বাংলা ২য় পত্রের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নঃ
২। অভিধানে কোন শব্দটি আগে আসবে?
চাঁপা
চানা
চালা
চাঁটি★
৩। যুগপৎ শব্দের অর্থ কি?
যুক্তপথ
একই সময়ে ★
এক যুগের পর
কোনটিই নয়
৪। বাক্যতত্ত্বের অপর নাম কি?
ভাষা
প্রাতিপদিক
পদক্রম ★
সাধিত শব্দ
৫। খোদা শব্দটি কোন ভাষা ল্র শব্দ?.
আরবি
ফারসি ★
উর্দু
বাংলা
৬। ছেলেটি অঙ্কে কাঁচা - এ বাক্যে ' অঙ্ক ' কোন কারক?
অধিকরণ ★
করণ
সম্প্রদান
অপাদান
৭। যা সহজে অতিক্রম করা যায় না এর বাক্য সংকোচন কোনটি?
অনতিক্রম্য
দুরতিক্রম্য ★
দুর্গম
অগম্য
৮। নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?
ভ
ঠ
ফ
চ ★
৯। নীলাম্বর কোন সমাস?
কর্মধারয়
দ্বিগু
বহুব্রীহি ★
কোনটিই নয়
১০। পাখির ডাক এক কথায় প্রকাশ?
কেকা
হ্রেষা
কূজন ★
অজিন
১১। সব ভাষার ব্যাকরণের কয়টি মৌলিক অংশ থাকে?
৫ টি
৬ টি
১০ টি
৪ টি ★
১২। উচ্চারণ স্থানের নামানুসারে ব্যাঞ্জন্ধ্বনি গুলো কত ভাগে বিভক্ত?
৫ ভাগে ★
৬ ভাগে
৭ ভাগে
৮ ভাগে
১৩। নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ?
নিবাস
বড়াই
মনমাঝি ★
ছাত্রকে
১৪। নিষ্পাত্তি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
নিঃ + পত্তি ★
নিঃ + স্পত্তি
নিষ্ + পত্তি
নিস্ + পত্তি
১৫। তামাক শব্দটি কোন ভাষার ?
ইংরেজি
ফারসি
দেশি ★
পর্তুগীজ
১৬। বীজন শব্দের অর্থ কি?
পাখা ★
জনহীন
বীজবপন
মন্দজন
১৭। কোনটি দেশি শব্দ?
পেঁপে
আসন
চেহারা
ঢেঁকি★
১৮। বানি শব্দের অর্থ কি?
স্বর্ণকারের মজুরি ★
কথা
বক্তব্য
তীর
১৯। Practice makes a man perfect?
অভ্যাস মানুষকে নিখুঁত করে
মানুষ অভ্যাসের দাস
গাইতে গাইতে গায়েন ★
চর্চা সাফল্যের চাবিকাঠি
২০। দুহাত যার সমান চলে এর বাক্য সংকোচন কোনটি?
দেহাতি
সব্যসাচি
সব্যসাচী ★
দোহাতি
২১। পুষ্পারতি শব্দের সন্ধি বিচ্ছেদ?
পুষ্প+ রতি
পুষ্পা + আরতি
পুষ্পা + রতি
পুষ্প+ আরতি ★
২২। ফরমান শব্দের অর্থ কি?
বাণী
সংবাদ
খবর
সবকয়টি সঠিক ★
২৩। গৌরচন্দ্রিকা বাগধারাটির অর্থ কি?
ভূমিকা ★
মূলবিষয়
সারাংশ
উপসংহার
২৪। কোন শব্দটি প্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যাবহৃত হয়?
রাশি
রাজি
পুঞ্জ
যূথ ★
২৫। কোনটি বিধু শব্দের সমার্থক শব্দ?
সূর্য
নক্ষত্র
গ্রহ
চাঁদ★ # জিসান
২৬। বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
লাগোয়া
ঝলক
চামার ★
ঘাটতি
২৭। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
শূণ্য
রুগ্ ণ★
পুর্ণ
পূণ্য
২৮। অদ্রীশ শব্দের সন্ধি বিচ্ছেদ হবে কোনটি?
অদ্রি+ ঈশ ★
অদ্রী + ইস
অদ্রি + ইশ
অদ্রী + ঈশ
২৯। সর্বনাম পদ ব্যাবহৃত হয়েছে কোন বাক্যে?
যদি ডাক পাই, নিশ্চয়ই যাব
কে আমারে লহিবে ডাকিয়া কাছে ★
ওরে, আজ যাসনে ঘরের বাইরে
ডাক দিয়েছ ভোর - সকালে, শুনিনি তো
৩০। যিনি জজ তিনিই সাহেব = জজ সাহেব কোন সমাস?
তৎপুরুষ সমাস
বহুব্রীহি সমাস
কর্মধারয় সমাস ★
দ্বিগু সমাস
৩১। টা, টি, খানা - কে কি বলে?
পদাশ্রিত নির্দেশক ★
বিভক্তি
প্রকৃতি
উপসর্গ
৩২। শুভক্ষণে জন্ম যার এক কথায় প্রকাশ?
শুভজন্মা
ক্ষণজন্মা ★
বৃহস্পতিতে জন্ম
সুভক্ষণা
৩৩। কলকাঠি নায়ারা বাগধারাটির অর্থ কি?
গোপনে সু - পরামর্শ দেয়া
গোপনে কু পরামর্শ দেয়া ★
গুপ্তচর বৃত্তি
সমস্যা সমাধান
৩৪। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
ইংরেজি
ফারসি
মাগধী প্রকৃত ★
আরবি
৩৫। যে সন্ধিগুলো কোন নিয়ম অনুসারে হয় না এগুলোকে কি বলে?
নিপাতনে সন্ধি ★
ব্যাসবাক্য
বিসর্গ সন্ধি
স্বরসন্ধি
৩৬। বাক্য প্রশ্নবোধক (?) থাকলে কতক্ষণ সময় থামতে হয়?
এক সেকেন্ড ★
দুই সেকেন্ড
তিন সেকেন্ড
চার সেকেন্ড
৩৭। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ?
কৃদন্ত শব্দ
তৎভব শব্দ
তৎসম শব্দ
দ্বিরুক্ত শব্দ ★
৩৮। গঠন অনুসারে বাক্য কত প্রকার?
২ প্রকার
৫ প্রকার
৩ প্রকার ★
৪ প্রকার
৩৯। আকাশ কুসম বাগধারাটিতে কি বুঝায়?
অপদার্থ
অবিশ্বাস্য ঘটনা
অসম্ভব পরিকল্পনা ★
অদর্শনীয়
৪০। নিচের কোনটি রূপক সমাসের উদাহরণ নয়?
মোহনিদ্রা
শোকানল
মোমবাতি ★
দিলদরিয়া
৪১। এ যে আমার চেনা লোক চেনা কোন পদ?
বিশেষ্য
অব্যয়
ক্রিয়া
বিশেষণ ★
৪২। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
মহাভারত
চর্যাপদ ★
রামায়ণ
জঙ্গনামা
৪৩। প্রচলিত শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত?
ইত প্রত্যয় ★
ই প্রত্যয়
ঈয় প্রত্যয়
তা প্রত্যয়
৪৪। কোন বানান টি শুদ্ধ?
সমীচীন ★
সমিচীন
সমীচিন
সমিচিন
৪৫। অহরহ শব্দটির সন্ধি বিচ্ছেদ?
অহ+ রহ
অহ+ র
অহো + রহ
অহ + অহ ★
৪৬। পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
পদ + ধতি
পৎ+ ধতি
পথ + ধতি
পদ্ + হতি ★
৪৭। হজযাত্রা কোন সমাসের উদাহরণ?
৩য়া তৎপুরুষ
৪র্থী তৎপুরুষ ★
৫মী তৎপুরুষ
৭ মী তৎপুরুষ
৪৮।গাছ হতে ফলটি পড়ল কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে ৬ষ্ঠী
করণে ৯মী
অপাদানে ৫মী ★
কর্মে ২য়া
৪৯। অলীক শব্দের বিপরীত শব্দ কি?
লৌকিক
বাস্তব ★
পরলৌকিক
অবাস্তব
৫০। মার্তুন্ড এ শব্দটির সমার্থক শব্দ কোনটি?
নিষ্ঠুর
সূর্য ★
কঠোর
সাধু
৫১। যা বিনা যত্নে উৎপন্ন হয়েছে এর বাক্য সংকোচন কি হবে?
অযত্নলব্ধ
অযত্নসম্ভূত ★
অযত্নজাত
অনায়সলব্ধ
৫২। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি একটি?
জটিল বাক্য
যৌগিক বাক্য
সরল বাক্য ★
মিশ্র বাক্য
৫৩। বাংলা ভাষায় সমাস নিষ্পন্ন যে সব শব্দ সমস্যমান পদগুলোর কোনটার অর্থ প্রকাশ না করে বিশেষ কোন অর্থ প্রকাশ করে সেগুলোকে বলে?
যৌগিক শব্দ
রূঢ় শব্দ
যোগরঢ় শব্দ ★
সাধিত শব্দ
৫৪। Subconscious শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
চেতন
অবচেতন ★
অচেতন
অর্ধচেতন
৫৫। পরশ্ব শব্দটির অর্থ কি?
পরশু ★
পরের ধন
কোকিল
পাশ্ববর্তী
৫৬। অমৃত শব্দের বিপরীতার্থক শব্দ?
তিক্ত
গরল ★
মিষ্ট
বিস্বাদ
৫৭। কোনটি তৎসম শব্দ?
ঝিনুক
মলিতা
পত্র ★
চাঁদ
৫৮ । সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি?
সাহ+চর + র্য
সহচর + ্য ফলা
সহচর + য ★
কোনটিই নয়
৫৯। বর্ণ কিসের প্রতীক?
ধ্বনি ★
শব্দ
অক্ষর
স্বরবর্ণ
৬০। সত্য বই মিথ্যা বলবো না এখানে ' বই '?
বিশেষ্য
উপসর্গ
অনুসর্গ ★
প্রত্যয়
৬১। ঝাকের কৈ বাগধারাটির অর্থ?
চালাক
একতাই বল
বর্ষার মাছ
একই স্বভাবের লোক ★
৬২। পেয়ারা শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ?
পর্তুগীজ ★
গ্রিস
উর্দু
হিন্দি
৬৩। সন্ধি বিচ্ছেদ করুন : নবান্ন?
নব + অন্ন ★
নবো + অন্ন
নব + অন্ন
নব + ণ্য
৬৪। কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত?
প্রবাহ
খয়ের খাঁ
অজ পাড়াগাঁ ★
বেআদব
৬৫। যদি বৃষ্টি হয়, তবে বের হবো না এটি কোন ধরনের বাক্য?
সরল
জটিল ★
হ্যাঁ বাচক
যৌগিক
৬৬। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে?
সপ্তম শতাব্দীতে ★
অষ্টম শতাব্দীতে
নবম শতাব্দীতে
দশম শতাব্দীতে
৬৭। বাংলা বিরাম চিহ্নের স্রষ্ট্রা কে?
রবীন্দ্রনাথ ঠাকুর
প্যারীচাদ মিত্র
দেবেন্দ্রনাথ ঠাকুর
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ★
৬৮। কোন বানানটি শুদ্ধ?
মরিচিকা
মরীচিকা ★
মরিচীকা
মরীচীকা
৬৯। সকলের জন্য প্রযোজ্য এক কথায় কি হবে?
সর্বজনীন ★
সর্বজন স্বীকৃত
সার্বজনীন
সর্বজনগ্রাহ্য
৭০। নিচের কোনটি প্রত্যয়সাধিত?
প্রলয়
নিঃ শ্বাস
খন্ডিত ★
অনুপম্ব
৭১। কোনটি মৌলিক স্বরধ্বনি?
ঔ
ঐ
ঈ
ই ★
৭২। কোনটি নদীর সমার্থক নয়?
সরিৎ
তটিনী
গাং
পতিত পাবন ★
৭৩। বার্ষিক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
বর্ষ + ষ্ণিক ★
ব+ ষ্ণিক
বরষ+ ইক
বর্ষা+ ষ্ণিক
৭৪। কোন বাক্যটি সঠিক?
মিঠুর কোন ভৌগলিক জ্ঞান নেই★
হিমালয় পর্বত দুর্লঙ্ঘণীয়
গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ো না
স্বাক্ষর লোক মাত্রই শিক্ষিত নয়
৭৫। কোনটি নিত্য নারীবাচক শব্দ?
জেনানা
সতীন ★
শিক্ষিকা
ধাত্রী
৭৬। কোনটি দন্ত্য ধ্বনি নয় ?
ণ ★
দ
ত
ন
৭৭। বিদেশি উপসর্গ দিয়ে হঠিত শব্দ কোনটি?
বেকার ★
বিকার
নিদাঘ
নিবার
৭৮। ভাইয়ে ভাইয়ে বেশ মিল - বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
কর্তায় ১মা
কর্তায় ২য়া
কর্তায় ৭মী ★
কর্মে ২য়া
৭৯। যার কোন মূল্য নেই বাগধারাটির অর্থ কী?
অমূল্য
ঢাকের বায়া ★
ডাকাবুকা
মহামূল্য
৮০। লোকটি ধনী কিন্তু কৃপণ কোন ধরণের বাক্য?
জটিল
যৌগিক ★
সরল
মিশ্র
৮১। কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
পদ্মপাতা
নীল পদ্ম ★
পদ্মনয়না
পদ্মপলাশ
৮২। কোন বাক্যে ধ্বনাত্মক শব্দ ব্যাবহৃত হয়েছে?
ঘন ঘন বৃষ্টি পড়ছে
টিপ টিপ বৃষ্টি পড়ছে ★
ফুলে ফুলে বৃষ্টি পড়ছে
সারাদিন বৃষ্টি পড়িছে
৮৩। বাংলা ভাষায় আরবি থেকে আগত শব্দিটি হচ্ছে?
বেগম
গোলাপ
খবর★
বাগান
৮৪। Executive এর পরিভাষা?
উর্ধ্বতন কর্মকতা
নির্বাহী ★
মনযোগী
ব্যাবস্থাপক
৮৫। ফুলে ফুলে ভরেছে বাসর কোন কারকে কোন বিভক্তি?
অধিকরণে ৭মী
অপাদানে ৭মী
কর্মে ৭মী
করণে ৭ মী ★
৮৬। Consul এর বাংলা পরিভাষা কোনটি?
পরামর্শক
বাণিজ্যদূত ★
সুপারিশকারী
উপদেষ্টা
৮৭। নিচের কোন বানানটি শুদ্ধ?
জেষ্ঠ্য
জ্যেষ্ঠ্য
জ্যেষ্ঠ ★
জ্যাষ্ঠ
৮৮। কোনটি অব্যয় অওদ?
শয়ন
মেধাবী
অথবা ★
তোমার
৮৯। প্রমিত চলিত রীতির বাক্য কোনিট?
খাইয়া দাইয়া শুয়ে পড়লাম
খাইয়া দাইয়া শুইয়া পড়িলাম
খেয়ে দেয়ে শুইয়া পড়লাম
খেয়ে দেয়ে শুয়ে পড়লাম ★
৯০। Growing mile Stone বলতে কি বুজায় না?
বসতে শিখা
হাটতে অয়ারা
দৌড়াইতে পারা
দাঁত উঠা ★
৯১। পড়ায় আমার মন বসে না এখানে পড়ায় কোন কারকে কোন বিভক্তি?
কর্ম কারকে ৭মী ★
অধিকরণ কারকে ৭মী
অপাদান কারকে ৭মী
করণ কারকে ৭মী
৯২। পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি?
করণ কারকে ৭মী
অপাদান কারকে ৭মী ★
অধিকরণ কারকে ৭মী
কর্ম কারকে ৭মী
৯৩। আট প্রহর বাগধারাটির অর্থ কি?
সারা দিনরাত ★
অবেলা
দীর্ঘ সময়
শেষ রাত
৯৪। যা বিলুপ্ত হচ্ছে এক কথায় প্রকাশ?
বিলুপ্তজাত
বিলীয়মান ★
অস্থাবর
নশ্বর
৯৫। ঈদৃশ এর বিপরীত শব্দ কোনটি?
সদৃশ
এরকম
তাদৃশ ★
সাদৃশ
৯৬। কুঞ্জর শব্দের সমার্থক শব্দ কোনটি?
গজ ★
সাপ
ভুজ
চাঁদ
৯৭। কোনটি যোগরূঢ় শব্দ?
মহাযাত্রা ★
বাশিঁ
প্রবীণ
সন্দেশ
৯৮। আমি জ্বর জ্বর বোধ করছি এখানে জ্বর জ্বর দ্বিরুক্তি কি বুজাচ্ছে?
আধিক্য
সামান্য ★
অসুখ
পরস্পরতা
৯৯। মন্ডলী যুক্ত করে সঠিক বহুবচন হয়েছে কোনটিতে?
সম্পাদকমণ্ডলীর ★
ভক্তমন্ডলী
কবিমন্ডলী
মন্ত্রিমন্ডলী
১০০। ততোধিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
তত+ অধিক
ততঃ+ অধিক ★
ততো + অধিক
ততোঃ + অধিক
Home »
১. বাংলা ভাষা ও সাহিত্য
,
১১. বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও সমাধান
» বাংলা ২য় পত্রের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
বাংলা ২য় পত্রের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
By ─────────────── সেপ্টেম্বর ০৪, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................