বিসিএস ভাইভা প্রস্তুতি
#মুক্তিযুদ্ধ
পাকিস্তানের আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন জেনারেল ওসমানী ছিলেন না? তিনি কি ইচ্ছে করে সেই অনুষ্ঠানে যোগ দেননি নাকি দিতে পারেননি?
আসুন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র, ভলিউম-১৫, পেজঃ ১৭-২৪ থেকে মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড, আব্দুল করিম খন্দকার (এয়ার ভাইস মার্শাল, অবসরপ্রাপ্ত)- এর সাক্ষাতকার থেকে এর উত্তর জেনে নেই।
.
১৬ ই ডিসেম্বরের সকাল বেলা । পাক-বাহিনীর আত্নসমর্পণের সিদ্ধান্তের কথা ইতিমধ্যে এসে গেছে । এমন সময় খবর পেলাম বাংলাদেশ সরকারের পূর্ণ কেবিনেটের বসেছে এবং আমাকে ওখানে জরুরী কোন বিষয়ে আলোচনার জন্য খোঁজ করা হচ্ছে । কর্নেল ওসমানী তখন সীমান্তের অগ্রবর্তী এলাকা পরিদর্শনের জন্য সিলেটে ছিলেন । সুতরাং সেই অল্প সময়ে তার সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়ে ওঠেনি ।
.
আমাকে প্রধানমন্ত্রী তাজউদ্দিন জানালেন, যে বিকেলে ঢাকায় পাকবাহিনী আনুষ্ঠানিকভাবে আত্নসমর্পণ করবে এবং কর্নেল ওসমানীর অনুপস্থিতিতে বাংলাদেশ মুক্তিবাহিনীর সবচেয়ে সিনিয়র অফিসার হওয়ায় উক্ত অনুষ্ঠানে আমাকে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে হবে । তদনুসারে জেনারেল অরোরার সঙ্গে বিমানে আগরতলা , এবং ওখান থেকে হেলিকাপ্টারে ঢাকা এসে পৌঁছালাম । জেনারেল অরোরা ছিলেন সম্মিলিত বাহিনীর কমাণ্ডার।
আত্নসমর্পণের দলিলে কেবলমাত্র দুই জনের স্বাক্ষর দানের ব্যবস্থা ছিল- একজন পাক বাহিনীর পূর্বাঞ্চলীয় এলাকার প্রধান এবং অন্যজন ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর অধিনায়ক।
.
অনুষ্ঠানে পাক-বাহিনী প্রধান বিষন্ন, ভগ্নপ্রায় ও অশ্রুসিক্ত জেনারেল নিয়াজীকে দেখলাম। যথাসময়ে উভয় পক্ষের স্বাক্ষর হয়ে গেল । চূড়ান্ত বিজয়ের মাধ্যমে সমাপ্তি ঘটলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের।
২/মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের কয়েকটি মুক্তাঞ্চলের নাম বলুন।
উত্তর-
-তেতুলিয়া, পঞ্চগড়,
-মুজিবনগর, মেহেরপুর (কুষ্টিয়া)
- রৌমারি, কুড়িগ্রাম
- ফুলবাড়ি, কুড়িগ্রাম
- জকিগঞ্জ, সিলেট
৩,স্পিকার এর পেছনে যে গার্ড থাকে তাদের স্পেসিফিকালি কি বাহিনী / নামে ডাকা হয়?
সার্জেন্ট এ্যাট আর্মস।
৪।জাতির জনক আওয়ামী লীগের
১ যুগ্ম সাধারণ সম্পাদক হন ১৯৪৯
২ সাধারণ সম্পাদক হন ১৯৫৩
৩ সভাপতি হন ১৯৬৬
জাতির জনক শেখ মুজিবুর রহমান
১ বিয়ে করেন ১৯৩৩
২ বেরিবেরি রোগে আক্রান্ত হন ১৯৩৪
৩ গ্লোকমা রোগে আক্রান্ত হন ১৯৩৬
৪ প্রথম চশমা ব্যবহার করেন ১৯৩৬
৫ প্রথম জেলে যান ১৯৩৮
৬ রাজনীতি শুরু করেন ১৯৩৯
৭ গ্রেপ্তার হন ২২ বার
৮ জেল খাটেন ৪৬৮২ দিন
৯ অস্থায়ি সংবিধান আদেশ জারি করেন ১৯৭২ সালের ১১ জানুয়ারি
১০ জুলিও কুরি পুরস্কার পান ১৯৭২ সালে, গ্রহণ করেন ১৯৭৩ সালে