অক্টোবর বিপ্লবকে কেন নভেম্বর বিপ্লব বলা হয়?
ইতিহাসের পাতায় লেখা রয়েছে অক্টোবর বিপ্লব। কিন্তু গোটা বিশ্ব এখন ওই বিপ্লবকে চেনে নভেম্বর বিপ্লব নামে। স্বাভাবিক প্রশ্ন, একই ঘটনা দুই নামে চিহ্নিত কেন। এমন অদ্ভুত ঘটনা পৃথিবীর আর কোনও ঐতিহাসিক ক্ষেত্রে ঘটেনি। সময় বদলে গিয়েছে এমন নজিরও বিরল।
আগেই বলেছি ফারাকের কথা। ব্যবধান মাত্র দু’সপ্তাহ। আর এতেই মাস, তারিখ, দিনক্ষণের আমূল ভোলবদল। সবটাই ঘটে গিয়েছে নিঃশব্দে। ঘটে গিয়েছে ক্যালেন্ডারের কারসাজিতে।
রুশ বিপ্লব যখন হয়, তখন সে দেশে হাতে মাথা কাটছে জারতন্ত্র। ওজনে-অহঙ্কারে সে নিজেকে অন্যের সঙ্গে মেলাতে রাজি নয়। সব কিছুতেই অন্যের চেয়ে আলাদা পথে চলাতেই তার শ্লাঘা। ফলে সময়ের গণনাতেও সেই সময়ের রাশিয়া ভিন্ন পথে।
একশো বছর আগে দু’ধনের ক্যালেন্ডারের অস্তিত্ব ছিল পৃথিবীতে— গ্রেগরিয়ান ক্যালেন্ডার এবং জুলিয়ান ক্যালেন্ডার। রুশ বিপ্লব যখন ঘটে, সে সময় গ্রেগরিয়ান ক্যালেন্ডারই মেনে চলা হত রাশিয়ায়। একই সময়ে পৃথিবীর অন্যান্য দেশে চালু ছিল জুলিয়ান ক্যালেন্ডার। বিপ্লবের সময়কাল ছিল ২৪ অক্টোবর। আর সেটাই জুলিয়ানের দৌলতে এ দেশে ৭ নভেম্বর।
ইতিহাসের পাতায় ‘অক্টোবর বিপ্লব’ শব্দবন্ধ আজও লেখা হয়ে চলেছে। কিন্তু রাশিয়া-সহ সব দেশেই এই বিপ্লবের প্রতি শ্রদ্ধা জানানো হয় নভেম্বর মাসে। রাশিয়া এখন আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে আটকে নেই। জুলিয়ানের হাত ধরেই এখন তার পথ চলা। তাই সারা পৃথিবীই এখন অক্টোবর বিপ্লবকে নভেম্বর বিপ্লব নামে চেনে।
Home »
৪. আন্তর্জাতিক বিষয়াবলি
» অক্টোবর বিপ্লবকে কেন নভেম্বর বিপ্লব বলা হয়?
অক্টোবর বিপ্লবকে কেন নভেম্বর বিপ্লব বলা হয়?
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................