বিসিএস প্রিলি প্রস্তুতি
ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর । এখান ৩৭ প্রিলিতে ১টা হলেও কমন পাবেন ইনশাল্লাহ।
.
১.বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি এবং কী কী?
উঃ৮টি। যথাঃ(১)পৃথিবী (২)বুধ (৩)শুক্র (৪)মঙ্গল
(৫)বৃহস্পতি (৬)শনি (৭)ইউরেনাস (৮)নেপচুন।
.
২ সম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারায়?
উঃ প্লুটো (২৪আগস্ট, ২০০৬সালে)।
৩.সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি?
উঃ প্লুটো।
৪.সবুজ গ্রহ কাকে বলা হয়?
উঃ ইউরেনাসকে।
৫. লাল গ্রহ কাকে বলা হয়?
মঙ্গল
৬.শান্ত সাগর কোথায় অবস্থিত?
উঃ চাঁদে।
.৭.সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর কত গুণ?
উঃ ২৮ গুণ।
৮..পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে?
উঃ ছয় ভাগের এক ভাগ। ভর ৫০ ভাগের এক ভাগ।
৯.পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে কত সময় লাগে?
উঃ সাড়ে ২৯ দিন।
১০..কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়?
উঃ চাঁদ ও পৃথিবীর আকর্ষণে।
১১.সবচেয়ে বড় নক্ষত্রের নাম কী?
উঃ মিউ সাকাই।
১২.সবচেয়ে ভারি নক্ষত্রের নাম কী?
উঃ ইটা ক্যারিনি।
১৩.আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
উঃ লুব্ধক।
১৪.সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
উঃ পিস্টল স্টার।
১৫.সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়?
উঃ দুবার।
১৬.মঙ্গলের উপগ্রহ কয়টি ?
= ২টি । ডিমোস ও ফিবোস ।
১৭।সূর্য থেকে পৃথিবীর দূরত্ব
- ১৫ কোটি কিলোমিটার
১৮।সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময়
লাগে-৮মিনিট ১৯সেকেন্ড / ৮ মিনিট ২০সেকেন্ড / ৫০০ সেকেন্ড।
১৯.পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কী?
উঃ চাঁদ।
২০.সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি?
উঃ বৃহস্পতি।
২১.প্রশ্নঃ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
উঃ বুধ।
২২.প্রশ্নঃ সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি?
উঃ বুধ।
২৩.প্রশ্নঃ সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
উঃ বুধ।
২৪.প্রশ্নঃ পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উঃ শুক্র।
২৫।সূর্যের নিকটতম নক্ষত্র
- Proxima Centuri
২৬।গ্যালাক্সির ক্ষুদ্র অংশ
- ছায়াপথ
২৭.।রাতের অন্ধকারে আকাশে উত্তর-দক্ষিণে উজ্জ্বল দীপ্ত দীর্ঘপথ-
ছায়াপথ
২৮।নীহারিকা
- স্বল্পালোকিত তারকারাজি
২৯।ছায়াপথ অবস্থান করে
- নীহারিকার সমতলে
৩০.সর্বপ্রথম হ্যালি ধূমকেতু দেখা যায় কত সালে?
উঃ ১৭৫৯ সালে।
৩১।হ্যালির ধূমকেতু দেখা যায়
- ১৭৫৯,১৮৩৫,১৯১০ ও ১৯৮৬
সালে
.৩২.কত বছর পর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে?
উঃ ৭৬ বছর।
৩৩।উপগ্রহ সবচেয়ে বেশি
- বৃহষ্পতির (৬৩টি) (উইকিপিডিয়া )
৩৪।শনির উপগ্রহ
-৬০টি । প্রধান > টাইটান ও এনসেল্যাডাস ।
৩৫।সূর্যের কেন্দ্রে তাপমাত্রা কত?
- ১৫ কোটি ডিগ্রি সেলসিয়াস
৩৬।বলয় আছে কোন গ্রহের ?
- শনি গ্রহে
৩৭।ইউরেনাসের উপগ্রহ আছে কয়টি ?
- ২৭টি
৩৮ সূর্য্যের চারপাশে ঘুরে আসতে পৃথিবীব সময় লাগে
– ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট। এইজন্য চার বছর পর ফেব্রুয়ারী মাস ২৯ দিনে হয় বা অধিবর্ষ হয় ।
৩৯..কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট থাকে?
উঃ ২১ জুন।
৪০.কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে?
উঃ ২২ ডিসেম্বর।
৪১ পৃথিবীর সর্বোত্র দিন রাত সমান
- ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর ।
৪৩ পৃথিবীর উষ্ণতম স্থান
– আজিজিয়া
৪৪. পৃথিবীর শীতলতম স্থান
– ভোস্টক (রাশিয়া) ।
.
৪৫ গ্রীনিচ সময় থেকে বাংলাদেশের সময়
=৬ ঘন্টা আগে ।
.
৪৬. পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখা
- মেরু রেখা । মেরু রেখার উত্তর প্রন্তকে সুমেরু ও দক্ষিণ মেরুকে কুমেরু বলে ।
.
৪৭.দুই মেরু থেকে সমান দুরুত্বে পূর্ব-পশ্চিম পৃথিবীকে আবর্তনকারী রেখা
– নিরক্ষরেখা।
.
৪৮. ৯০ পূর্ব দ্রাঘিমা রেখাকে বলে
– কর্কটক্রান্তি রেখা ।
.
৪৯. কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের কোন কোন অঞ্চল দিয়ে গেছে?
=কুমিল্লা, মাগুরা ও ঝিনাইদহের উপর দিয়ে
.
৫০ সূর্য্যগ্রহণের সময় চন্দ্র থাকে
- পৃথিবী ও সূর্য্যের মাঝখানে । ( অমাবস্যা তিথিতে )
.
৫১, চন্দ্রগ্রহণে পৃথিবী থাকে
– সূর্য্য ও চন্দ্রের মাঝখানে ।)পূর্ণিমা তিথিতে
.
৫২. জোয়ার ভাটার তেজকটাল হয় কখন ?
– অমাবস্যায় ।
.
৫৩. জোয়ার ভাটার মরাকাটাল হয় কখন ?
– পূর্ণিমায় ।
.
.
৫৩.কোথায় মধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশী ?
- ভূ-পৃষ্ঠে
.
৫৪. গ্যালিলও একটি
– কৃত্রিম উপগ্রহ । (গ্যালিলিও’ হলো পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।
.
৫৫ ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে
– ছায়াবৃত্ত ।
.
৫৬. সমুদ্র পৃষ্ঠের স্বাভাবিক চাপ
– ৭৬০ মি.মি. বা ৭৬ সে.মি ।
৫৭. ভূ-ত্বকের গভীরতা প্রায়
– ১৬ কি.মি. ।
৫৮ আটলান্টিক মহাসাগর ও ভূ-মধ্যসাগরের মধ্যে অবস্থিত
– জিব্রাল্টার প্রণালী ।
.
৫৯. পৃথিবীর ভূ-পৃষ্ঠের উপর দিয়ে উত্তর-দক্ষিণ মেরুকে সংযোগকারী রেখা
– দ্রাঘিমা রেখা ।
.
৬০. লন্ডনের গ্রীনিচ মান মন্দিরের উরপ দিয়ে গমনকারী দ্রাঘিমা রেখা
– মূল মধ্যরেখা।
.
৬১. মূল মধ্যরেখা হতে ১৮০ পূর্বে বা পশ্চিমে অবস্থিত দ্রাঘিমা রেখা
– আন্তর্জাতিক তারিখ রেখা ।( এই রেখা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গেছে। এটি অতিক্রম করলে দিন/রাত বা বার পরিবর্তন হয়।
.
৬২. নিরক্ষরেখা হতে উত্তরে বা দক্ষিণে অবস্থিত কোন বিন্দুর কৌণিক দূরত্ব হলো
– অক্ষাংশ ।
.
৬৩. মূল মধ্যরেখা হতে পূর্ব বা পশ্চিমে অবস্থিত কোন বিন্দুর কৌণিক দূরুত্ব হলো
– দ্রাঘিমাংশ ।
.
৬৪. বায়ু মন্ডলে সর্বাধিক পাওয়া যায়
– নাইট্রোজেন ।
.
৬৫. নিরক্ষীয় অঞ্চলের পানি
– উষ্ণ ও হালকা ।
.
৬৬. বেতার তরঙ্গ প্রতিফলিত হয়
– আয়নমন্ডলে ।
.
.
৬৭. দ্রাঘিমার পার্থক্য ১০ ডিগ্রী হলে সময়ের পার্থক্য হয়
– ৪ মিনিট ।
.
.
৬৮.সমুদ্রে জাহাজের অবস্থান নির্ণয় করা হয়
– ক্রোনোমিটারের সাহায্যে ।
৬৯..সূর্যের উন্নতি কোণ মাপার যন্ত্র কোনটি ?
-সেক্সট্যান্ট
৭০.আগ্নেয়শীলা কী ধরণের শীলা ?
==প্রাথমিক শীলা –
.
৭১. মার্বেল গ্রাফাইট কী ধরণের শীলা ?
– রুপান্তরিত শীলা ।
.
===============
সম্প্রতি আঘাত হানা বড় বড় ঘূর্ণিঝড় সমূহ ।
================================
1) সুনামি - 26 ডিসেম্বর 2004
2) সিডর - 15 নভেম্বর 2007
3) নার্গিস - 02 মে 2008
4) রেশমি - 26 অক্টোবর 2008
5) বিজলী - 17 এপ্রিল 2009
6) আইলা - 25 মে 2009
7) মহাসেন - 16 মে 2013
8) হাইয়ান - 08 নভেম্বর 2013
9)কোমেন-30 জুলাই 2015
10) রোয়ানু - 21মে 2016