বিসিএস প্রিলি প্রস্তুতি
যদি লাইগা যায়
#কাজী_নজরুল_ইসলাম
(শেয়ার/কপি করে আপনার টাইমলাইন এ রাখুন। প্রতি বিসিএস এ আসে, খুবই গুরুত্বপূর্ণ টপিক।)
কাজী নজরুল ইসলাম ( জন্ম ১৮৯৯ - মৃত্যু ১৯৭৬)
জন্ম: ১১ জৈষ্ঠ ১৩০৬ বংগাব্দ / ২৪ মে ১৮৯৯ ইংরেজি।
- বারো বছর বয়সে লেটোর দলে যোগ দেন এবং পালা রচনা করেন।
-১৯১৪ সালে ময়মনসিংহের দরিরামপুর হাই স্কুলে ভরতি হন।
#প্রথম_রচনা:
-তার #প্রথম_রচনা "বাউন্ডেলের আত্মকাহিনী" (গল্প), সওগাত পত্রিকায় প্রকাশিত হয়।
-প্রথম প্রকাশিত #কবিতা "মুক্তি" (১৩২৬)। বংগীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়।
-তার প্রথম প্রকাশিত #কাব্যগ্রন্থ "অগ্নিবীণা" (১৯২২), অগ্নিবীণার প্রথম কবিতা "প্রলোয়োল্লাস"। এই গ্রন্থের দ্বিতীয় কবিতা "বিদ্রোহী"(সাপ্তাহিক "বিজলী" পত্রিকায় প্রকাশিত হয়), নজরুল কাব্যটি উৎসর্গ করেন বারীন্দ্র কুমার ঘোষকে।
-প্রথম প্রকাশিত #গ্রন্থ " ব্যথার দান" (গল্পগ্রন্থ).
-প্রথম প্রকাশিত #প্রবন্ধগ্রন্থ "যুগবাণী"
-প্রথম প্রকাশিত #উপন্যাস "বাঁধনহারা"।
-প্রথম প্রকাশিত #নাটক "ঝিলিমিলি"।
-প্রথম #নিষিদ্ধ_গ্রন্থ "বিষের বাশী"।
নজরুলের ৫ টি গ্রন্থ নিষিদ্ধ হয় : বিষের বাশী, যুগবানী (১ম প্রকাশিত প্রবন্ধ), ভাংগার গান, প্রলয়শিখা ও চন্দ্রবিন্দু।
-বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস " বাঁধনহারা (নজরুলের ১ম উপন্যাস)। এ উপন্যাসে পত্র সংখ্যা ১৮টি। তিনি এটি উৎসর্গ করেন নলিনীকান্ত সরকারকে।
- নজরুল কারাভোগ করেছিলেন "আনন্দময়ীর আগমনে" রচনার জন্য।
#পুরস্কার : জগত্তারিণী স্বর্ণপদক (১৯৪৫) (কলকাতা বিশ্বঃ), পদ্মভূষণ (১৯৬০, ভারত সরকার), ডি-লিট (১৯৬৯, রবীন্দ্রভারতী বিশ্বঃ) ডি-লিট (১৯৭৪, ঢাবি), একুশে পদক (১৯৭৪, বাংলাদেশ সরকার)।
-১৯৭২ সালে নজরুল কে ভারত থেকে বাংলাদেশে আনা হয় স্থায়ীভাবে এবং জাতীয়কবির মর্যাদা দেওয়া হয়।
-নজরুল বাংলাদেশের নাগরিকত্ব পান ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি।
- বাংলাদেশের রণ সংগীতের (চল চল চল!) রচয়িতা নজরুল ইসলাম, এটি "নতুনের গান শিরোনামে ঢাকার শিখা পত্রিকায় প্রকাশিত হয়। রণ সংগীত টি সন্ধ্যা কাব্যগ্রন্থর অন্তর্ভুক্ত। ২১ লাইন রণসঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে।
- নজরুল তার সঞ্চিতা কাব্যগ্রন্থ টি রবী ঠাকুর কে উৎসর্গ করেন।
- নজরুল "চিত্তনামা" লিখেছেন চিত্তরঞ্জন দাসকে নিয়ে, এবং "মরুভাস্কর" লিখেছেন মহানবী (সাঃ) কে নিয়ে।
#সম্পাদিত_পত্রিকা:
ধূমকেতু (১৯২২), লাঙল (১৯২৫), নবযুগ (১৯৪০)
#অনুবাদগ্রন্থ : রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম, রুবাইয়াৎ-ই-হাফিজ।
#সংগীতগ্রন্থ: বুলবুল (১৯২৮), রাংগাজবা (২০ তম বিসিএস), চন্দ্রবিন্দু (১৯৩০).
#উপন্যাস: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা (১৯৩০) (২০ তম বিসিএস), কুহেলিকা (১৯৩১)
#গল্পগ্রন্থ : ব্যাথার দান (১৯২২), রিক্তের বেদন (১৯২৫), শিউলিমালা (১৯৩১)।
#নাটক: ঝিলিমিলি (১৯৩০), আলেয়া (১৯৩১), মধুমালা (১৯৫৯)
#কাব্যগ্রন্থ : অগ্নিবীণা (১৯২২), দোলনচাঁপা (১৯২৩), বিষেরবাশী (১৯২৪) (১২ তম+২১ তম বিসিএস), সাম্যবাদী (১৯২৫), ইত্যাদি।
#মৃত্যু: ২৯ আগস্ট, ১৯৭৬ খ্রিস্টাব্দ। ১২ ভাদ্র, ১৩৮৩ বংগাব্দ। ঢাবি কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়।
কাজী আব্দুল্লাহ আল শরীফ
বি.এ (অনার্স) জবি।
এমবিএ (ইবি)।
Home »
১. বাংলা ভাষা ও সাহিত্য
» কাজী নজরুল ইসলাম
কাজী নজরুল ইসলাম
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................