বিসিএস প্রিলি প্রস্তুতি
আন্তর্জাতিক বিষয়াবলীঃ
★ WRI (World Resource Institute) ১৯৮২ সালে ওয়াশিংটন ডিসি তে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক পরিবেশবাদী একটি সংস্থা। WRI ২০০০ সালে Global Forest Watch নামে বন পর্যবেক্ষণের অনলাইন নেটওয়ার্ক গড়ে তুলে।
★ সল্প আয়ের দেশসমূহে সাহায্য করতে ২০০৪ সালে যুক্তরাষ্ট্র - Millennium Challenge Account প্রতিষ্ঠা করে। United Nations এ কার্যক্রম পরিচালনায় দরকারি অর্থের ২২% দেয় দেশটি।
★AFP (Associated France Presse) ১৮৩৫ সালে চার্লস লুইস হাভাস প্রতিষ্ঠিত পৃথিবীর সবচেয়ে পুরনো সংবাদ সংস্থা।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা Reuters ১৮৫১ সালে প্রতিষ্ঠিত হয় পল জুলিয়াস রয়টার্স কতৃক।
পৃথিবীতে সবচেয়ে বেশি পত্রিকা পড়া হয় ভারতে।
★ আন্তর্জাতিক আদালত (International Court of Justice) এ প্রথম মামলায় জড়ানো দেশ যুক্তরাজ্য ও আলবেনিয়া।
★ ১ম ধরিত্রী সম্মেলন হয় ব্রাজিলের রিও ডি জেনিরিও শহরে।
২য় ধরিত্রী সম্মেলন (রিও+১০) ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে, এবং
৩য় ধরিত্রী সম্মেলন (রিও+২০) ২০১২ সালে পুনরায় রিও ডি জেনিরিও তে হয়ছে।
★ ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে
সুইজারল্যান্ড ও নরওয়ে European Union, এবং
অষ্ট্রিয়া NATO (North Atlantic Treaty Organization, Established- 1949) সদস্য নয়।
★ EU তে ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি, ১৯৯৯ সালে, একক মুদ্রা হিসেবে ১ জানুয়ারি, ২০০২ সালে।
মুদ্রাটির জনক রবার্ট মুন্ডেল। ইউরো স্টার ইউরোপের আন্তঃদেশীয় রেলওয়ে।
★ কার্বন ডাই অক্সাইড উৎপাদনে সবচেয়ে বেশি অবদান রাখে দুরপ্রাচ্যের চীন (২৭%)!
আর গ্রিনহাউজ প্রভাবে সবচেয়ে বেশি অবদান কার্বনের (৪৯%)।।
সৌজন্য : মাহমুদুল হাসান
Home »
৪. আন্তর্জাতিক বিষয়াবলি
» বিসিএস প্রিলি প্রস্তুতি
আন্তর্জাতিক বিষয়াবলী
বিসিএস প্রিলি প্রস্তুতি আন্তর্জাতিক বিষয়াবলী
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................