জলবায়ু বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আশা করি কাজে দিবে
.
১। জলবায়ুর ভিত্তিতে বাংলাদেশে প্রধানত ঋতু কয়টি ?
= ৩টি । গ্রীষ্ম, বর্ষা , শীত ।
২ । ২০০৯ সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণনের জন্য কতটি ঝুঁকি চিহ্নিত করে ?
= ৫টি । মরুকরণ, বন্যা, ঝড়, সমুদ্র পৃষ্ঠের বৃদ্ধি এবং কৃষিক্ষেত্রে অধিকতর অনিশ্চয়তা ।
৩। ২০০৯ সালে বিশ্বব্যাংক বৈশ্বিক উষ্ণনের জন্য চিহ্নিত ৫টি ঝুঁকিতে থাকা ১২টি দেশের মধ্যে বাংলাদেশ কতটিতে শীর্ষে ?
= ৩টি। বন্যা , ঝড়, সমুদ্রে পৃষ্ঠের উচ্চতা
৪। জাতিসংঘ কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে আগামী ৫০বছরে সমুদ্রপৃষ্ঠের ৩ফুট বাড়লে বাংলাদেশের উপকূলবর্তী ভূমির কত শতাংশ পানির নিচে যাবে ?
= ১৭ % । ৩ কোটি মানুষ উদ্বাস্তু হবে।
৫। Intergovernmental Panel on Climate Change- কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন জনিত কারণে বিশ্বের কতজন ক্ষতিগ্রস্ত হবে ?
= ১০০ কোটি
৬।২০০৭সালে IPCC - কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে এই শতাব্দীর শেষে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির হার কত রাখার পরমর্শ দেওয়া হয়েছে ?
= ২ ডিগ্রি সেলসিয়াস
৮। বাংলাদেশের বার্ষিক পার ক্যাপিটা গ্রিন হাউজ দূষণ কত ?
=০ .৯
৯। কার্বন নিঃসরণে শীর্ষ দেশ
= চীন
১০ । মেরু অঞ্চলের বরফ অবমুক্ত হলে পৃথিবীর কত শতাংশ মানুষ দুর্ভোগের শিকার হবে ?
-= ৪০%
১১। বর্তমান বিশ্বের ৫৫% গ্রিন হাউজ নিঃসরণকারী দেশ কতটি ?
= ৫৫ টি
১২। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিতে ’সম্মতি’ দিয়েছিল কতটি দেশ ?
= ১৯৬ টি দেশ ও িএকটি সংস্থা । ( কপ -২১ এ , ৩০নভে- ১২ ডি ২০১৫)
১৩। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিতে ’স্বাক্ষর ‘ ‘ করেছে কতটি দেশ ?
= ১৭৪টি দেশ ও একটি সংস্থা ( ই্ইউ) । ২২ এপ্রিল , নিউইর্য়ক , ২০১৬।
১৪। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি কার্যকর হবে কবে থেকে ?
= ২০১৮সাল থেকে
১৫। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিতে ২১শতকের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিহার কত রাখার উল্লেখ আছে ?
=অন্তত ২ ডিগ্রি সেলসিয়াস নিচে ( ৩.৬ ডিগ্রি ফারেন হাইট ) । তবে ন্যূনতম ১.৫ ডিগ্রি সেলসিয়াস ( ২.৭ ডিগ্রি ফারেন হাইট)
১৬। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিতে ‘জলবায়ু তহবিলে” ধনী দেশগুলো ২০২০ সাল থেকে কি পরিমাণ অর্থ দেওয়ার কথা বলা হয়েছে ?
= ১০০ বিলিয়ন মার্কিন ডলার বা ৯২ বিলিয়ন ইউরো। ২০২৫সালের পর পরিবর্তিত হবে।
১৭। জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তিটি কার্যকর হওয়ার কত বছর পর পর পর্যালোচনা করা হবে ?
=৫বছর ।
১৮। কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষ হবে ?
=২০২০ সালে ।
১৯। UNFCC- সদর দপ্তর কোথায় ?
= জার্মানির বনে । ১৯৬ সদস্য। ১৯৯২সালে গঠিত। কার্যকর > ১৯৯৪ ।
.
২০.ক্লাইমেট অ্যাণ্ড ক্লিন এয়ার কোয়ালিশন িএর প্রবক্তা কে ?
= হিলারি ক্লিনটন । সদস্য > ৬টি । বাংলাদেশ, কানাডা, ঘানা, মেক্সিকো , সুইডেন ও যুক্তরাষ্ট্র। ২০১২ সালে সুইডেনে প্রথম সম্মেলন হয় ।
.
২১. গ্রীণ হাউজ গ্যাস নিঃসরণে ঐতিহাসিক চুক্তি হয় কোন দেশ দুটির মধ্যে ?
= যুক্তরাষ্ট্র ও চীন । ২০১৪সালে। ২০২৫সালের মধ্যে মধ্যে ২০০৫ সালে ভিত্তিতে ২৬-২৮ % নিঃসরণ কমিয়ে আনার কথা উল্লেখ আছে।
Home »
৪. আন্তর্জাতিক বিষয়াবলি
,
৫. ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব) পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
,
৬. সাধারণ বিজ্ঞান
» জলবায়ু বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য
জলবায়ু বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................