চয়েস
১.এডমিন
২.এডুকেশন
৩.অডিট
৪.ট্যাক্স
সময় :২০ মিনিট
আমি :আসতে পারি স্যার?
বোর্ড : আসুন,আসুন দ্রুত আসুন,বসুন?
আমি: আসসালামু আলাইকুম স্যার।
বোর্ড: u r study in physics? ur first choice administration?
আমি: yes sir.
বোর্ড:how to relate ur subject with physics?
আমি: উত্তর রেডি করা ছিল। মনে হল তাদের মন মত হল না।
বোর্ড: what is ur last choice?
আমি :bcs information.
বোর্ড : why?
আমি: after the first four choice I odered the choice in according to the post number.
বোর্ড : what is Heisenberg principle?
আমি : বিষয়ভিত্তিক পড়া ছিল?
বোর্ড : plz tell us the laws of thermodynamic?
আমিঃ পড়া ছিল না পারার কারণ নেই।
বোর্ড : এনট্রপি জানো তো, এটা নিয়ে বিশ্বের সাথে রিলেট করে ২ মিনিট কিছু বলো তো।
আমি: আইনস্টাইন ও হকিং নিয়ে একটা আর্টিকেল পড়া ছিল একমিনিট বলার পর
বোর্ড: জানো তো এটা নিয়ে সারাদিন কথা বলা যায়।
আমি : জ্বী স্যার।
বোর্ড : আচ্ছা ১৯৬৮ থেকে ১৯৬৯ সালের আন্দোলনে বিগ ইস্যুগুলো তারিখসহ বল তো?
আমি : আমি তিনটা বলোছিলাম
বোর্ড : আরও তো আছে
আমি : আরও একটা বলার পর।
এক্সটারনাল : আপনি বই পড়েন এই ধরেন গল্প উপন্যাস, কবিতা? প্রিয় কবি কে?
আমি : নির্মলেন্দু গুন
এক্সটারনাল : জীবনানন্দ দাশ পড়েছেন?একটা কবিতা আবৃতি করেন?
আমি : আমি হায় চিল সোনালি ডানার চিল পড়লাম।
বোর্ড :টাংগাইলের ধনবাড়ি কেন বিখ্যাত?
আমি : বললাম
এক্সটারনাল : কি যেন একটা ফল আছে না?
আমি : আনারস, স্যার এটা মধুপুর উপজেলায় হয়।
এক্সটারনাল :কয়টা জাতের হয়?
আমি : বললাম তিনটা
এক্সটারনাল : নামগুলো বলেন?
আমি: জানি না স্যার।
এক্সটারনাল : সারাজীবন আনারস খেলেন জাতের নাম জানেন না।আচ্ছা টাংগাইলের মাটির বর্ণ কি, এর কারন কি?
আমি : আন্দাজে বললাম বললো হয়নি.
এক্সটারনাল : সমুদ্রপৃষ্ঠ থেকে টাংগাইলের গড় উচ্চ্তা কত?
আমি : পারি নাই।
এক্সটারনাল :হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রাজনৈতিক জীবন নিয়ে বলেন?
আমি: দু - লাইন বলতেই।
এক্সটারনাল : বাংলাদেশ আওয়ামীলীগ কি অসাম্প্রদায়িক দল এটা কিভাবে বলবেন?যুক্তি কি?
আমি : ইশতেহার মনে করতে পারছিলাম না। তাই গঠনতন্ত্র থেকে বলার চেষ্টা করলাম।মনে হল নেয় নি উত্তর।
এক্সটারনাল: সরকারের অরগানগুলা বলুন?
আমি : বললাম
এক্সটারনাল : নির্বাহী বিভাগের সার্ভিসগুলো বলুন?
আমি : বললাম
এক্সটারনালঃআচ্ছা ডিসি অফিসে এডমিন ক্যাডার ছাড়া আর কোন ক্যাডার অফিসাররা কাজ করে?
আমি : সকল মন্ত্রাণালয়ের সকল ক্যাডার।উত্তর নিল কিনা বুঝলাম না।
এক্সটারনাল : স্থানীয় সরকার কি?
আমি : বললাম
এক্সটারনাল : ইউনিয়ন পরিষদের গঠনতন্ত্র বলুন?
আমি : বললাম
এক্সটারনাল :ইউনিয়ন পরিষদের সচিবের কাজ কি?
আমি : জানা ছিল না।কারন আমাদেরটা পৌরসভা।তবু বলার চেষ্টা করলাম।
ঠিক আছে আপনি এবার আসুন।
পরিক্ষার্থী:
মাহমুদুল ইসলাম অনিক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
#আশিক