০১| ১৫ আগস্ট ২০১৯ জাতিসংঘ সদর দপ্তরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে "Friend of the world বা বিশ্ব বন্ধু" হিসেবে আখ্যা দেন কে?
®__আনোয়ারুল করিম চৌধুরী
০২| মুক্তিযুদ্ধে নির্যাতিত এখন পর্যন্ত কতজন নারীকে "বীরাঙ্গনার"খেতাব দেয়া হয়?
®__৩২২ জনকে(২৯ জুলাই ২০১৯)
০৩| বর্তমানে দেশে স্থলবন্দর কতটি?
®__২৪টি(২৪তম ভোলাগঞ্জ)
(সিলেট জেলায় ৩টি স্থলবন্দর আছে)
০৪| ২২ আগস্ট ২০১৯ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া তৃতীয় ড্রিমলাইনারের নাম কী?
®__গাঙচিল
০৫| বৈশ্বিক রপ্তানি ও আমদানিতে বাংলাদেশ কততম?
®__রপ্তানিতে ৪২ ও আমদানিতে ৩০তম(বৈশ্বিক উদ্ভাবনী সূচকে ১১৬)
০৬| বর্তমানে কনটেইনার পরিবহনের সক্ষমতার দিক দিয়ে "চট্টগ্রাম বন্দরের"অবস্থান বিশ্বে কততম?
®__৬৪তম
০৭| বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চাল কোনটি?
®__আমাজন
(পৃথিবীর ফুসফুস বলা হয়।পৃথিবীর মোট অক্সিজেনের ২০% পাওয়া যায়। বাংলাদেশের ফুসফুস বলা হয় সমুদ্রকে)
০৮| "জম্মু ও কাশ্মীর"রাজ্য পুনর্গঠন আইন-২০১৯ কবে কার্যক্রর হবে?
®__৩১ অক্টোবর ২০১৯
(জম্মু ও কাশ্মীর এবং নাদাখ' দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়)
০৯| "জম্মু ও কাশ্মীরেরর" বিধানসভার সদস্য সংখ্যা কত হবে?
®__১০৭ জন।
(৩১ অক্টোবর ২০১৯ জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা হারাবে)
১০| জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ(NSDA) গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন কে?
®__প্রধানমন্ত্রী
(প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রণালয়ের অধীন)
১১| বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কতটি বাণিজ্যিক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্স পেয়েছে?
®__২১টি
(মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে ১৯টি)
১২| জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কে?
®__রাসেল ডমিঙ্গো;দক্ষিণ আফ্রিকা
১৩| মোংলা বন্দরের পূর্ব নাম কী?
®__চালনা বন্দর
১৪| ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা কোনটি?
®__চাকমা ভাষা
১৫| বিশ্বের প্রথম দেশ হিসেবে ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় কোন দেশ?
®__তাইওয়ান
®__নোট রমজান
১৬| কোন দেশে"তিন তালাক" নিষিদ্ধ?
®__ভারতে
১৭| ৩১ অক্টোবর ২০১৯ এর পরে ভারতের রাজ্য সংখ্যা হবে?
®__২৮টি
(কেন্দ্রশাসিত অঞ্চল ৯টি)
১৮| বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
®__চীন
(আমদানিতে যুক্তরাষ্ট্র)
১৯| বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
®__যুক্তরাষ্ট্র
২০| বস্ত্র আমদানিতে বাংলাদেশ কততম?
®__চতুর্থ
ধন্যবাদ সবাইকে!!!
সৌজন্য : রমজান আলী
Home »
৩. বাংলাদেশ বিষয়াবলি
,
৪. আন্তর্জাতিক বিষয়াবলি
» সাম্প্রতিক তথ্য
সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স
সাম্প্রতিক তথ্য সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স
By ─────────────── সেপ্টেম্বর ০৫, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................