষ সর্বনাম
গ)ব্যাতিহারিক সর্বনাম
ঘ)সাকুল্যবাচক সর্বনাম
৬১)" লোকটি দরিদ্র কীন্তু সৎ" এই বাক্যে "কীন্তু" হলো---
ক)বিয়োজক অব্যয়
খ)সংযোজক অব্যয়
গ)সংকোচক অব্যয়
ঘ)বিস্ময়াদিসূচক অব্যয়
৬২) "সে নাকী আসবে না"।। এখানে না অব্যয় কী অর্থে প্রযুক্ত রয়েছে??
ক)অনুমান অর্থে
খ)সম্ভাবনা অর্থে
গ)বিস্ময় অর্থে
ঘ)বিরক্তি অর্থে
৬৩) "মরি মরি! কী সুন্দর প্রভাতের রুপ"--- বাক্যে " মরিমরি " কোন শ্রেণির অব্যয়??
ক)অনন্বয়ী
খ)পদান্বয়ী
গ)সমন্বয়ী
ঘ)অনুকার
৬৪)" ছেলেটি গোল্লায় গেছে"--- এই বাক্যে ক্রিয়াপদ কোন ধরনের??
ক)যৌগিক ক্রিয়া
খ)প্রযোজক ক্রিয়া
গ)দ্বিকর্মক ক্রিয়া
ঘ)মিশ্র ক্রিয়া
৬৫) প্রত্যয়ান্ত শব্দ----
ক)প্রত্যাশা
খ)পাশা
গ)পিপাসা
ঘ)পেশা
৬৬)ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-----
ক)ধাতু প্রত্যয়
খ)শব্দ প্রত্যয়
গ)কৃৎ প্রত্যয়
ঘ)তদ্ধিত প্রত্যয়
৬৭)কোন শব্দটিতে বিদেশি প্রত্যয়ের প্রয়োগ ঘটেছে??
ক)কানকাটা
খ)চালবাজ
গ)দিগগজ
ঘ)বেয়াক্কেল
৬৮)কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ??
ক)মানব
খ)জয়
গ)পানীয়
ঘ)স্মরণীয়
৬৯)কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?
ক)ঢাকা+ই
খ)মিশ+উক
গ)চোর+আ
ঘ)সোনা+আলি
৭০)প্রত্যয় কত প্রকার??
ক)২
খ)৩
গ)৪
ঘ)৫
৭১। ‘অশ্ব দ্রুত চলে’-এ বাক্যে বিধেয়-সম্প্রসারণ ঘটেছে কীভাবে?
ক. বিশেষণ যোগে
খ. ক্রিয়া বিশেষণ যোগে
গ. বিশেষণের বিশেষণ যোগে
ঘ. বিধেয় বিশেষণ যোগে
৭২। কোন বাক্যের মাধুর্য গুণ বাক্যকে কী বৈশিষ্ট্যমণ্ডিত করে?
ক. বাক্যের জটিলতা মুক্ত করে
খ. বাক্যকে সহজ বোধ্য করে তোলে
গ. বাক্যকে হৃদয়গ্রাহী করে তোলে
ঘ. বাক্যকে ভাবভঙ্গিকে বলিষ্ঠ করে তোলে
৭৩। নিচের কোন শব্দগুলো ধ্বন্যাত্মক দ্বিরুক্তির উদাহরণ?
ক. বিন্দু-বিন্দু, ফোঁটা-ফোঁটা, বছর-বছর
খ. ঠং-ঠং, ঝন্-ঝন্, ছল্-ছল্, কল-কল
গ. ভাত-টাত, রস-কষ, হিজি-বিজি, লেন-দেন
ঘ. কাঁচু-মাচু, আই-টাই, নট-খট, উস্-খুস্
৭৪। তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ- এ বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক. বাহুল্য দোষে
খ. গুরুচণ্ডালী দোষে
গ. দুর্বোধ্যতা
ঘ. রীতিসিদ্ধ অর্থবাচকতা
৭৫। গরুর শকট, মড়াদাহ, শবপোড়া- এই শব্দগুলো কোন দোষে দুষ্ট?
ক. বাহুল্য দোষে
খ. গুরুচণ্ডালী দোষে
গ. আকাঙ্ক্ষার প্রয়োগ
ঘ. বাগধারার শব্দ পরিবর্তন
৭৬। অপ্রচলিত ও দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্য কী হারায়?
ক. আসত্তি
খ. রীতিসিদ্ধ
গ. যোগ্যতা
ঘ. অর্থবাচকতা
৭৭। তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগ কোন দোষে দুষ্ট?
ক. গুরুচণ্ডালী দোষে
খ. বাহুল্য দোষে
গ. দুর্বোধ্যতা
ঘ. উপমার ভুল
৭৮। কোন কোন শব্দ বিভক্তি অনুসর্গ ?
ক. প্রথমা ও দ্বিতীয়া
খ. দ্বিতীয়া ও চতুর্থী
গ. তৃতীয়া ও পঞ্চমী
ঘ. ষষ্ঠী ও সপ্তমী
৭৯। বে, নিম, ফি, বদ, বর, -ইত্যাদী কোন ভাষার উপসর্গ ?
ক. আরবি
খ. স্প্যানিশ
গ. ফারসি
ঘ. ল্যাটিন
৮০। 'চিকচিক' করে বালি কোথা নাহি কাদা - বাক্যের ধ্বন্যাত্নক দ্বিরুক্তিটি কোন পদ নির্দেশক করছে ?
ক. বিশেষ্য
খ. বিশেষণ
গ. ক্রিয়া
ঘ. ক্রিয়া - বিশেষণ
৮১। উনা ভাতে দুলা বল, বাক্যের উনা উপসর্গের অর্থ দ্যোতকতা কী ?
ক. বেশী
খ. কম
গ. দ্বিগুণ
ঘ. অর্ধেক
৮২। 'অনু' উপসর্গযুক্ত 'অনুগামী' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. বাহির
খ. পশ্চাৎ
গ. সাদৃশ্য
ঘ. সাথে
৮৩। বিভক্তিযুক্ত পদের দুবার ব্যবহারকে কী বলা হয় ?
ক. ধনাত্নক দ্বিরুক্তি
খ. পদাত্নক দ্বিরুক্তি
গ. ঋণাত্নক দ্বিরুক্তি
ঘ. বিশেষণের দ্বিরুক্তি
৮৪। 'চন্দ্র পৃথিবীর চারিদিকে' বাক্যটিতে কীসের অভাব রয়েছে?
ক. আকাঙ্ক্ষা
খ. আসত্তি
গ. যোগ্যতা
ঘ. কোনটিই নয়
৮৫। নিখুঁত, নিখোঁজ প্রভৃতি শব্দের 'নি' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত ?
ক. উওম
খ. পূর্ণতা
গ. নাই
ঘ. উৎকৃষ্ট
৮৬।ধ্বন্যাত্মক ‘একক’ বা দ্বিরুক্ত উদাহরণ কোনটি?
ক. মর্মর
খ. চিকমিক
গ. চলছল
ঘ. হাপুস-হুপুস
৮৭। কোন চারটি তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রেই রয়েছে?
ক. প্র, পরা, আজ, সা
খ. নির, পরি, আন, সু
গ. আ, নি, বি, সু
ঘ. অতি, অপি, অনা, অ
৮৮। কোনটি সরল বাক্য
ক. যা করবার তা করেছি
খ. তুমি যা বলবে তাই ঠিক
গ. সে পরিশ্রমী বটে, কীন্তু নির্বোধ
ঘ. তুমি অধম বলে আমি উত্তম হবো না কেন?
৮৯। যেমন কাজ করবে তেমন ফল পাবে।”-বাক্যটির সরল রূপ কোনটি?
ক. কাজ অনুযায়ী ফল পাবে
খ. যেমন কর্ম তেমন ফল
গ. ফলেই কর্মের পরিচয়
ঘ. কাজের উপর ফল নির্ভর করে
৯০। শব্দ প্রয়োগকালে যদি তার যোগ্যতা হারায় তবে কোন দোষে দুষ্ট বলা হয়?
ক. বাহুল্য দোষে
খ. বাগধারার রদবদল
গ. গুরুচণ্ডালী দোষে
ঘ. কোনটিই নয়
৯১। ‘প্রতিবাদ’-এর ‘প্রতি’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?
ক. প্রত্যার্পণ
খ. সাদৃশ্য
গ. বিরোধ
ঘ. বিপ্সা
৯২। 'কবি কবি ভাব কীন্তু ছন্দের অভাব, - কবি কবি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. ভাল অর্থে
খ. পুনরাবৃত্তি অর্থে
গ. পৌনঃপুনিকতা অর্থে
ঘ. উপহাস অর্থে
৯৩। যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম- এটি কোন জাতীয় বাক্য?
ক. সরল বাক্য
খ. যৌগিক বাক্য
গ. মৌলিক বাক্য
ঘ. মিশ্র বাক্য
৯৪। ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
ক. নেতিবাচক
খ. বিয়োগান্তক
গ. নঞর্তক
ঘ. অজানা
৯৫। “কে জানত আমার ভাগ্যে এমন হবে”-এই বাক্যটি নিম্নের কোন কালের উদাহরণ?
ক. ঘটমান বর্তমান
খ. সাধারণ বর্তমান
গ. সাধারণ ভবিষ্যৎ
ঘ. কোনটিই না
৯৬। কোন দুটি পদের বচনভেদ হয় ?
ক. বিশেষ্য ও সর্বনাম খ. বিশেষ্য ও বিশেষণ গ. সর্বনাম ও অব্যয় ঘ. ক্রিয়া ও অব্যয়
৯৭। ‘বনে বনে ফুল ফুটেছে’ । এখানে ‘ফুল’ কী?
ক. একবচন খ. বহুবচন গ. একবচন ও বহুবচন দুটোই ঘ. কোনটায় নয়।
৯৮। ‘দোসরা’ তারিখ জ্ঞাপক শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ক. সিংহলি খ. আরবি গ. ফারসি ঘ. হিন্দি
৯৯। কোনটি ক্রমবাচক বা পূরণবাচক সংখ্যা ?
ক. পাঁচই খ. ছয় গ. সপ্তম ঘ. অষ্ট
১০০। ‘সিকি’ কোন ধরনের শব্দ ?
ক. অঙ্কবাচক খ. গণনাবাচক গ. পূরণবাচক ঘ. তারিখবাচক
১০১। বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানে না ?
ক.বিশেষণ খ. অব্যয় গ. সর্বনাম ঘ. বিশেষ্য
১০২। ‘গরীয়ান’ শব্দটি কোন লিঙ্গ ?
ক. স্ত্রী খ. পুং গ. নিত্য ঘ. উভয় লিঙ্গ
১০৩। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয় ?
ক. সতীন খ. দাই গ. এয়ো ঘ. জেনানা
১০৪। নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ নয়?
ক. কবিরাজ খ. ঢাকী গ. স্ত্রৈণ ঘ. কুলটা
১০৫। ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ?
ক. সমার্থে খ. বৃহদার্থে গ. বিপরীতার্থে ঘ.ক্ষুদ্রার্থে
১০৬। নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ ?
ক. স্ত্রৈণ খ. জ্ঞানী গ. সতীন ঘ. সম্রাট
১০৭। নিচের কোনটির লিঙ্গান্তর হয় না ?
ক. ডাক্তার খ. ধোপা গ. কেরানি ঘ. নাপিত
১০৮। গুরু শব্দের স্ত্রী লিঙ্গ কী ?
ক. সারি খ. গুরী গ. গরুমা ঘ. গুর্বী
১০৯। ‘অরণ্য’ এর লিঙ্গান্তর কী ?
ক. আরণ্য খ. অরণী গ. অরণ্য ঘ. অরণ্যানী
১১০। ‘বৃষ্টি’ -এর সন্ধিবিচ্ছেদ
ক. বৃষ + টি খ. বৃশ +টি গ. বৃ+ষ্টি ঘ. বৃষ + তি
১১১। ‘বনস্পতি’ এর সন্ধিবিচ্ছেদ
ক. বন + পতিঃ খ. বন + স্পতি
গ.বন + পতি ঘ. বনঃ + পতি
১১২। ‘প্রত্যুষ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. প্রত্য + উষ খ. প্রত্য + ঊষ গ. প্রতি + উষ ঘ. প্রতি + ঊষ
১১৩। নিচের কোনটি বহুব্রীহি সমাসবদ্ধ পদ ?
ক. জনশ্রুতি খ. অনমনীয় গ. খাসমহল ঘ. তপোবন
১১৪। কোন ব্যাক্যটি শুদ্ধ ?
ক. আপনি স্বপরিবারে আমন্ত্রিত ।
খ. তার কথা শুনে আমি আশ্চর্যানিত্ব হলাম ।
গ. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ ।
ঘ. সেদিন থেকে তিনি আর যায় না ।
১১৫। কোনটিতে সম্ভবতই ণ হয়নি?
ক. গণনা খ. লাবণ্য গ. ত্রিনয়ন ঘ. বাণিজ্য
১১৬। কোনটিতে সম্ভতই ষ হয়েছে?
ক. ভাষা খ. আষাঢ় গ. ঊষা ঘ. সবগুলোই
১১৭। ‘সাৎ’ প্রত্যয় যুক্ত পদে কোনটি হয় না ?
ক. ণ খ. ন গ. স ঘ. ষ
১১৮। যে অনবরত কাঁদছে’- এক কথায় কী হবে ?
ক. বাষ্পায়মান খ. রোরুদ্যমান গ. স্যাসয়মান ঘ. ধূমায়মান
১১৯। ‘যার বাসস্থান নেই’ - এক কথায় কী হবে ?
ক. অনিকেত খ. উদ্বাস্তু গ. অনুজ ঘ. একাহারী
১২০ । যে গাছে ফল ধরে কীন্তু ফুল ধরে না - একথায় কী হবে?
ক. ওষধি খ. ঔষধি গ. আগাছা ঘ. বনস্পতি
১২১।‘কুঞ্জর’ শব্দের কী ?
ক. হরিণ খ. খরগোশ গ. বাঘ ঘ. হাতি
১২২। ‘আগুন’ -এর প্রতিশব্দ নয় কোনটি ?
ক. অনল খ. বহ্নি গ. পাবক ঘ. কর
১২৩। তারিখ লিখতে কোন যদি চিহ্নের ব্যবহার হয় ?
ক. সেমিকোলন খ. কমা গ. দাঁড়ি ঘ. কোলন
১২৪। বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয় ?
ক. ১ বলতে যে সময় লাগে খ. ১ বলার দ্বিগুণ গ. ১সেকেন্ড ঘ.২সেকেন্ড
১২৫। দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে ?/ কোন যতিচিহ্ন বাক্যের মধ্যকার বিরতি-কাল নির্দেশ করে ?
ক. কোলন খ. হাইফেন গ. সেমিকোলন ঘ. কমা
১২৬। নিচের কোনটি ‘সলিল’ শব্দের সমার্থক নয় ?
ক. অংশু খ. অপু গ. নীর ঘ. উদক
১২৭। ‘খপোত’ -এর অর্থ কী ?
ক. পৃথিবী খ. আকাশ গ. দিগন্ত ঘ. পাতাল
১২৮। নিচের কোনটি ‘চন্দ্র’ শব্দের সমার্থক নয় ?
ক. প্রেমাংশু খ. শীতাংশু গ. সুধাংশু ঘ. হিমাংশু
১২৯। নিচের কোনটি কোকিল শব্দের সমার্থক নয় ?
ক. পিক খ. পরভৃত গ.পরপুষ্ট ঘ. পরভৃৎ
১৩০।নিচের কোনটি ‘দ্বিপ’ শব্দের অর্থ কী ?
ক. আলো খ. হাতি গ. জলবে ঘ. বাতি
১৩১। ‘অপসূয়মান’ -এর বিপরীত শব্দ কী ?
ক. উদীয়মান খ. ক্ষয়মান গ. বিলীয়মান ঘ. বিবর্তমান
১৩২। ‘ঐহিক’ এর বিপরীত শব্দ কোনটি?
ক. অবনতি খ. অদৃশ্য গ. অকৃতজ্ঞ ঘ. পারত্রিক
১৩৩। ‘দেউড়ি’ এর বিপরীত শব্দ কোনটি?
ক. বাতায়ন খ. গবাক্ষ গ. অলিন্দ ঘ. খিড়কী
১৩৪। ‘দুদৈব’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
ক. সৌভাগ্য খ. সুলভ গ. দুর্ভাগ্য ঘ. দুর্লভ
১৩৫। ‘উনপাঁজুরে’ বাগধারাটির অর্থ কী ?
ক. সবল পাঁজর খ. দুর্বল গ. নরম পাঁজর ঘ. বলবান
১৩৬। ‘অকালে বাদলা’ বাগধারার অর্থ কী ?
ক. অপ্রত্যাশিত বাধা খ. যা সচরাচর ঘটে না গ. পৌষ- মাঘ মাসের বৃষ্টি ঘ. নিত্যনৈমিত্তিক বিষয়
১৩৭। ‘উজানের কৈ’ বাগধারার অর্থ কী ?
ক. বিরাট আয়োজন খ. সহজলভ্য গ. অপদার্থ ঘ. সামান্য পার্থক্য
১৩৮। নিচের কোন বাগধারা স্বতন্ত্র অর্থ প্রকাশ করে ?
ক. সাতেও না পাঁচে না খ. দা- কুমড়া গ. সাপে -নেউলে ঘ. আদায় - কাঁচকলায়
১৩৯। ‘বক দেখানো’ বাগধারাটির অর্থ কী ?
ক. কথায় পটু খ. অশোভনভাবে বিদ্রুপ করা গ. পড়ুয়া ঘ. মতিচ্ছন হওয়া
১৪০। ‘মাছরাঙার কলঙ্ক’ বাগধারাটির অর্থ কী ?
ক. গোপনে অপরাধ করা খ. অনেক অপরাধীর মধ্যে একজনকে দায়ী করা
গ. ডুবে ডুবে জল খাওয়া ঘ. প্রাণী হত্যাই যার বাঁচার অবলম্বন
১৪১। Verdict অর্থ কী ?
ক. শপথ খ. আইনের খসড়া গ. রায় ঘ. ডিক্রির বিধি
১৪২। Domicile অর্থ কী ?
ক. বিদেশি খ. অস্থায়ী নিবাস গ. স্থায়ী নিবাস ঘ. কোনোটিই নয় ।
১৪৩। Barter অর্থ কী ?
ক.মাখন খ.ঘি গ. বিনিময় ঘ. গ্রহণ
১৪৪। Brochure অর্থ কী ?
ক. গ্রন্থাবলি খ. গ্রন্থের সংযোজন গ. পুস্তক ঘ. পুস্তিকা
১৪৫। Excise duty অর্থ কী ?
ক. আবগারি শুল্ক খ. প্রত্যক্ষ শুল্ক গ. প্রধান কর্তব্য ঘ. শুল্ক
১৪৬।কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক. পরাকাষ্ঠ খ. অভিব্যক্তি গ. পরিশ্রান্ত ঘ. অনাবৃষ্টি
১৪৭। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ?
ক. ভ খ. ঠ গ. ফ ঘ. চ
১৪৮। Semantics বলতে বোঝায়
ক, অর্থতত্ত্ব
খ, বাক্যতত্ব
গ. অভিধানতত্ত্ব
ঘ. শব্দতত্ত্ব
১৪৯। ‘ এ মাটি সোনার বাড়া’ -এখানে ‘সোনা’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. উপাদানবাচক বিশেষণ খ. রূপবাচক বিশেষণ
গ. বিধেয় বিশেষণ ঘ. বিশেষণের আতিশায়ন
১৫০। ‘যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম’- এটি কোন জাতীয় বাক্য?
ক. সরল বাক্য খ. যৌগিক বাক্য গ. মৌলিক বাক্য ঘ. মিশ্র বাক্য
পরীক্ষক :
১। নিলয় সেন গুপ্ত
২। আসিক রহমান
৩। সুজন আহমেদ
৪। আসিফ ইসলাম
৫। ফারুক হোসেন
৬। জাকির হোসেন