বিসিএস ভাইভা প্রস্তুতি
পুলিশ যাদের প্রথম চয়েস তারা পড়ুন, বেশ কয়েকটা প্রশ্ন কমন পাবেন
প্রশ্ন: বাংলাদেশ পুলিশের মূলনীতি কি?
উত্তর: শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি
প্রশ্ন: বাংলাদেশ পুলিশের প্রশাসনিক অঞ্চলগুলো কি কি?
উত্তর:
# রেঞ্জ [ প্রধান-ডিআইজি]
# জেলা [ প্রধান- এসপি]
# সার্কেল [ প্রধান- এএসপি]
# থানা [ প্রধান- ওসি]
.
প্রশ্নঃ বাংলাদেশে "ক্রিমিনলজি অ্যান্ড পুলিশ সায়েন্স" সাবজেক্টটি কোন বিশবিদ্যালয়ে পড়ান হয়?
উত্তরঃ বাংলাদেশে একমাত্র মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে
.
প্রশ্নঃ পুলিশ ভাইভাতে প্রশ্ন করা হয় 'যখন পুলিশ ছিলাম' বইটি কার?
.
এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ লেখক ধীরাজ ভট্টাচার্য। 'যখন পুলিশ ছিলাম' গ্রন্থেই মাথিনের সাথে প্রেমের বিস্তারিত ঘটনাবলী বর্ণনা করা আছে। ধীরাজ ভট্টাচার্যের পৈত্রিক বাড়ি যশোরে। বসবাস করতেন কোলকাতায়। কাজ করতেন পুলিশের গোয়েন্দা বিভাগে।
তার আরেকটি বই 'যখন নায়ক ছিলাম' খুবই বিখ্যাত।
পুলিশ ও ম্যাজিস্ট্রেটের তফাৎ কি?
=*পুলিশ:
১/পুলিশের কাজ হল আইন শৃঙ্খলা বজায় রাখা
২/পুলিশ ম্যাজিস্ট্রেটকে কোনো নির্দেশ দিতে পারেনা
*ম্যাজিস্ট্রেট:
১/ ম্যাজিস্ট্রেটের কাজ বিচার ও প্রশাসন সংক্রান্ত
২/ম্যাজিস্ট্রেট পুলিশকে আসামী ধরার নির্দেশ দিতে পারে
What is the differences of rules,law,act,regulation and ordinance????
Rules: A set of standardized activities which may be government, Book, Environment.
Law: A set of guidelines which come from rules that must be enacted by legislative body.
Regulation: A detailed statement, supported policy for making it evidence.
Oridance: when there is absence of constitution and other fram and superior authority enforce something is called. Example: Bangladesh Bank President Order, 1972
1. মুজিবনগর সরকারের পুলিশের আইজিপি কে ছিলেন?
উত্তরঃ এ. খালেক
2..৫৪ ধারা কি?
উঃ বিনা ওয়ারেন্টে পুলিশ এর গ্রেপ্তার করার ক্ষমতা।
3.১৪৪ ধারা কি?
উঃ মানুষের চলাচল,আচরন এবং কর্মকাণ্ডের উপর বিধি নিষেধ বা নিয়ন্ত্রণ। যেমন ৫জনের জনসমাবেশ একত্রে নিষেধ
4.৪২০ ধারা কি?
উঃ বাংলাদেশ দণ্ড বিধির একটি ধারা।যেখানে প্রতারনার শাস্তির বিধান আছে।
#পুলিশের মুক্তিযুদ্ধ যাদুঘরটি কোথায় ?
উঃ . বিজয়ের ৪১ বছর পর পুলিশ বাহিনীর বীরত্বের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি পুলিশ বাহিনীর মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ যাদুঘর’ স্থাপনের উদ্যোগ নেন পুলিশ কর্মকর্তারা।
বর্তমানে রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের একটি কক্ষে এর কার্যক্রম চলছে।
#মুক্তিযুদ্ধের সময় পুলিশের আইজিপি কে ছিলেন ?
উঃ স্বাধীনতা যুদ্ধের সময় পুলিশ বাহিনীর আইজিপি ও স্বরাষ্ট্র সচিবের দায়িত্বপালন করেন ডিআইজি আব্দুল খালেক।
#নো ম্যানস ল্যান্ড কি ?
উঃ ২টি দেশের সীমান্তবর্তী এলাকার মাঝখানে এমন একটি যায়গা থাকে যেখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ,দুই দেশের মাঝে বিদ্যমান সেই ভূখণ্ডকে নো ম্যানস ল্যান্ড বলে ।
#“সংবাদপত্রে মুক্তিযুদ্ধের বিরোধীতাঃ একাত্তরের জবান জুলুম ষড়যন্ত্র চিত্র “বইটির প্রকাশনার নাম কি ?
উঃ “সংবাদপত্রে মুক্তিযুদ্ধের বিরোধীতাঃ একাত্তরের জবান জুলুম ষড়যন্ত্র চিত্র “বইটি প্রকাশ করে বাংলাদেশ প্রেস ইন্সটিউট (PIB)
/
১.পুলিশ শব্দের অর্থ কি?
--- Police পর্তুগিজ শব্দ। শব্দটি Noun হলে এর অর্থ হয় শৃঙ্খলা,শান্তি ও আইন রক্ষা করার ব্যবস্থা।অথবা Police বলতে বুঝায় এমন একটি প্রতিস্থানের সদস্য,যাদের দায়িত্ব হচ্ছে দুর্নীতি দমন ও প্রতিহত করা এবং শৃঙ্খলা বজায় রাখা।শব্দটি Verb হলে তখন তার অর্থ দাড়ায় পুলিশ বা তৎসমতুল্য দ্বারা কোন স্থানে শৃঙ্খলা বজায় রাখা।
২.'যখন পুলিশ ছিলাম' বইটি কার?
এটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ লেখক ধীরাজ ভট্টাচার্য। 'যখন পুলিশ ছিলাম' গ্রন্থেই মাথিনের সাথে প্রেমের বিস্তারিত ঘটনাবলী বর্ণনা করা আছে। ধীরাজ ভট্টাচার্যের পৈত্রিক বাড়ি যশোরে। বসবাস করতেন কোলকাতায়। কাজ করতেন পুলিশের গোয়েন্দা বিভাগে।
তার আরেকটি বই 'যখন নায়ক ছিলাম' খুবই বিখ্যাত।
৩. "ক্রিমিনলজি অ্যান্ড পুলিশ সায়েন্স" সাবজেক্টটি কোন বিশবিদ্যালয়ে পড়ান হয়?
উত্তরঃ বাংলাদেশে একমাত্র মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে
৪. ১৪৪ ধারা কে জারি করতে পারেন?
উত্তরঃ মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার এবং অন্যান্য এলাকায় ম্যাজিস্ট্রেটে ১৪৪ ধারা জারি করতে পারেন।
৫.বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি?
উত্তরঃ ময়মনসিংহের ভালুকা
৬. পুলিশ বাইবেল বলতে কি বুঝায়?
উত্তরঃPRB = Police Regulation of Bengal কে পুলিশ বাইবেল হিসেবে অভিহিত করা হয়।
৭.উপমহাদেশে পুলিশ সার্ভিস ব্যবস্থা চালু করেন কে?
উত্তরঃ লর্ড ক্যানিং
▓আন্তর্জাতিক পুলিশ সংস্থা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার নাম কি?
উঃ International Criminal Police Review
▓পুলিশের বিভাগীয় প্রধানকে কি বলে?
উঃ ডি আই জি
▓দেশে অনলাইনে জিডি(General Diary-GD) কার্যক্রম শুরু হয় : ৫ মার্চ ২০১০।
১। বাংলাদেশ পুলিশের কোন পদের কোন ব্যাচ নেই?
উঃ কনস্টেবল
২। ওয়াকি-টকি বানান করুন
উঃ Walkie-Talkie
৩। সারদা পুলিশ একাডেমী কোন নদীর তীরে অবস্থিত?
উঃ পদ্মা
1. Cr.Pc কি?
উত্তরঃ Code of Criminal Procedure
2. PRB কত সালে গৃহীত হয়?
উত্তরঃ ১৮৬০
3. বাংলাদেশের প্রথম আইজির নাম কি?
উত্তরঃ এম এ খালেক
.১।প্রশ্নঃ ১৪৪ ধারা কে জারি করতে পারেন?
উত্তরঃ মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার এবং অন্যান্য এলাকায় ম্যাজিস্ট্রেটে ১৪৪ ধারা জারি করতে পারেন।
২।প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি?
উত্তরঃ ময়মনসিংহের ভালুকা
৩।প্রশ্নঃ পুলিশ বাইবেল বলতে কি বুঝেন?
উত্তরঃPRB = Police Regulation of Bengal কে পুলিশ বাইবেল হিসেবে অভিহিত করা হয়।
Q.দক্ষিণ এশিয়ার প্রথম পুলিশ স্টাফ কলেজ কোনটি?
উঃ মিরপুর পুলিশ স্টাফ কলেজ
Q.বাংলাদেশে নৌ পুলিশের সদর দপ্তর কোথায়?
উঃবরিশাল
Q.প্রথম মডেল থানা কোনটি?
উঃ ময়মনসিংহের ভালুকা
PRB=Police Regulation of Bengal
DGFI=Director General of Forces Intelligence
CrPc=Code of Criminal Procedure
FIR=First Information Report
বিনা পরোয়ানায় গ্রেফতারের বিষয় সমূহ।
ফৌজদারী কার্যবিধি আইনের ৫৪
ধারা মোতাবেক নিম্নলিখিত পরিস্থিতিতে পুলিশ কোন ব্যাক্তিকে বিনা পরোয়ানায়
গ্রেফতার পারেন-
১. কোন আমলযোগ্য অপরাধের সহিত জড়িত ব্যাক্তিকে, যার বিরুদ্ধ
অভিযোগ আছে।
২. আইনসংগত কারন ব্যতীত যার নিকট ঘর ধবংস করার হাতিয়ার পাওয়া যাবে।
৩. যাকে সরকার অপরাধী বলে ঘোষনা করা হইসে।
৪. যার নিকট চোরাই মাল পাওয়া যাবে।
৫. পুলিশ সদস্যদের কাজে বাধা প্রদানকারি ব্যাক্তি অথবা, যে ব্যাক্তি আইনসংগত হেফাজত থেকে পলায়ন করেছে তাকে।
৬. সামরিক বাহিনী থেকে পলায়নকারী ব্যাক্তিকে।
৭.বাংলাদেশে করা হলে শাস্তিযোগ্য অপরাধ হত, বাংলাদেশের বাইরে এরুপ
অপরাধ করলে উক্ত ব্যাক্তিকে।
৮. কোন মুক্তিপ্রাপ্ত আসামী যে ফোজদারী কার্যবিধি আইনের ৬৫৬ ধারা (৩)
উপধারানুসারে নিয়ম লংঘন করে ।
৯. যাকে গ্রেফতারের জন্য অন্য পুলিশ অফিসারের নিকট হতে অনুরোধ
পাওয়া যাবে। তাছাড়াও, একজন সিনিয়র পুলিশ সদস্য বা পুলিশ অফিসার নিম্মলিখিত ধারানুযারী কোন ব্যাক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন।
•ফৌজদারী কযবিধি আইনের
৫৫,৫৬,৫৭,১২৪(৬),১২৮,১৫১,১৭১,৪০১(৩)
ধারা মোতাবেক।
• মোটরযান আইনের ১৬০, রেল আইন ১৩১ ও
১৩২, পুলিশ আইন ৩৪, ও ৩৪(ক), অফিম
আইন ১৪ ও ১৫, Gun আইন ১২ ও ১৩,
আফগারি আইন ৬৭, বন আইন ৬৪(ক),
খেয়া আইন
৩১, জুয়া আইন ১১, পাসপোর্ট আইন ৪,
• ডিএমপি অধ্যাদেশ ১০০।
• পিআরবি নিয়ম ৩১৬
=============
বাংলাদেশের গোয়েন্দা সংস্থা-
--------------------------------
1..NSI( National Security Intelligence) দেশের প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সরকারকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করা এর কাজ।
2.CID(Criminal Investigation Department )- বাংলাদেশ পুলিশ স্পর্শকাতর অপরাধের তদন্ত করা।
3.Special Branch- পুলিশের একটি সংস্থা যে অপরাধের তদন্ত, গোয়েন্দাগিরি করে থাকে। সারাদেশে এটি বিভিন্ন উইং বা শাখার মাধ্যমে কাজ করে। যেমন: ছাত্র- শ্রমিক, রাজনৈতিক, পাসপোর্ট-ইমিগ্রেশন ইত্যাদি শাখা।
4.DGFI(Directorate General of Forces Intelligence) I- সামরিক নানা উদ্দেশ্যে সাধন ও বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয় গোয়েন্দাগিরি করা।
5.SWAT= Special Weapons And Tactics. An elite tactical unit of the Dhaka Metropolitan Police. They operate under the Detective Branch of DMP. The SWAT will go for action whenever existing law enforcing agencies even the elite force RAB would fail to deal with the criminal.
6.SPBN=Special Security and Protection Battalion.Currently, members of this battalion are engaged to provide security of Very Very Important Persons (VVIPs) at different venues.
7.PBI=Police Bureau of Investigation.It is a newly created investigating agency of Bangladesh Police. It will work only on criminal intelligence and criminal investigation.
6.PIO=Police Internal Oversight.A specialized wing of the Bangladesh police, was set up in 2007, to monitor and collect intelligence about the activities of the police officers across the country.
7.DMI>( Directorate of Military Intelligence)>সামরিক বাহিনী
8.CIU> Central Intelligence Unit>রাজস্ব বোর্ড
9.FIU> Financial Intelligence Unit>বাংলদেশ ব্যাংক
10. DB> Detective Branch (DB) is the specialized branch of a police unit. Every metropolitan police and district police has its own Detective Branch.
================
CrPC= Code of Criminal Procedure
CPC= Code of Civil Procedure
PRB= Police Regulation of Bangladesh
NSI=National Security Intelligence
DGFI= Directorate General of Force Intelligence
NDC= Nezarat Deputy Collector
RDC= Revenue Deputy Collector
CS=Cad-astral Survey
SA= State Acquisition
RS= Revisional Survey
BRS=Bangladesh Revisional Survey
FIR= First Information Report
===========
1) What is BPA?
Ans. BPA is Bangladesh Police Academy. It is also called the "the home of police" BPA was estd in 1912 at Sardah, Rajshahi. Major Chamney was the founder of BPA.
2) What r the GD, CD & PD?
Ans. GD is General Diary. CD is Case Diary. PD is Personal Diary.
3) What do u mean by CS, FR?
Ans. CS is Charge Sheet, which is given to the court if there is enough evidence against accused.
FR is Final Report, which is given to the court if there is no evidence against accused.
4) what is DO, IO?
Ans. DO is Duty Officer. IO is Investigation Officer.
5) what is the different between 161 & 164?
Ans. The Statement (jobanbondi) of witness/victim taken by Police Officer is 161.
On the other hand, the statement of witness/victim taken by Magistrate is 164.
===
SPECIALLY QUESTION FOR CADRE POLICE
1.introduce your district,
2. introduce the police department,
3.introduce your academic career,
4.why police is your first choice,
5.hierarchy of the police,
6. CrPC, PRB,Evidence ACT,Penal code
7.history of introducing police in the Indian sub-
continent,
8.INTERPOL,
9. the role of the Bangladesh police in the UN
peace keeping mission in abroad,
10.duty of an ASP, duty of a SP,
11. knowing the branches of police including MP,
SB, CID, NSI, RAB etc.,
12.administrative classification of the police
department,
13.the role of police in the liberation war of
Bangladesh,
14.memorizing the names of past five IGPs of the
country,
15. investigation and enquiry related different
terms of law for which police is assigned to carry
out those duties,
14.history of Bangladesh(1947-71) along with the
full history of Bangabondhu Sheikh Mujibur
Rahman coupled with the inns and outs of his
family members,
15. recent challenges the police department faces
in Bangladesh,
16.role of police to combat terrorism,
17.controversial role of RAB to the mass people,
18.how the police play their role to serve more
effectively for the welfare of mass people,
19.how to handle the corruption related issues,
20.practicing to tell in English for five to ten
minutes on the issues including climate change,
21.price hike,
22.the role of Bangladesh police,
23.SDGs goal,
24.the role of police to combat terrorism,
25.how to improve the service of the police
department,
26.women empowerment,
27.power deficit etc.
28. difference between thana & Upazila
If you take preparation in the light of this outline,
in-sha-Allah you would be able to cut a good
figure in the viva board which would surely pave
the way of your success to a great extent.
* পুলিশ অর্ডিন্যান্স কি?
* পুলিশ রেগুলেসন এক্ট কি?
* কমিউনিটি পুলিস
* পি আর বি কি?
* গ্রেপ্তার কি? কোন ধারায়?
* CRPC ১৬১ ও ১৬৪ এর মধ্যে পার্থক্য
* থানা পুলিশ এর কি মেজিস্ট্রেসি পাওয়ার থাকে? কাদের থাকে?
* তোমার জেলা হতে পুলিশ পেশায় বিখ্যাত ব্যক্তি
* ৭১ এ আইজিপি কে ছিলেন?
* পুলিশ ও প্রশাসন এর মধ্যে দন্ধের কারন কি?