বিসিএস ভাইভা প্রস্তুতি নির্দেশনা
মো: হুমায়ুন কবির,৩৫ তম বিসিএস প্রশাসন)
১) প্রথম চয়েজের ক্যাডার সম্পর্কে ভালো জানতে হয়।দ্বিতীয় চয়েজের ক্যাডার সম্পর্কে মোটামুটি জানলেও হবে। প্রথম চয়েজের চাকরি করছেন,এমন পরিচিত সিনিয়র কারো কাছ থেকে ঐ ক্যাডার সম্পর্কে জানতে পারলে ঐ ক্যাডার বাস্তব অভিজ্ঞতা লাভ করা সম্ভব।
২) মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ( ভাইবার মুক্তিযুদ্ধ সম্পর্কে Particular কিছু প্রশ্ন করা হয়ে থাকে,সুতরাং এই প্রশ্নগুলো উত্তর আগে থেকেই প্রস্তুত রাখা)
৩) সাম্প্রতিক ঘটনা (শুধু গুরুত্বপূর্ণগুলো)
৪) নিজ সম্পর্ক( নিজ জেলা,নিজ সাবজেক্ট,এলাকার বিখ্যাত ও কুখ্যাত ব্যক্তি ইত্যাদি)
৫) পিএসসির কোন মেম্বার কি প্রশ্ন করেন এই সম্পর্কে ধারণা রাখা এবং উত্তর আগে থেকেই রেড়ি করে রাখা এবং আপনার চয়েজে পিএসসির মেম্বাররা কি কি প্রশ্ন আগের বিসিএস ভাইবাতে করা হয়েছে তা জেনে রাখা।
৬)Introduce Yourself এবং Why is it your first choice? এই দুটো খুব কমন প্রশ্ন হলেও পিএসসির মেম্বাররা এর উত্তর ঠিক যেভাবে চান,সেভাবেই প্রস্তুতি নেওয়া।
৬)ডিজিটাল বাংলাদেশ, ভিশন ২০২১,২০৪১,ডেল্টা প্লান,এমডিজি ও এসডিজি সম্পর্কে জেনে যাওয়া
৭)ভাইবা শুরুর পর গ্রুপে অনেকেই ভাইবা অভিজ্ঞতা শেয়ার করে।এগুলো সম্পর্কে মোটামুটি অবগত থাকা
বুকলিস্ট :
১)প্রফেসরস ভাইবা গাইড
২)জামিলস মুক্তিযুদ্ধ /জামিলস পুলিশ ও প্রশাসন
৩)প্রকৌশলী আমিনুল ইসলাম সজিবের ভাইবা গাইড
৪) অসমাপ্ত আত্মজীবনী,কারাগারের রোজ নামচা,নির্বাচিত ১০০ ভাষণ
বিসিএস ভাইভা প্রস্তুতি নির্দেশনা
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................