BCS পরীক্ষার্থীদের জন্য -

কনফিউশন দূর করুন

বিসিএস প্রিলি প্রস্তুতি
কনফিউশন দূর করুন
১) সবচেয়ে বড় অর্থনৈতিক জোট-WTO/ EU?
উত্তর > EU
২) বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ১ম সমাজতান্ত্রিক বা ইউরোপিয়ান দেশ-পূর্ব জার্মানি / পোল্যান্ড?
= সঠিক উত্তর > পূর্ব জার্মানি
৩) প্রাচীনতম সভ্যতা কোনটি?- মেসোপটেমীয় / মিসরীয়?
=মিসরীয় । মিশরীয় সভ্যতার আবির্ভাবের প্রায় কাছাকাছি সময় মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। তাই অপসনে মিশরীয় থাকলে মিশরীয় দিতে হবে । না থাকলে মেসোপটেমীয়
.
৪) বাংলাদেশ এর স্থানীয় সরকার ব্যবস্থা কত স্তর বিশিষ্ট ?- ৩/৫?
’ উত্তর > ৫ । যদি বলে গ্রাম পর্যায়ে তখন ৩ । ( গ্রাম+শহর > ৩+২)
৫) সাত গম্বুজ মসজিদ এর গম্বুজ কতটি?- ৩/৭।
= ৩ । কারণ ৩টি গম্বুজ রয়েছে সাথে ৪টি মিনার েএজন্য সাত গম্বুজ।
৬) বাংলাদেশ গণপ্রজাতন্ত্র এর ঘোষণা হয়েছিল কবে?-(২৬/৩/৭১-১৭/৪/৭১)?
= উত্তর >> ১০ এপ্রিল , ১৯৭১ ।
৭) ঢাকা কতবার বাংলা এর রাজধানী হয়েছে -৪/৫। বা স্বাধীনতার পূর্বে ঢাকা কতবার রাজধানী ছিল?-৩/৪?
মোট ৫বার >> ১৬১০, ১৬৬০, ১৯০৫, ১৯৪৭, ১৯৭১ ।
৮) সেক্টর কমান্ডর কয়জন?- ১৫/১৬/......?
=১৫ ।
৯) বাংলাদেশে উপজেলা পরিষদ চালু হয়- ১৯৮২/১৯৮৩?
= উপজেলা পদ্ধতি প্রবর্তিত হয় -- ১৯৮২ সালে।
উপজেলা নির্বাচন পদ্ধতি প্রবর্তিত হয় -- ১৯৮৩ সালে।
প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় -- ১৯৮৫ সালে।
উপজেলা পদ্ধতি বাতিল হয় -- ১৯৯১ সালে।
উপজেলা পদ্ধতি পুনরায় চালু হয় -- ২০০৯ সালে।
সূত্র : বাংলাপিডিয়া।’’
সুতরাং উত্তর হওয়ার কথা ১৯৮২।
১০) ১ম শহীদ হন কে- আব্দুর রউফ/ মোস্তফা কামাল?
আব্দুর রউফ( মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয় ক্রোড়পত্র )
১১) বর্তমানে শেখ হাসিনা কততম প্রধানমন্ত্রী ?-১৩/১৪
=১৩
১২) খুলনা হার্ডবোর্ড মিল এর প্রধান কাঁচামাল?- সুন্দরী / গেওয়া।
=গেওয়া
১৩) প্রাচীনতম বিহার কোনটি?- শালবন / সীতাকোট ।
=সীতাকোট
১৪) চাঁদের হাট অর্থ ?- প্রিয়জনের সমাগম/ আত্মীয়ের সমাগম।
-= দুটোই উত্তর হবে । তবে প্রিয়জনের সমাগম বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়।
১৫) মীর মশাররোফ হোসেন এর মৃত্যু ?- ১৯১১/১৯১২।
=১৯১১
১৬) সুলতানার স্বপ্ন – গ্রন্থ / উপন্যাস ?
= গ্রন্থ
১৭) ঠাকুরমার ঝুলি কোনধরনের রচনা ?- রুপকথা/ উপকথা/......?
=রুপকথা
১৮) কাশিমের লড়াই কার- আলাওল/ শেররাজ?
=শেররাজ
১৯) এভারেস্ট জয়ী বাংলাদেশী কয়জন- ৪/৫?
=৫। খালেদ সজল ভাই ফেরার সময় মৃত্যুবরণ করেন।
২০) হাতির বাসস্থান- গজগৃহ / পিলখানা?
= দুটোই ঠিক।
২১) ক্যালকুলেটর তে কালচে যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?- LCD/ Silicon chip.
=LCD , LED . দুটোই সঠিক। সিলিকন চিপ নয়।
২২) চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে কত দিনে?- ২৭.৩/২৯.৫
=২৯দিন ১২ঘণ্টা
২৩) উদ্ভিদের প্রধান খাদ্য উপাদান- ৯/১০?
=৯টি।
২৪) প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কই থাকে?- Clip board/ RAM
=RAM
২৫) ১ ঘণ্টায় মিনিট ও ঘণ্টার কাটা কয়বার লম্বভাবে অবস্থান করে?- ১/২
=২বার ।
২৬) First Programming language ?- FORTAN / ADA?
=FORTAN
২৬) The Output Quality of a Printer can be measured by?-DPI/DPSq.I?
=DPI
২৭) How many layers are in TCP/IP protocol suit?- 4/5
= 5
28) Synonym of Hide – Disguise / Mask?
= Mask
29) Who writes “Know Thyself”- Socrates/Plato?
= দুজনেই তত্বটি আনে । Socrates দাগানো বেটার কারণ তিনি প্রথমে । পরে Plato- এর ছাত্ররা ছড়িযে দেয়।

https://www.englishgrammarsite.com/2020/08/effective-sentence.html
https://www.englishgrammarsite.com/2022/03/all-about-completing-sentences.html
https://www.englishgrammarsite.com/2020/12/rules-of-changing-voice-active-to-passive.html
https://www.bcspedia.com/2022/03/for-those-44th-bcs-is-1st-bcs.html

https://www.bcspedia.com/2022/03/gaza-strip-and-west-bank-of-palestine.html

🅻🅰🅱🅴🅻🆂


বাংলাদেশ বিষয়াবলি

বাংলা ভাষা সাহিত্য

গাণিতিক যুক্তি

ইংরেজি ভাষা সাহিত্য

ভাইভা বোর্ড

বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান

পরামর্শ V. V. V. I.

ভূগোল (বাংলাদেশ বিশ্ব) পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

সাধারণ বিজ্ঞান

হ্যান্ডনোট এবং তথ্যবহুল চিত্র

আন্তর্জাতিক

জাতীয়

পরামর্শ

পাঁচমিশালী তথ্য + সাধারণ জ্ঞান

বাংলা ব্যাকরণ

সাধারণ জ্ঞান

বাংলা সাহিত্য

বিসিএস পরামর্শ

কম্পিউটার তথ্যপ্রযুক্তি

নৈতিকতা মূল্যবোধ সুশাসন

English Grammar

গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি

বিগত পরীক্ষাসমূহ

মডেলটেস্ট

মানসিক দক্ষতা

Vocabulary

অনুপ্রেরণা

ফাঁদ প্রশ্ন

বানান শুদ্ধিকরণ

মুক্তিযুদ্ধ

সংবিধান

সাধারণ বিজ্ঞান

ICT

One Word Substitution

Redundancy বাহুল্য (দোষ)

Spoken English

আইনকানুন

আন্তর্জাতিক বিষয়: সীমারেখা

আপডেট

আপডেট তথ্য

আবিষ্কার আবিষ্কারক

আলোচিত ১১ জন কবি-সাহিত্যিক তাঁদের রচনাবলী

ইংরেজি

ইংরেজি সাহিত্য

উপাধি ছদ্মনাম

এটর্নি জেনারেল

কম্পিউটার তথ্য প্রযুক্তি

গণিত

গুরুত্বপূর্ণ প্রশ্ন

চর্যাপদের কবিগণ

জ্ঞান-বিজ্ঞানের শাখা এবং জনক

জ্যামিতিক সূত্র

দেশী বিজ্ঞানীরা

নদ-নদী

পত্রিকা এবং ছদ্মনাম

পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা

পরিমিতির (Mensuration) সূত্রাবলিসমূহ

পারিভাষিক শব্দ

পুরাতন নতুন নাম

ফলা এবং যুক্তাক্ষর

ফ্রান্সের ইসলাম-বিদ্বেষ

বাংলা

বাংলা ইংরেজি সাহিত্যের মিলবন্ধন

বাংলা ভাষা সাহিত্য

বাংলাদেশ বিশ্বপরিচয়

বাগধারা

ভাষা আন্দোলন

ভূগোল

ভৌগোলিক উপনাম

মডেল টেস্ট

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্যকর্ম

লিখিত পরীক্ষা

লেখা লেখক

শ্রেষ্ঠ বাঙালি

সংবিধান সংশোধনী

সদর-দপ্তর

সভ্যতা

সমাস

সাজেশন

সাম্প্রতিক

সাহিত্য-উৎসর্গ

সাহিত্যে কনফিউশন

স্থাপত্য স্থপতি

স্পোকেন ইংলিশ

. আন্তর্জাতিক বিষয়াবলি

৪০০টি প্রশ্নোত্তর: কম্পিউটার এবং কম্পিউটার-প্রযুক্তি

৫২ থেকে ৭১

মার্চ