জব সল্যুশন রিভিউ!!!
৩৬-২৭তম বিসিএস প্রিলিতে আসা প্রশ্নগুলোর মধ্যে ১৫৩টি প্রশ্ন হাইলাইট করলাম ।আশা করছি কিছু অবশ্যই কমন পাবেন । শেয়ার করে নিজের কাছে রাখুন।
.
১। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করা হয়েছে ?
= ১০০বিলিয়ন( Green Climate Fund)
২। বাংলাদেশের জাতীয় পতাক কবে গৃহীত হয় ?
= ১৭জানুয়ারী , ১৯৭২ ।
৩। সমুদ্র পৃষ্ঠ ৪৫সে.মি. বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে ক্লাইমেট শরণার্থী হবে ?
= ৩.৫ কোটি
৪। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে দেবে ?
= ৩০%
৫। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া যায় কার ?
=কাহ্নপা
৬। The Phrase ' Nouveau Riche ' means
- New Rich
7. protocol means
= Records of rules
8. Let us beging by looking at the minutes of the meeting . here 'Minutes means
= Written record
9. অলিভ টারটল কোথায় পাওয়া পায় ?
= সেন্ট মান্টিনে
১০. প্রান্তিক হৃদ কোথায় অবস্থিত?
= বান্দরবানে
১১. অতিথি পাখির জন্য পরিচিত যার অন্য নাম প্যারা দ্বীপ তার আসল নাম কি?
= সোনাদিয়া
১২। দ্যা ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক কে ?
= গ্যারি জে বোস ( অন্য গ্রন্থ > দি ক্রুয়েল বার্থ অব বাংলাদেশ )
১৩। মংডু কোন দেশ দুটির সীমান্ত এলাকা ?
- বাংলাদেশ - মিয়ানমার
১৪। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্টের ৭ম নৌবহরের সদর দপ্তর হচ্ছে
= ইউকোসুক
১৫। ১৯৮২সালের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে
= ৩৫০ নটিক্যাল মাইল
১৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম
= কমেকন
১৭। ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য হবে ?
= দক্ষিণ-পুর্ব এশিয়া
১৮। শান্তির সংবিধান বলা হয়
= জাপান
১৯। ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়েছে ?
= ৪বার
২০। বাংলাদেশে কাল বৈশাখী হয় কখন
= প্রাক- মৌসুমী বায় ঋতুতে
২১। ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই ?
= নাগাল্যান্ড ( অপসন অনুযায়ী)
২২। হিমবাহের ক্ষয় দ্বারা গঠিত হয়
= ইউ- আকৃতির উপত্যকা
২৩। বাংলাদেশের কৃষি কোন ধরণের ?
- ধান- প্রধান নিবিড় স্বয়ংভোগী
২৪। আপদ বা হ্যাজার্ড এর প্রত্যক্ষ প্রভাব ?
= পরিবেশগত
২৫। দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কাজকে পর্যায়ক্রম অনুযায়ী সাজাতে হলে কোন কাজটি সর্ব প্রথম হবে ?
=দুর্যোগ প্রস্তুতি
২৬। গোয়েন্দা বিভাগে কোনটি ব্যবহৃত হয় ?
= এক্স রশ্মি
২৭।আকৃতি, অবস্থান ও কাজের ভিত্তিতে আবরণী টিস্যু কত প্রকার ?
= ৩প্রকার
২৮। কম্পিউটার থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে বলা হয়
= রিড
২৯। ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখা করে ?
= বিশ্বব্যাংক
৩০। জোহানেসবার্গ প্ল্যান অব ইম্পিমেন্টেশন সুশাসনের সঙ্গে কোন বিষয়টিকে গুরুত্ব দেয় ?
= টেকসই উন্নয়ন
৩১। কবি ওয়ালা ও শায়েরওয়ালা উদ্ভব ঘটে কখন ?
= আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে
৩২। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী ‘ঢাকা ‘ বাংলাদেশের রাজধানী
= ৫(১)
৩৩। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
= বৈকাল
৩৪। বাংলাদেশের আপীল বিভাগের মোট বিচারক কতজন ?
= ১১জন ।
৩৫। স্টেইনলেস স্টীলের অন্যতম উপাদান
= ক্রোমিয়াম,
৩৬। সর্বাপেক্ষা হালকা গ্যাস
= হাইড্রোজেন
৩৭। সংকর ধাতু পিতলের উপাদান
= তামা ও দস্তা
৩৮। ভাষার ক্ষুদ্রতম একক
= ধ্বনি ( বাক্যের > শব্দ )
৩৯। তুমি অধম, তাই বলে আমি উত্তম হইব না কেন ? কার উক্তি
= বঙ্কিম
৪০। প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন কে ?
= মুসা ইব্রাহিম
৪১। ভারত- মিয়ানমার উভয় দেশের সাথে সীমান্ত আছে বাংলাদেশের কোন জেলার ?
= রাঙামাটি
৪২। ডায়োট হিসেবে বেশি ব্যবহৃত হয়
= রেকটিফায়ার
৪৩। রেডক্রস কবে প্রতিষ্ঠিত হয় ?
= ১৮৬৩
৪৪। তারবিহীন দ্রুতগতির েইন্টারনেট সংযোগের জন্য উপযোগী
= ওয়াইমাক্স
৪৫। পারস্পরিক আবেশ ব্যবহৃত হয়
= ট্রান্সফরমারে
৪৬। ভৃপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে
= ছায়াবৃত্ত
৪৭। কোন ত্রিভূজের ৩টি বাহুুকে বর্ধিত করলে উত্পন্ন বহিস্থকোণ তিনটির সমষ্টি কত ?
= ৩৬০ ডিগ্রি
৪৮। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে ?
= অভ্যন্তরীণ প্রতিফলন
৪৯। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০বার ঘোরে । ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে ?
= ৫৪০ ডিগ্রি
৫০। পরপর ৩টি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত ?
=১৫
৫১ । একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ২মিটার বাড়ালে এর ক্ষেত্রফল ৩রুট৩ বর্গমিটার বেড়ে যায় । সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত ?
= ২ মিটার ।
৫২ । ‘বিদ্রোহী ‘ কোন কাব্যের অন্তর্গত ?
= অগ্নিবীণার ২য় কাব্য
৫৩। আলাওলে ’তোহফা ‘ কোন ধরণের কাব্য ?
= নীতিকাব্য
৫৪।’পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদের নাম কী?
= কবীন্দ্র পরমেশ্বর
৫৫। সাহিত্য অলঙ্কার কত প্রকার ?
= ২প্রকার
৫৬। A Formal composition or speech expressing high praise of somebody
=eulogy
57. বাংলাদেশ কোন দেশ থেকে সাহায্য বেশি পায় ?
= জাপান
৫৮। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়
= আয়নোস্ফিয়ার
৫৯। কোন কবি নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিয়েছেন ?
= ভুসুকু পা
৬০। বাংলা ভাষায় ছন্দ কত প্রকার ?
= ৩প্রকার
৬১। সকালে উঠিয়া আমি মনে মনে বলি , সারাদিন আমি যেন ভালে হয়ে চলি ।
পাখি সব করে রব , রাতি পোহাইল । পঙক্তিদ্বয় কার ?
= মদনমোহন তর্কালঙ্কার
৬২। রবীন্দ্রনাথের ‘সোনার তরী ‘ কবিতা কোন ছন্দে রচিত ?
=মাত্রাবৃত্ত
৬৩। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ?
=ফরিদপুর
৬৪। রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে --
= অক্সিজেন সরবরাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে
৬৫। গ্রীন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে ?
= নিম্নভূমি নিমজ্জিত হবে
৬৬। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুত খরচ
= একই হয়
৬৭। ফিফা কবে প্রতিষ্ঠিত হয়
= ১৯০৪সালে
৬৮। কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয় ?
= সালফারের
৬৯। দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে ?
= সম্পূরক কোণ
৭০। বাংলা সাহিত্যের আদি কবি কে ?
= লুইপা
৭১। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
= রাজা রামমোহন রায় ( ইংরেজি লেখেন ) আর বাংলা হরফে লেখে > ব্রাশি হ্যালহেড
.
৭২। প্রাচীনতম বাঙালী কবি কে?
= শাহ মুহাম্মদ সগীর
৭৩। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি ?
= কৃপার শাস্ত্রের অর্থভেদ
৭৪। অগ্নিবীণার প্রথম কবিতা কোনটি ?
= প্রলয়োল্লাস
৭৫। একাত্তরের চিঠি - কী?
”= মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন (৮২টি পত্র )
৭৬। বাংলাদেশে বর্তমানে সরকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত ?
= ৩৭ টি । তবে ৩৭ না থাকলে ৩৮টি ।
.
৭৭। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয় কোনটি ?
= ভোলা জেলার হাজিপুর
.
৭৮। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ?
= গৌড়
৭৯। বৃটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?
= লর্ড মাউন্টব্যাটেন
৮০। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্র মন্ত্রীর নাম কি?
= জন কেরি
৮১। টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত ?
= নাফ ( ৫৬ কি.মি )
৮২। এসকাপের সদর দপ্তর কোথায় ?
= ব্যাংকক
৮৩। ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উত্পন্ন হয় ?
= বিদ্যুত
৮৪। চাঁদ দিগন্ত রেখার কাছে অনেক বড় দেখায় কেন ?
= বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
৮৫। কোন ধাতু পানি অপেক্ষা হালকা ?
= সোডিয়াম
৮৬। পারমানবিক চুল্লীতে পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয় ?
= সোডিয়াম
৮৭। পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোাগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি ?
= আর্লিবার্ড
৮৮। জোয়ারের কত সময় পর ভাঁটার সৃষ্টি হয় ?
= ৬ ঘণ্টা ১৩ মিনিট
৮৯। অ্যালিউমিনিয়াম সালফেটেকে বাংলায় কি বলে ?
= ফিটকিরি
৯০। কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহৃত হয় ?
= পায়খানা, প্রসাবখানায়
৯১। ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক ৯ তাদের সমষ্টি কত ?
= ১০৭ ।
৯২। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয় ?
= আলউদ্দিন হোসেন শাহ
৯৩। পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু পাওয়া যায় কোনটি ?
= এ্যালুমিনিয়াম । ২য় লোহা । তবে লোহার ব্যবহার সবচেয়ে বেশি ।
৯৪। পারমাণবিক চুল্লীতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
= ইউরেনিয়াম -২৩৯
৯৫ । বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয় ?
= নাইক্রোম ( নিকেল + ক্রোমিয়াম )
৯৬। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি ?
= দিকদর্শন
৯৭। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয় ?
= উনিশ শতকে
৯৮। রবীন্দ্রনাথে অতিপ্রাকৃত গল্প কোনটি ?
= ক্ষুধিত পাষাণ
৯৯। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
= মীর মশাররফ হোসেন ( রত্নবতী )
১০০। জীবননান্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি ?
= কবিতার কথা
১০১। শওকত ওসমানের কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন ?
= ক্রীতদাসের হাসি
১০২। ‘উপরোধ’ শব্দের অর্থ কি?
= অনুরোধ
১০৩। ঐতিহাসিক ২১দফার প্রথম দাবীটি ছিল
= বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
১০৪। ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়
= ১৬১০ সালে ।
১০৫। কোন গোষ্ঠী থেকে বাঙাীলি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ?
= অস্ট্রিক
১০৬। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত ?
=১৫০ফুট / ৪৫.৭২মিটার / ৪৬.৫মিটা
১০৭। ফেয়ার ফ্যাক্স কী ?
= যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা
১০৮। দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল ?
= ৩৪২বছর
১০৯। বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে ?
= বিলক্নিন টন ( ডেটন চুক্তি
১১০। ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
= ফ্রঁসোয়া ওলাদ
১১১। টেভিতে রঙিন ছবি উত্পাদনের জন্য মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়
= ৩টি
১১২। পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় িএবং কোন কোম্পানি এটা তৈরি করে ?
=এপসন , ১৯৮১, । নাম > অসবর্ন-১
১১৩। যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ব বিভবে িএবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রুপান্তরিত করা হয় তার নাম কি?
= ট্রান্সফর্মার
১১৪। চা পাতায় কোন ভিটামিন থাকে ?
= ভিটা- বি কমপ্লেক্স
১১৫। উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে ?
= নাইট্রোজেনের অভাবে
১১৬। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত ?
= ১৮ ইঞ্চি
১১৭। ইনসুলিন নি:সৃত হয় কোথা থেকে ?
= অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে ।
১১৮। জীবজগতের সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি ?
= আল্ট্রা-ভায়োলেট রশ্মি
১১৯। কোথায় দিন রাত্রি সমান
= নিরক্ষরেখায়
১২০। ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে ?
= কসমিক িইয়ার । আর সূর্যকে একবার পৃথিবীর প্রদক্ষিণ করতে যে সময় লাগে তাকে > সৌর বর্ষ ।
১২১। A farmer had 17 hens . All but 9 died . How many live hens were left ?
= 9
122. The Fifth Consonant from the beginning of this sentence is the letter
= t
123. Two men , starting at the same point , walk in opposite directions for 4 miters , turn left and walk another 3 meters . What is the distance between them ?
= 10
124. লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
= দৌলত কাজী
১২৫। মাসিক মোহাম্মদী কবে সালে প্রকাশিত হয় ?
= ১৯২৭
১২৬ । কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয় ?
= কল্লোল
১২৭। ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার নাম
= ক্রান্তি , প্রগতি , শিখা
১২৮। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে ?
= ২১টি
১২৯। কত খ্রিস্টাব্দে শরত্চন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় হতে জগত্তারিণী পদক লাভ করেন ?
= ১৯২৩ সালে। ১৯৩৬ সালে ঢা.বি. থেকে ডি. লিট. ।
১৩০। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাত দিয়ে ?
= রাম নারায়ন তর্করত্ন
১৩১। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়
= উপমা
১৩২। এ মাটি সোনার বাড়া - এ উদ্ধিৃতে ‘সোনা’ কোন অর্থে ব্যবহার করা হয়েছে ?
= বিশেষণের আতিশায়ন
১৩৩। আমি কিংবদন্তীর কথা বলছি- এর রচয়িতা কে ?
= আবু জাফর উবায়দুল্লাহ
১৩৪। রাজারবাগ পুলিশ লাইনে ‘ দুর্জয়’ ভাস্কর্যটির শিল্পী কে ?
=মৃণাল হক
১৩৫। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি ?
=রক্ত সোপান
১৩৬। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ?
= ১৩৬ তম
১৩৭। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
= হুমায়ুন রশিদ চৌধুরী (৪১তম অধিবেশনে)
১৩৮। লোক সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে ?
= ৮ম্
১৩৯। সেন্ট মার্টিন আইল্যান্ডের আয়তন কত বর্গ কি.মি.?
= ৮
১৪০। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কবে ?
= ১৯৭৩।
১৪১। সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে
=গামা
১৪২। মার্কিন কংগ্রেসের নির্বাচিত সদস্য কতজন ?
= ৫৩৮ ( সিনেটর > ১০০+ নিম্নকক্ষ > ৪৩৫+ ৩জন ওয়াশিংটন ডিসি)
১৪৩। বিলিরুবিন তৈরি হয়
= যকৃত ( কিন্তু সঞ্চিত হয় প্লীহায়
১৪৪। বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে ?
= সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
১৪৫। মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য ?
= উগান্ডা
১৪৬। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ?
= রুজভেল্ট
১৪৭। কিউবায় ক্ষেপনাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন ?
= জন এফ কেনেডি ।
১৪৮। কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন ?
= নিউজিল্যান্ডের
১৪৯। রাসায়নিক অস্ত্র চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় ?
= ১৯৯৩ ।
১৫০। আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য কত ?
= ২৭ ।
১৫২। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে ?
= ১৯৭৪সালে।
১৫৩। অ্যানেস্টি ইন্টারন্যাশনাল কত সালে শান্তিতে নোবেল পায় ?
= ১৯৭৭
=====
জব সল্যুশন রিভিউ!!!
==============
১। চৌহদ্দি - শব্দটির কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে ?
= ফারসি + আরবি
২। ড. মুহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম
= বাংলা সাহিত্যের কথা
৩। রুপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর - কার রচনা
= জ্ঞানদাস
৪। যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটায় চোর ‘ ।েএখানে ‘হারায়’ কোন ধাতু?
= প্রযোজক ধাতু
৫। নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন ?
= ঊনপঞ্চাশের মন্বন্তরকে
৬। ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজসভার কবি ?
= কৃষ্ণনগর
৭। মহুয়া পালাটির রচয়িতা কে ?
= দ্বিজ কানাই
৮। ফোর্ট িউইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কবে ?
= ১৮০১ সালে
৯। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ?
= ব্যাসি হ্যালহেড ।
১০। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন ?
= অক্ষয়কুমার দত্ত
১১। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয় ?
= ১৯৫৫
১২। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি - রবীন্দ্রনাথের কোন কাব্যের
- শেষ লেখা
১৩। দারিদ্র্য কবিতাটি নজরুলের কোন কাব্যের
= সিন্দুহিন্দোল
১৪। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসের ?
= আলালের ঘরের দুলাল
১৫। উদাসীন পথিকের মনের কথা - কোন জাতীয় রচনা ?
= আত্মজৈবনিক উপন্যাস
১৬। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত ?
= সমাস
১৭। কাজী নজরুল ইসলাম কোন কবিতার জন্য কারাবরণ করেন ?
= আনন্দময়ীর আগমনে > ১বছর । প্রলয় শিখা > ৬ মাসের ।
১৮। লাঠালাঠি - কোন সমাস ?
= ব্যাতিহার বহুব্রিহি
১৯। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোঘল সুবেদার কে ছিলেন ?
= ইসলাম খা ন
২০। শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান
= নায়েম
২১। মানবাধিকার দিবস
= ১০ ডিসে:
২২। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক
= অধ্যাপক মযহারুল িইসলাম
২৩। বাংলাদেশের জিডিপিতে কৃষিখাতের অবদান কত ?
= ১৫.৩৩%
২৪। বাংলা নববর্ষ চালু করে
= সম্রাট আকরব
২৫। বাংলাদেশের একমাত্র মত্স্য গবেষণা ইনসটিটিউট ?
= ময়মনসিংহে
২৬। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রাণালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
= ২০০১
২৭। বাংলাদেশে ডিজিটাল ফোন চালু হয়েছে
= ১৯৯০ সালে ৪জানু
২৮। বাংলাদেশি নাগরিক পরিচিতি
= ৬(২)
২৯। ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয়
= সেন্ট হেলেনা দ্বীপে
৩০। বলাকা ও দোয়েল কী ?
= উন্নত জাতের গম ( সোনালিকা ও আকরবও )
৩১। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট ও যুক্তরাজ্যের পক্ষে স্বাক্ষর করেন কে কে ে?
= রুজভেল্ট ও চার্চিল
৩২। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা ?
= নেদারল্যাণ্ড
৩৩। বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে ?
= আজমিরিগঞ্জে
৩৪। বেসরকারি বিল কী ?
= সংসদের উত্থাপিত বিল
৩৫। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি ?
= তিস্তা
৩৬। বাংলদেশে রঙ্গিন টেলিভিশন কবে সম্প্রচার শুরু করে ?
= ১৯৮০
৩৭। ইউরো মুদ্রা কবে চালু হয ?
= ১জানুয়ারি ১৯৯৯
৩৮। ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্্র প্রতিষ্ঠিত হয় ?
= ১৯৪৮
৩৯ । যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেকটোরাল ভোট পেতে হবে ?
= ২৭০
৪০ । ইন্টারপোলের সদর দপ্তর কোথায় ?
= লিঁও , প্যারিস
৪১। বিশ্বব্যাংকের সংস্থা কয়টি ?
= ৫টি । আইডি এ > সফট লোন দেয় ।
৪২। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন হাউজ গ্যসের পরিমাণ বৃদ্ধি পায়
= ক্লোরোফ্লোরো কার্বন
৪৩। বস্তুর ওজন কোথায় বেশি
= মেরু অঞ্চলে
৪৪। ৭২ সংখ্যাটির কতটি ভাজক সংখ্যা রয়েছে ?? ৎ=
=১২
৪৫। েএকটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ ফিট । েঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
= ১২৮ বর্গ ফিট
৪৬। বাংলা সাহিত্যের িইতিহাস গ্রন্থ
= বঙ্গ ভাষা ও সাহিত্য > ড. দীনেশ রঞ্জন দাশ
৪৭। বাংলাদেশের একমাত্র কিশোরী গবেষণা কেন্দ্র
= কোনাবাড়ি, গাজীপুর
৪৮। বাংলাদেশ কত সালে সিটিবিটি অনুমোদন করে ?
= ২০০০
৪৯। ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত ?
= ৪৯৫০
৫০। সাব মেরিন প্রকল্প কোন মন্ত্রাণালয়ের
= ডাক ও টেলিযোগ
৫১। বাংলাদেশে মূল্য সংযোজন কর কবে চালু হয়
= ১জুলাই, ১৯৯৯
৫২। মধ্যপ্রাচ্য কবে প্রথম তেল অস্ত্র ব্যবহার করে ?
= ১৯৭৩সালে
৫৩। মুক্তিযুদ্ধ বিষযে প্রথম উপন্যাস কোনটি ?
= রাইফেল রোটি আওরাত
৫৪। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক
= বৃদ্ধি পায়
৫৫। কত তাপমাত্রায় ঘনত্ব সবচেয়ে বেশি
= ৪ডিগ্রি
৫৬। কাজী নজরুলের উপন্যাস কয়টি ?
= ৩টি । মৃত্যুক্ষুধা, বাঁধনহারা , কূহেলিকা
৫৭। জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ?
= রাখালী
৫৮। জঙ্গম এর বিপরীত শব্দ
= স্থাবর
৫৯। শরতচন্দ্রের কোন উপন্যাস বাজেয়াপ্ত করা হয়েছিল ?
= পথের দাবী
৬০ । কার মাথায় হাত বুলিয়েছো । এখানে ‘মাথা ‘ বলতে
= স্পর্ধা বাড়া
৬১। স্বাধীনতার ডাক টিকিটের মূল্যমান ছিল কত ?
= ২০ পয়সা । শহীদ মিনারের ছবি ছিল। ডিজাইনার > বি.পি চিতনিশ । আর বাংলাদেশের ডাক টিকিটের ডিজািইনার >. বিমান মল্লিক
৬২। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর
= বেনাপল
৬৩। মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় ?
= ১৯৬৬
৬৪। যুদ্ধ ও সশস্ত্র সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সালে র জেনেভা কনভেনশনসমূহ অভিহিত করা হয়
= ৪টি রেডক্রস কনভেনশন নামে
৬৫। স্থায়ী সালিশ আদালত
= হেগে
৬৬। মস্তিষ্কের ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের
= ১/৪
৬৭। মাইটোকণ্ডি্রয়ায় কতভাগ প্রোটিন ?
= ৭৩
৬৮। লাইন অবকণ্ট্রল কোন দেশের সীমান্ত রেখা ?
= ভারত -পাকিস্তানের
৬৯। সুন্দর মাত্রেরই -একটা আকর্ষণ শক্তি আছে - এখানে সুন্দর কোন পদ
= বিশেষ্য
৭০। বীরবলের হালখাতা কার রচনা ?
= প্রমথ
৭১। বর্তমান ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তভূক্ত ছিল ?
=বঙ্গ
৭২। লাজ কোন ধরণের শব্দ
=বিশেষ্য
৭৩। কোন সুবেদার চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ
= শায়েস্তা খান
৭৪। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রীর নাম কী ?
= হোসেন শহীদ সোহরাওয়ার্দী
৭৫। বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি ?
= পুণ্ড্র
৭৬। ‘নার্গানো - কারাবাগ ‘ কোন দেশের করিডোর
= আজারবাইজান - আর্মেনিয়া
৭৭। আফ্রিকান ইউনিয়নের সদস্য সংখ্যা কত ?
= ৫৪
৭৮। ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করে ?
= ১৯৬৭
৭৯। নিশীথ সূর্যের দেশ
= হেমারফেস্ট
৮০ । আমার সন্তান যে থাকে দুধে ভাতে - কার উক্তি
= ঈশ্বরী পাটনী
৮১। রোহিণী- বিনোদিনী - কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র
= কৃষ্ণকান্তের উইল , চোখের বালি, চরিত্রহীন
৮২। ইউসুফ জোলেখা কে অনুবাদ করেন ?
= শাহ মুহম্মদ সগীর
৮৩। জাতিসংঘের অধিবেশনে সদস্য রাষ্ট্রসমূহ কতজন প্রতিনিধি পাঠাতে পারে ?
= ৫জন ।
৮৪। বাবেল মান্দেব কোন ভাষার শব্দ ?
= ফারসি
৮৫। প্রাতরাশ -এর সন্ধিবিচ্ছেদ
= প্রাত : + আশ
৮৬। বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ
= ৩০বছর । ২০২ে৬ সালে শেষ হবে ।
৮৭। ছফদফা কোথায় উত্থাপন করা হয়
= লাহোরে
৮৮। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন ?
= কর্নওয়ালিস
৮৯। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ?
= সোনারগাঁ
৯০। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে ?
= ২বার
৯১। বঙ্গবন্ধু জাতিসংঘের কোন পরিষদে ভাষণ প্রদান করেন ?
= স্বস্তি পরিষদের ( ২৫ সে: ১৯৭৪ , ২৯তম অধিবেশনে )
৯২। কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ?
= ইরাক
৯৩। ঢাকা বিভাগে বর্তমানে জেলা কয়টি ?
= ১৩িটি
৯৪। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ( আধুনিক ) কারা রচনা করেন ?
= মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান
৯৫। বাঙালা ভাষার ইতিবৃত্ত . কার রচনা ?
= ড. মুহাম্মদ শহীদুল্লাহ
৯৬। ব্রজবুলি কী ?
= কৃত্রিম ভাষা (বাংলা + মৈথিলী )
৯৭। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন ?
= প্রধান বিচারপতি নিয়োগ
৯৮। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র , নারী , শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় ?
= ২৮ (৪)
৯৯। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে > তৈরি পোশাক
১০০। পদ কী ?
= বিভুক্তিযুক্ত শব্দ ও ধাতু
১০১। বাংলাদেশের সংবিধান কার্যকর হয়
= ১৬ ডিসে: ১৯৭২ ।
১০২ । গুড ফ্রাইডে চুক্তি কোন দুটি দেশের মধ্যে হয /
= আয়ারল্যান্ড ও বৃটেন
১০৩। দ্য লিবারেশন অব বাংলাদেশ - গ্রন্থের রচয়িতা
= মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
১০৪। বিভক্তিহীন নাম শব্দকে বলে
= প্রতিপাদিক
১০৫। মরি মরি ! কি সুন্দর প্রভাতের রুপ- বাক্যে মরি মরি কোন শ্রেণির অব্যয়
= অনন্বয়ী
Home »
১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান
,
৩. বাংলাদেশ বিষয়াবলি
» ৩৬-২৭তম বিসিএস প্রিলিতে আসা প্রশ্নগুলো
৩৬-২৭তম বিসিএস প্রিলিতে আসা প্রশ্নগুলো
By ─────────────── সেপ্টেম্বর ০৬, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................