বাংলা সাহিত্যে কনফিউশন !!
জঙ্গনামা প্রণয়নোপাখ্যান ও পুঁথি লিখেছেন ফকির গরীবুল্লাহ, আর জঙ্গনামা মর্সিয়া কাব্য লিখছেন দৌলত উজির বাহারাম খান ।
মর্সিয়া শব্দের অর্থ কী?
ক) শোক বা আহাজারি
খ) শোককাব্য
উত্তর : ক ।
ব্যাখ্যা : মর্সিয়া= শোক বা আহাজারি
মর্সিয়া কাব্য=শোককাব্য
বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?
ক) শ্রীকান্ত
খ) ইন্দ্রনাথ
উত্তর : খ
ব্যাখ্যা : উত্তম পুরুষে লেখা এই উপন্যাসে কিশোর চরিত্র বিচার করলে শ্রীকান্তর চেয়ে ইন্দ্রনাথ অনেক এগিয়ে। তাই ইন্দ্রনাথই হবে এটা।
।
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের প্রেক্ষাপট -
ক) মুক্তিযুদ্ধের প্রস্তুতি
খ) মুক্তিযুদ্ধের শেষ
উত্তর :খ
বাংলা সাহিত্যের সায়েন্স ফিকশনের জনক কে ?
== হুমায়ূন আহমেদ । এটি সম্পুর্ণ ভুল তথ্য।
***সঠিক উত্তর হবে জগদীশ চন্দ্র বসু। অব্যক্ত বাংলা সাহিত্যের প্রথম সায়েন্স ফিকশন
….
‘বড় কে’ কবিতাটির লেখক?
a.ঈশ্বরচন্দ্র গুপ্ত
b. হরিশচন্দ্র মিত্র
উত্তর :হরিশচন্দ্র মিত্র
ব্যাখ্যাঃ ৩য় শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে এ কবিতার কবি হিসেবে লেখা ছিল ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম। এখন কবির নামের জায়গায় লেখা হয়েছে হরিশচন্দ্র মিত্রের নাম। এখন প্রশ্ন উঠেছে- কবিতাটির আসল কবি কে?
'বড় কে?' কবিতাটি দীর্ঘদিন ধরে পড়ানো হচ্ছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের। এত দিন তৃতীয় শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের ৯৬ নম্বর পৃষ্ঠায় ছিল কবিতাটি। এবার ছাপা হয়েছে ৯০ নম্বর পৃষ্ঠায়। আর এবার শুধু কবির নামই বদলায়নি, কবিতার চারটি লাইনও বাদ দেওয়া দেওয়া হয়েছে। আগে ছিল ১৬ লাইন, এখন রাখা হয়েছে ১২ লাইন। কয়েকটি শব্দের বানানও বদলে দেওয়া হয়েছে।
আবার 'হরিশচন্দ্র মিত্রের' নামের বানান লেখা হয়েছে 'হরিশ্চন্দ্র মিত্র'।
….
চতুর্দশপদী " নামের কবিতা কে লিখেছেন?
ক) মাইকেল মুধুসুদন দত্ত খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়
গ) রবীন্দ্রনাথ ঠাকুর ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
:
ব্যাখ্যাঃ "চতুর্দশপদী কবিতা " বললে হবে মাইকেল মধুসুদন দত্ত, কিন্তু এখানে প্রশ্নে আছে "চতুর্দশপদী " নামের কবিতা। অর্থাৎ কবিতাটির নাম "চতুর্দশপদী কবিতা " নয়, শুধু "চতুর্দশপদী ", এর লেখক বলাইচাঁদ মুখোপাধ্যায়।
উত্তর :: খ
.
প্রশ্ন:: চতুরঙ্গ কী?
ক) রবীন্দ্রনাথের নাটক
খ) দাবা খেলার আদি নাম
গ) একটি গ্রহ
ঘ) একটা যাত্রাদলের নাম
:
ব্যাখ্যঃ "চতুরঙ্গ " হল রবীন্দ্রনাথের উপন্যাস কিন্তু অপশনে দেয়া আছে নাটক, তাই এটি হবে না। অপরদিকে দাবা খেলার আদি নাম চতুরঙ্গ।
উত্তর :: খ
:
একক রচনা হিসেবে বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি?
ক) চর্যাপদ খ) শ্রীকৃষ্ণককীর্তন কাব্য
গ) ডাকার্নব ঘ) লাইলি মজনু
প্রশ্ন ফাঁদঃ চর্যাপদ তো কেউ একা রচনা করেনি। আবার যারা প্রশ্নটি ভালোভাবে দেখেছেন তাদের কেউ কেউ অতি চালাকি করে ভেবে নিবেন "একক রচনা হিসেবে প্রথম " কথাটি শুধু নার্ভাস করার জন্যই বোধহয় দিল। কিন্তু না, প্রশ্নে যথেষ্ট কারণ আছে।
সঠিক উত্তর হবে খ) শ্রীকৃষ্ণককীর্তন কা
।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসে কোন ভাষাবিদের নাম পাওয়া যায়?
ক) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
খ) হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর : ক
বাংলা গদ্যের জনক কে?
–ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
চলিতরীতিতে গদ্যের জনক
-প্রমথ চৌধুরী
আর উপন্যাসের জনক কে?
- বঙ্কিমচন্দ্র
বাংলা আধুনিক সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?
— মাইকেল মধুসূদন দত্ত
আর বাংলাদেশের বিদ্রোহী কবি
- কাজী নজরুল ইসলাম
- আধুনিক বাংলা কবিতার জনক কে?
- -মাইকেল মধুসূদন দত্ত
।
কাজী নজরুল বাকরুদ্ধ হয় কয় বছর বয়সে?
ক) ৪০ বছর
খ) ৪৩ বছর
উত্তর : ৪৩ বছর।
ব্যাখ্যা : কাজী নজরুল ইসলাম ১৯৪২ সালের ১০ অক্টোবর বাকরুদ্ধ হন যখন কবির বয়স ৪৩ ছিল।
।
বিষাদসিন্ধু' উপন্যাসের নায়ক কে?�ক) ইমাম হোসেন�খ) এজিদ
উত্তর : ইমাম হোসেন।
ব্যাখ্যা : মীর মশাররফ হোসেন যখন 'বিষাদসিন্ধু' উপন্যাসটি লিখলেল, তখন তাঁর কাছে না ছিলো কোনো ইতিহাস, না ছিল কোনো ধর্মগ্রন্থ। বরং তাঁর ওপর প্রভাব পড়েছিল পুঁথি রচয়িতাগণ কর্তৃক রচিত মর্সিয়া সাহিত্যের। এ কারণে 'বিষাদসিন্ধু' উপন্যাসে প্রচলিত ধারনার কোনো নায়ক পাওয়া যায় না। এরপরও যদি প্রশ্ন করা হয়, উপন্যাসটির নায়ক কে? অনায়াসে উত্তর হবে ইমাম হোসেন। যেমনটি 'সিরাজুদ্দৌলা' নাটকের নায়ক নবাব সিরাজুদ্দৌলা, 'মেঘনাদবধ কাব্যে'র নায়ক রাবণ।
তবে সাহিত্যিক বৈশিষ্ট্য বিচার করলে এজিদ । ইমাম হোসেন -প্রচলিত উত্তর ; বেশি গ্রহণযোগ্য।
।
মেঘনাদবধ' কাব্যে কোন রসের প্রাধান্য??
ক) বীর রস
খ) করুণ রস
উত্তর : করুণ রস।
ব্যাখ্যা : এই মহাকাব্যের শুরুর দিকে বীররসের অস্তিত্ব পাওয়া গেলেও পুরো মহাকাব্যে করুণ রসের প্রাধান্য ছিল।
।
বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি?
ক. চোখের বালি ( রবীন্দ্রনাথ )
প্রকাশ কাল- ১৯০৩
খ. রজনী ( বঙ্কিম )
প্রকাশকাল-১৮৭৭
উত্তর : হবে ক ।
সোমিত্র শেখরের বইতে দেয়া আছে রজনী মনস্তাত্ত্বিক উপন্যাস
বাংলাপিডিয়াতে রজনীকে সামাজিক উপন্যাস বলা হয়েছে।
তাই সাহিত্যিক গুণ বিচার করলে চোখের বালি ( রবীন্দ্রনাথ ) ।
!
বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন ?
ক .৪
খ. ৫
উত্তর : ক । দ্বিজ চণ্ডীদাস , চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস ।
বৈষ্ণব পদাবলীর আদিকবি / অবাঙালি কবি - বিদ্যাপতি
বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদিকবি - চণ্ডীদাস
।
বাংলা ভাষায় যতিচিহ্ন প্রবর্তন করেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
তবে তার পুর্বে অক্ষয়কুমার দত্ত যতিচিহ্ন ব্যবহার করেন।( স্বীকৃত নয় )
।
পুঁথি সাহিত্যের প্রাচীনতম , আদি , শ্রেষ্ঠ ও সার্থক কবি - ফকির গরীবুল্লাহ
অপশনে না থাকলে সৈয়দ হামজা ।
।
মর্সিয়া সাহিত্যের আদি কবি - শেখ ফয়জুল্লাহ
মর্সিয়া সাহিত্যের প্রাচীনতম কবি - ফকির গরীবুল্লাহ
।
মৈমনসিংহ গীতিকা সম্পাদনা করেন - দীনেশ চন্দ্র সেন
মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন - চন্দ্র কুমার দে ।
।
♦রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কে অনুবাদ করেন- রবীন্দ্রনাথ নিজেই।
তবে এর ভূমিকা লিখেন আইরিশ কবি W. B. Yeats.
।
♦বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস -আলালের ঘরে দুলাল (১৮৫৮)। এর রচয়িতা প্যারীচাদ মিত্র। তবে অবাঙালি কর্তৃক রচিত প্রথম বাংলা উপন্যাস ফুলমনি ও করুনার বিবরণ।(১৮৫২) ।
আর প্রথম সার্থক বাংলা উপন্যাস দুর্গেশনন্দিনী (১৮৬৫)। এর রচয়িতা বংকিমচন্দ্র চট্টোপাধ্যায়।
♦বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক এবং নাট্যকার - মীর মোশারফ হোসেন।
তার রচিত প্রথম নাটক-বসন্তকুমারী এবং প্রথম উপন্যাস -বিষাদসিন্ধু (৩-পর্ব)
।
♦বাংলা সাহিত্যের প্রথম নাটক- ভদ্রার্জুন (তারাচরন শিকদার)
তবে প্রথম সামাজিক নাটক -কুলীনকুলসর্বস্ব (রচয়িতা-রামনারায়ন তর্করত্ন)।
কিন্তু যদি প্রথম স্বার্থক নাটক কী বলা হয় তবে উত্তর হবে-শর্মিষ্ঠা(মাইকেল মধুসুদন দত্ত)
প্রথম ঐতিহাসিক নাটক - কৃষ্ণকুমারী
।
♦ বাংলা চলিত গদ্যরীতির জনক-প্রমথ চৌধুরী (বীরবল-সাহিত্যক ছদ্মনাম)
তবে পাঠ্যপুস্তকের বাইরে চলিত রীতি ব্যবহার করেন - রাজা রামমোহন রায়
।
পদ্মাবতী নাটক রচনা করেন মাইকেল মধুসুদন দত্ত।
আর পদ্মাবতী অনুবাদ কাব্যটি রচনা করেন আলাওল।
।
♦বাংলাদেশ হতে প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি?
অনেকেই ভুল করে উত্তর দিয়ে আসেন ঢাকা প্রকাশ। কিন্তু বাংলাদেশের প্রথম ছাপাখানা ঢাকায় নয় রংপুরে স্থাপন করা হয়।
তাই বাংলাদেশের ভুখন্ড হতে প্রকাশিত প্রথম পত্রিকা হচ্ছে "রংপুর বার্তাবহ "।
একাত্তর সংক্রান্ত কিছু সাহিত্যকর্ম:
-একাত্তরের দিনগুলি- জাহানারা ইমাম
-একাত্তরের ডায়েরি -সুফিয়া কামাল
-একাত্তরের যিশু -শাহরিয়ার কবির
-একাত্তরের নিশান-রাবেয়া খাতুন
-স্বাধীনতা একাত্তর - কাদের সিদ্ধিকী
।
কনফিউশন -----------------প্রথম বাংলা থিসারাস/সমার্থক শব্দ অভিধান রচনা করেন-আশোক মুখোপাধ্যায়
ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত-সুভাস মুখোপাধ্যায়
----------------
বুড়ো শালিকের ঘাড়ে রো- মাইকেল মধুসূদন দত্ত
বিয়ে পাগলা বুড়ো-দীনবন্ধু মিত্র
-----------------
কড়ি দিয়ে কিনলাম -বিমল মিত্র
কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর
--------------
কবর (নাটক) -মুনীর চৈধুরী, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট
কবর(কবিতা)- জসীম উদ্দীন -------------
বাংলা ভাষার ইতিবৃত্ত -ড.মুহাম্মদ শহীদুল্লাহ
বাংলা সাহিত্যের ইতিবৃত্ত -মুহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান
।
বাংলা সাহিত্যের কথা - ড.মুহাম্মদ শহীদুল্লাহ
বাংলা সাহিত্যের ইতিহাস - সুকুমার সেন ।
।
সংস্কৃতির ভাঙ্গা সেতু—আকতারুজ্জামান ইলিয়াস।
সংস্কৃতির চড়াই উৎরাই—শওকত ওসমান
সংস্কৃতির সংকট—বদরুদ্দিন ওমর।
সংস্কৃতির রূপান্তর—গোপাল হালদার।
। সংস্কৃতির কথা—মোতাহের হোসেন চৌধুরী
সাহিত্য ও সংস্কৃতি—মো. আব্দুল হাই।
সাহিত্য সংস্কৃতি চিন্তা—আহমদ শরীফ।
।
বামুনের মেয়ে (উপন্যাস)—শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বেদের মেয়ে (নাটক)—জসীমউদ্দীন
বিশ শতকের মেয়ে (উপন্যাস)—নীলিমা ইব্রাহিম
বেণের মেয়ে (উপন্যাস)—হরপ্রসাদ শাস্ত্রী
।।।