বিসিএস ভাইভার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
(৩৮ রিটেন রেজাল্ট এর নির্দেশনা দেখে টুকে নিলাম)
সংযোজন,বিয়োজন,পরামর্শ থাকলে অবশ্যই বলবেন
(ফটোকপি জমা, মূল কপি বোর্ডে প্রদর্শন করতে হবে)
=====================================
১) BPSC Form-1 (ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে) -২ কপি (এটা কি জিনিস, না দেখে বলা যাবে না এখনো। গত বিসিএস গুলোতে এপ্লিকেন্টস কপিই ফরম-১ বলে বিবেচিত হতো।)
২) ৩ কপি পাসপোর্ট ছবি (BPSC Form-1 এ সংযুক্ত। প্রার্থীর স্বাক্ষর ও সত্যায়িত) -২ কপি
৩) এসএসসি সার্টিফিকেট(বয়স প্রমাণের জন্য) -২কপি
৪) সকল সার্টিফিকেট (SSC. HSC, Honours, Masters) -২ কপি
৫) ওজন, উচ্চতা ওবুকের মাপের প্রত্যয়নপত্র (রেজিস্ট্রেশনধারী ডাক্তার এর সীলসহ) -২ কপি
৬) NOC (চাকরিজীবীদের জন্য) -২ কপি
৭) নাগরিকত্ব সনদ (পৌরসভা/ইউনিয়ন থেকে) -২কপি
৮) Applicants copy -২ কপি (ইউজার আইডি দিয়ে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিবেন)
৯) পুলিশ ভ্যারিফিকেশন ফরম- ৩ কপি (ওয়েবসাইটে পাবেন)
১০) BPSC Form-3 (অনলাইনে ওয়েবসাইটে পূরণ করতে হবে এবং প্রিন্টকপি জমা দিতে হবে) -২ কপি
১১) ভাইভার এডমিট কার্ড -২ কপি (ওয়েবসাইটে পাবেন, ডাউনলোড করে নিজের নাম বসাবেন)
দ্রষ্টব্যঃ বিদেশী ডিগ্রি, Appeared দিয়ে আবেদনকারী, এববিবিএস, মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটা প্রার্থীদের জন্য আরও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে।
||
রবিউল ইসলাম লুইপা
বিসিএস সাধারণ শিক্ষা
৩৫তম বিসিএস