টেকনিকে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মনে রাখুন
★কাব্যঃসাম্যবাদী ও সর্বহারা
সঞ্চিতা সন্ধ্যায় চক্রবাক নতুন চাঁদ দেখে ছায়ানটে অগ্নিবীণা ও বিষের বাশী শুনে শেষ সওগাতে মনের জিঞ্জির ভেঙ্গে সিন্ধু হিল্লোল হয়ে মরুভাস্করে হারিয়ে যায়।
এখানে কাব্য গুলো হলো
সাম্যবাদী
সর্বহারা
সঞ্চিতা
সন্ধ্যা
চক্রবাক
নতুন চাঁদ
ছায়ানট
অগ্নিবীণা
বিষের বাশী
শেষ সওগাত
জিঞ্জির
সিন্ধু-হিল্লোল
মরুভাস্কর
★নাটকঃআলেয়া ও মধুবালা
ঝিলিমিলি শাড়ি পড়ে নির্ঝর ও সাত
ভাই চম্পাকে নিয়ে পুতুলের বিয়েতে
যায়।
এখানে নাটক গুলো হলো
আলেয়া
মধুবালা
ঝিলিমিলি শাড়ি
নির্ঝর
সাত ভাই চম্পা
পুতুলের বিয়ে
★পত্রিকাঃধুলাগন
ধু - ধুমকেতু
লা - লাঙ্গল
গ - গণবাণী
ন - নবযুগ
★উপন্যাসঃ বাকু মৃত্যু
বাধনহারা
কুহেলিকা
মৃত্যুক্ষুধায়
।
★গল্পঃশিউলিমালা রিক্তের বেদনে ব্যথার দান করতে চায়।
এখানে গল্প গুলো হলো
শিউলিমালা
রিক্তের বেদন
ব্যথার দান