বিসিএস ভাইভা প্রস্তুতি
প্রশ্নঃ বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে বলতে থাকেন।
উত্তরঃ
১। শেখ মুজিবুর রহমান শুধু একটি নাম নয়, একটি জাতির ইতিহাস। যে নামের সাথে জড়িত ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯ সালের গণ-অভ্যত্থান, ১৯৭০ সালের নির্বাচন, ১৯৭১ সালের ৭ ই মার্চ রেসকোর্স ময়দানে তেজদীপ্ত কণ্ঠস্বর, ২৫ শে মার্চের গণহত্যার মুহুর্তের দিকনির্দেশনা, ২৬ শে মার্চের স্বাধীনতার ঘোষণা, রক্তক্ষয়ী ৯ (নয়) মাসব্যাপী মুক্তিযুদ্ধে অদৃশ্য উপস্থিতি, স্বাধীন বাংলাদেশের সংবিধান, রাষ্ট্র পরিচালনার মূলনীতি ও পররাষ্ট্রনীতি।
২। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয়দফা দাবী উত্থাপনের মাধ্যমে স্বাধীনতার বীজ বপন করেন যার ভিত্তিতে সৃষ্ট জাতীয়তাবাদের বদৌলতে সৃষ্টি হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
৩। “রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্যরা”শীর্ষক আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে বঙ্গবন্ধুকে গ্রেফতার করলে গণতান্ত্রিক সংগ্রাম পরিষদ (DAC) এবং ছাত্র সংগ্রাম পরিষদ (SAC) গঠিত হয় এবং ছাত্র ও জনতার এগার দফার ভিত্তিতে সৃষ্ট গণ-অভ্যত্থানের মাধ্যমে আইয়ুব খানের পতন হয়।
৪। গণ-অভ্যত্থানের ফলে স্বেরাচার পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হলে, ১৯৬৯ সালের ৫ ই ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে তিনি মাজার প্রাঙ্গনে দাড়িয়ে ঘোষণা করেন, “আর পূর্ব বাংলা নয়, পূর্ব পাকিস্তান নয়, জনগণের পক্ষে আমি ঘোষণা করছি আজ থেকে বাঙ্গালি জাতির এ আবাসভূমির নাম হবে বাংলাদেশ”।
৫। বঙ্গবন্ধুর ক্যারিশম্যাটিক নেতৃত্বের কারণে ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় ও সাধারণ পরিষদে নিরঙ্কুশ বিজয় লাভ করে, যা বাংলাদেশের স্বাধীনতা প্রাপ্তির পথে অন্যতম একটি মাইলফলক হিসেবে বিবেচিত।
৬। ১৯৭১ সালের ৭ ই মার্চের ঢাকার রেসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণে মুক্তির আহ্বান করেন বাঙ্গালি জাতির প্রাণের স্পন্দন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ ভাষণে তিনি দ্যার্থহীন কণ্ঠে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কালজয়ী এ ঐতিহাসিক ভাষণ বিশ্ববরেণ্য লেখক Jacok F Field এর We shall fight on the Beaches- the speeches that inspired history বই এর স্থান পাওয়া সেরা ৪ টি ভাষণের একটি।
বিসিএস ভাইভা প্রস্তুতি
By ─────────────── সেপ্টেম্বর ০৪, ২০১৯
❒❒ Transformation of Sentences-এর ওপর আপনার পছন্দের পোস্ট/আর্টিকেল পড়তে নিচের লিংকে ক্লিক করুন/প্রবেশ করুন:
.....................................................................